Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

indian cricketer

Ravindra Jadeja: বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা


নিউজ ডেস্ক: বিজেপি-তে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা। এই বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন জাদেজা (Ravindra Jadeja)। এবার রাজনীতিতে পা রাখলেন দেশের এই তারকা ক্রিকেটার। তাঁর স্ত্রী রিভাবা গুজরাটের উত্তর জামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক। এদিন তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি রবীন্দ্র জাদেজার বিজেপির সদস্য হওয়ায় কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। জাদেজার স্ত্রী তথা জামনগর আসনের বিধায়ক রিভাবা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যদিও রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং এবং দিদি নয়নাবা জাডেজা কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাই বাবা-দিদির ‘হাত’ ছেড়ে এ বার বউয়ের পথ ধরে বিজেপিতে গেলেন রবীন্দ্র (Ravindra Jadeja)।

উল্লেখ্য, ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল রিভাবাকে প্রার্থী করে। আপ প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে এই আসনে বিজয়ী হয়েছিলেন জাডেজার স্ত্রী। সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় স্ত্রী রিভাবার হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। বেশ কয়েকটি রোড-শো করেন তিনি। অন্যদিকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এমনিতেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একেবারে গোধূলিলগ্নে দাঁড়িয়ে রয়েছেন।

তবে ২০২৩ সালের পর থেকে তাঁকে আর একদিনের ক্রিকেটে দেখতে পাওয়া যায়নি। তবে টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, আপাতত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলবেন জাদেজা (Ravindra Jadeja)। আশা করা হচ্ছে, চলতি মাসে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে জাদেজাকে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে সম্প্রতি তিনি ২০২৪ দলীপ ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে, ব্যক্তিগত কারণেই জাদেজা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Sweta Chakrabory | 16:45 PM, Fri Sep 06, 2024
upload
upload