Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

investigating officer

Bhupatinagar: দুদিন পেরিয়ে গেলেও ভূপতিনগর কাণ্ডে গ্রেফতারি শূন্য! বদল হল তদন্তকারী অফিসার 



নিউজ ডেস্ক: ফের সংবাদ শিরোনামে ভূপতিনগর(Bhupatinagar), সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা। আর এরই মধ্যেই ভূপতিনগরে তদন্তকারী অফিসার(investigating officer ) বদল। সিআই ভূপতিনগরকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হল। ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রথমে এই মামলায় ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁকে বদল করে এবার ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক শ্যামল চক্রবর্তীর হাতে দায়িত্ব দেওয়া হল।

প্রসঙ্গত, দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের মামলায় (Bhupatinagar blast incident)এনআইএ(NIA) অভিযান আর দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তুলকালামকাণ্ড রাজ্য রাজনীতিতে। রাজ্যের সীমা ছাড়িয়ে সেই প্রভাব পড়েছে দিল্লিতেও। দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলা, নির্বাচন কমিশনে অভিযোগ।

উল্লেখ্য গত শনিবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জন অভিযুক্তকে ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে গ্রেফতার করেছিল এনআইএ(NIA)। তবে বলাইচরণ এবং মনোব্রতকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁরা বলাই এবং মনোব্রতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে দাবি এনআইএ আধিকারিকদের। এর পরেই এনআইএর ওপর হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এতে এক আনআইএ আধিকারিক আহত হন।

কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ভূপতিনগরে এনআইএ -র ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য। তাই এনআইএ -র তল্লাশি অভিযান সংক্রান্ত দুটি মামলায় তদন্তকারী অফিসার(investigating officer) বদল করা হল। নতুন তদন্তকারী অফিসার শ্যামল চক্রবর্তী এবার এনআইএ -র করা অভিযোগ এবং এনআইএ -র বিরুদ্ধে অভিযোগ, দুটি মামলারই তদন্ত করবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে আধিকারিক আহত হয়েছিলেন, তাঁর মেডিক্যাল রিপোর্ট(medical report) চেয়ে পাঠিয়েছে ভূপতিনগর থানার পুলিশ। এনআইএ এবং গ্রেফতার হওয়া তৃণমূল নেতার বাড়ির লোকেরা একে অন্যের অন্যের প্রতি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই আক্রান্ত এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ(state police)।

যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এনআইএ-এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রেও নোটিশ(notice) পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Sweta Chakrabory | 17:41 PM, Mon Apr 08, 2024
upload
upload