Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

india news

Dibrugarh Express Accident: ফের উল্টে গেল ট্রেন, এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ

নিউজ ডেস্ক: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। চন্ডিগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express Derailed) অন্তত দশটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই রেল দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে গোন্ডা এবং জিলাহি এলাকার মাঝে পিকৌওরা এলাকায় এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

রেলের তরফে আপাতত একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যে কটি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে চারটি এসি বগি রয়েছে। এক যাত্রী বলেন, “কপাল ভালো, এবারের দুর্ঘটনায় (Dibrugarh Express Derailed) বেশি প্রাণহানি হয়নি। অনেকেই আহত হয়েছেন, তবে মৃত্যুর সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে (Dibrugarh Express Accident) উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রেল দফতরের আধিকারিকদেরও তিনি অনুরোধ করেছেন, যাতে দ্রুত যাত্রীদের উদ্ধার করে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।

দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির উপর নজর রাখছেন। কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং খবর নিচ্ছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন হিমন্ত। ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার (Dibrugarh Express Accident) পর উত্তর পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪। গুয়াহাটি স্টেশনের জন্যও তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লউখউ স্টেশনে জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ দিনের দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত ঠিক এক মাস আগে গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল ১১ জনের। ২ দিন আগেই এসেছিল এই দুর্ঘটনার রিপোর্ট। তাতে বলা হয়েছিল ট্রেন চালক ও স্টেশন মাস্টারদের প্রশিক্ষণের অভাবের কথা। এছাড়াও ট্রেন চালানোয় নানা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। এই ঘটনার স্মৃতি মোছার আগেই ফের (Dibrugarh Express Derailed) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

Sweta Chakrabory | 16:24 PM, Thu Jul 18, 2024

Bjp candidate debasis dhar entered in politics: বীরভূমের ময়দানে বিজেপি


মাধ্যম নিউজ ডেস্ক: তারাপীঠে পুজো দিয়ে প্রচারে নামলেন বীরভূমের(Birbhum) বিজেপি প্রার্থী দেবাশীষ ধর(Debasis Dhar)। তার লড়াই তিন বারের সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Ray) সঙ্গে। শীতলকুচির (Sitalkuchi) ঘটনা বদলে দিয়েছে তার জীবন। তার অজান্তেই গুলি চলে বলে অভিযোগ। এর পর সাসপেন্ড ও জেরা পর্ব শেষে বিজেপিতে যোগ।

বিজেপি প্রার্থীর(BJP Candidate) অভিযোগ, “বীরভূমে কোনও কাজ করেননি তিন বারের সাংসদ শতাব্দী রায়। রাজ্যের পুলিশ মন্ত্রী আগেভাগে পদক্ষেপ নিলে বীরভূম নিয়ে এত অভিযোগ উঠত না।” এদিন দুর্নীতি নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন দেবাশীষ ধর। তিনি বলেন, “রাজ্য চুরিতে এমন রেকর্ড করে বসে আছে যে আগামী ১০০ বছরে এই রেকর্ড ভাঙা সম্ভব হবে না। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে উন্নয়ন সম্ভব নয়”। দেবাশীষ এদিন বলেন, “শীতলকুচির ঘটনার জন্য অনেক মানসিক পরিবর্তন হয়েছে। ওই ঘটনার পর যা হয়েছে তা যদি না ঘটত তাহলে ডিআইজি হতাম প্রার্থী হতাম না।

২০১১ সাল থেকে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন পুলিশ মন্ত্রী। উনি যদি সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে রাজ্যে এত রাজনৈতিক হিংসা হত না। এত দুর্নীতি হত না। রাজ্যে মানিক, পার্থ, অনুব্রত, বালুদের ছড়াছড়ি হত না। তিনবারের সাংসদ কোন কাজ করেননি। মানুষের কাছে গিয়ে তিনি ধাক্কা খাচ্ছেন। অন্য রাজ্যে গেলে বাঙালি হিসেবে লজ্জা হয়। এ রাজ্যে শিল্প বলতে মদ আর জমি বিক্রি ছাড়া আর কিছুই নেই”।

প্রসঙ্গত মঙ্গলবার তারাপীঠে(Tarapith) পুজো দিয়ে প্রচার শুরু করেন বীরভূমের বিজেপি প্রার্থী। মায়ের কাছে কী কামনা করলেন জিজ্ঞেস করায় তিনি বলেন, “প্রার্থনা করেছি এমন কিছু চমৎকার কর যেন জন্ম জন্মান্তর তোমার সেবা করতে পারি। মানুষের হয়ে কাজ করতে এসেছি। প্রশাসনিক পদে থাকা এবং মানুষের জন্য কাজ করা অনেকটাই আলাদা। আমরা জিতছি এতে কোন সন্দেহ নেই”।

তিনি আরও বলেন, “শতাব্দী রায় কিছু করেননি। ব্যক্তিগত কোন লড়াই নেই। রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজে লড়াই হবে। আমাদের সরকার এলে প্রশাসনিক সংস্কার হবে। ৬০, ৭০ নছর ধরে একটা সিস্টেম চলে আসছে। আমাদের সরকার এলে এটা বদল হবে”।

Sweta Chakrabory | 17:58 PM, Tue Apr 02, 2024

Chattishgarh: মাওবাদী দমনে সাফল্য! খতম শীর্ষ মাও নেতা 

নিউজ ডেস্ক: মাওবাদী (Maoist) দমনে এবার জোরালো সাফল্য কেন্দ্রীয় বাহিনীর। বাহিনীর অভিযানে খতম হয়েছে আরও এক কুখ্যাত মাওবাদী নেতা। জখম হয়েছে আরও পাঁচজন। ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলার ঘটনা। মঙ্গলবার সুকমার পুলিশ সুপার কিরণ চাভেন বলেন, “নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সুকমায় খতম হয়েছে এক মাওবাদী নেতা। তার দেহ উদ্ধার হয়েছে। তার সঙ্গে থাকা অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের খোঁজে ওই জঙ্গলে চলছে তল্লাশি।” প্রসঙ্গত দিন কয়েক আগেই মাওবাদীদের সমূলে উৎখাত করার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছত্তিশগড়ের এক জনসভায় তিনি বলেছিলেন, “২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে মাওবাদীদের সমূলে উৎখাত করা হবে।” তার পর বুধবার থেকেই ছত্তিশগড়ে মাও দমনে অভিযানে নামে যৌথবাহিনী। সিআরপিএফের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়নের একটি ইউনিটকে হেলিকপ্টারে করে সেনাশিবিরে পাঠানো হচ্ছিল। দলটি যখন হেলিকপ্টার থেকে নামছিল, তখন কোবরা কমান্ডো ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। জানা গিয়েছে, সিআরপিএফের কোবরা ইউনিট, ছত্তিশগড় পুলিশ ও তেলঙ্গনা পুলিশের গ্রেহাউন্ড স্পেশাল ফোর্সের যৌথবাহিনীর তরফে এই অভিযান চালানো হচ্ছে। বুধবার (Chhattisgarh) হেলিকপ্টার, ড্রোন এবং অস্ত্র নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর আগে ৩০ মার্চ আটচল্লিশ ঘণ্টার জন্য অভিযান চালায় যৌথবাহিনী। দুদিনের এই অভিযানে এনকাউন্টার হয় তিনবার। ২৬ মার্চও ছত্তিশগড়ের বস্তারে বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টারে খতম হয় ছয় মাওবাদী। তাদের মধ্যে একজন মহিলাও ছিল। ঘটনাটি ঘটেছিল বিজাপুর জেলার একটি জঙ্গলে। ওই জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। তার পরেই শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। প্রতিরোধ গড়ে তোলে বাহিনী। দু’পক্ষের লড়াইয়ে নিকেশ হয় এক মহিলা সহ ছয় মাওবাদী। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোট হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। সেদিন দেশের আরও কয়েকটি কেন্দ্রের সঙ্গে নির্বাচন হবে বস্তার যে লোকসভা কেন্দ্রের অধীন, সেখানেও। নির্বাচনে অশান্তি পাকাতেই এলাকার বিভিন্ন জঙ্গলে জড়ো হয়েছে মাওবাদীরা। মাওবাদীদের সেই চক্র দুরমুশ করতেই অভিযান চালাচ্ছে যৌথবাহিনী (Chhattisgarh)

Editor | 15:52 PM, Tue Apr 02, 2024

Madhya Pradesh: হোলির গান বাজানোয় টোটো চালককে মারধরের অভিযোগ বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে

শনিবার ৩০ মার্চ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সদর (Sadar Cantt) এলাকার ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের আওতাধীন মুহা(Muhaal) এলাকায় সাগর নামে এক টোটো রিকশা চালককে (E- Rikshaw) ব্যাপক মারধর করল বিশেষ সম্প্রদায়ের উন্মত্ত জনতা।  সাগরের বিরুদ্ধে অভিযোগ সেই ওইদিন রঙ্গ পঞ্চমী (Local Festival)উপলক্ষে হোলির গান বাজিয়েছিল। যারা মারধর করে তাদের বক্তব্য কেন তাদের সংখ্যাগরিষ্ঠ এলাকায় তাদের ধর্মীয় আবেগের সঙ্গে যায় না এই ধরনের গান বাজানো হল

পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা (BJP) ও হিন্দু সংগঠনগুলি(Hindu Organisation)  পুলিশের কাছে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনের আওতায় কঠিন শাস্তি আবেদন করেছে। জানা গেছে শনিবার ৩০ শে মার্চের রাত ১১ টা নাগাদ ওই রিকশাচালক এবং তার কিছু বন্ধুরা হোলি সংক্রান্ত ধর্মীয় গান বাজাচ্ছিল সেই সময় একদল উন্মত্ত জনতা এসে তাদেরকে ওই গান বন্ধ করতে বলে। তাঁরা হুমকি দেয় যেহেতু রমজান মাস চলছে তাই ওই এলাকায় এই ধরনের গান বাজানো যাবে না।পরিস্থিতি বেগতিক দিকে যাওয়ায় স্থানীয় কিছু মানুষ ওই উন্মত্ত জনতাকেও ঠেকানোর চেষ্টা করে এরপর উন্মত্তরা লাঠি সোটা নিয়ে হামলা চালায় ওই টোটো চালক ও তার বন্ধুদের উপরে এমনকি ধারালো অস্ত্র প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে দু পক্ষের মধ্যে পাথর ছোড়াছড়ি হয় বলে জানা গেছে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় আশেপাশের ছাদ থেকেও পাথর ছোড়া(Stone Pelting) হয় বলে অভিযোগ

এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় পুলিশের বজ্র যা এই ধরনের গন্ডগোল আটকাতে ব্যবহার করা হয় তা ওই ঘটনাস্থলে পাঠানো হয় আশপাশের চারটি থানা থেকে পুলিশ এনে ঘটনারস্থলে মোতায়ন করা হয় পুলিশ জানিয়েছে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে

স্থানীয় বিজেপি বিধায়ক প্রদীপ লারিয়া বলেছেন,“এটি খুব চিন্তাজনক ঘটনা আমার মনে হয় এটা পূর্ব নির্ধারিত এবং পরিকল্পনামাফিক হামলা করা হয়েছে।যে কেউ নিজের ধর্মকে ভালবাসতেই পারে কিন্তু তার মানে এই নয় অন্য ধর্মের উপর তা চাপিয়ে দিতে হবে এবং না মানলে আক্রমণ করতে হবে আইন ভাঙ্গতে হবে ভারতবর্ষের প্রত্যেকের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে এক ধর্মের মানুষ অন্য ধর্মের উপরে নিজেদের আবদার চাপিয়ে দিতে পারে না যেভাবে আশপাশের বাড়ি থেকে পাথর ছোড়া হয়েছে এবং বোতল ছাড়া হয়েছে তাতে এই ধরনের ঘটনা যে পরিকল্পনা মাফিক করা হয়েছে তা যে কেউ বুঝতে পারবে ৩০০ জন মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেল হঠাৎ করে এটা অবিশ্বাস্য পুলিশকে বলব কঠিন ব্যবস্থা নিতে যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক”। প্রসঙ্গত ওই বিজেপি বিধায়ক আশপাশের এলাকায় যারা জবর দখলকারী তাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তার অভিযোগ আশপাশের বেশ কিছু মানুষ সরকারি সম্পত্তির উপর জবরদখল করে আছে এলাকায় হঠাৎ করে জবরদখল বেড়ে গেছে তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে অনুমান বিধায়কের।

Editor | 13:42 PM, Mon Apr 01, 2024
upload
upload