Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

isro

SSLV launch: মহাকাশে ভারতের 'বেবি রকেট'! সফল উৎক্ষেপণ এসএসএলভি-র


নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের পরের দিনই ইসরোর নয়া সাফল্য। শুক্রবার সকালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর (ISRO) নতুন মিশন ইওএস ০৮ (EOS-08)। তবে, এই অভিযানে এই স্যাটেলাইটটি নয়, বরং সকলের চোখ ছিল এর বাহক, ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-০৩’-এর (SSLV D3) দিকে। কারণ, এটিই হল ইসরোর তৈরি সবথেকে ছোট রকেট। অতি সম্প্রতি, ইসরো এই রকেটটি তৈরি করেছে।

গত বেশ কয়েকবছর ধরেই ছোট আকারের রকেট তৈরি নিয়ে কাজ করছে ইসরো (ISRO)। এই অভিযান ইসরোর মিশন স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের চূড়ান্ত সংস্করণের প্রথম উড়ান। ৩৪ মিটার এই রকেটটি ৫০০ কেজি পর্যন্ত ওজনের ছোট উপগ্রহগুলি বহন করতে পারে। ছোট আকারের স্যাটেলাইটগুলিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করার জন্যই এই রকেটটির নকশা করা হয়েছে।

ইওএস ০৮ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথের বাইরে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে এটি এক বছরের জন্য কাজ করবে। ১৭৫.৫ কেজি ওজনের এই স্যাটেলাইটটি প্রায় ৪২০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে। যে পেলোডগুলি রয়েছে স্যাটেলাইটটিতে, সেগুলি আসন্ন গগনযান মিশনে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এই স্যাটেলাইটের উদ্দেশ্য হল পরিবেশ এবং দুর্যোগ সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করা। যদিও স্বাধীনতা দিবসের সকালেই এই রকেট (SSLV launch) উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা করা যায়নি। তার বদলে, স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে, সকাল ৯টা বেজে ১৯ মিনিটে যাত্রা শুরু করে রকেটটি। ইসরো (ISRO) জানিয়েছে, এই উৎক্ষেপণ একেবারে সফল। ইসরো সফলভাবে ইওএস ০৮ এবং এসএসএলভি-কে কক্ষপথে স্থাপন করেছে। পাশাপাশি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ‘উৎক্ষেপণ সফল হয়েছে। পুরো দলকে অভিযানের সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’ 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ইওএস ০৮ এবং এসএসএলভি ডি৩ (SSLV launch) মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরো দলের প্রশংসা করে এক্স হ্যান্ডেলের পোস্ট করেছেন। পোস্টে তিনি বলেছেন, ‘‘ইওএস ০৮ এবং এসএসএলভি ডি৩ মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরো টিমকে ধন্যবাদ জানাই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় টিম ইসরো ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।’’

Sweta Chakrabory | 13:51 PM, Fri Aug 16, 2024

ISRO Founder Birth Anniversary: ভারতের মহাকাশ বিজ্ঞানে কী কী অবদান বিক্রম সারাভাইয়ের? জানুন তাঁর সম্পর্কে ৯টি আকর্ষণীয় তথ্য

নিউজ ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক বিক্রম সারাভাই (Vikram Sarabhai)। আজ তাঁর জন্মবার্ষিকী। ১৯১৯ সালের ১২ অগাস্ট গুজরাটের বিখ্যাত সারাভাই পরিবারে জন্মগ্রহণ (ISRO Founder Birth Anniversary) করেন বিক্রম সারাভাই। ভারতীয় মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ বিক্রম সারাভাই। জাতীয় স্তরে গঠনমূলক বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আসুন জেনে নিন সারাভাই সম্পর্কে ৯টি আকর্ষণীয় তথ্য।

সারাভাইয়ের ভারতে প্রত্যাবর্তন এবং ইসরো প্রতিষ্ঠা  সারাভাইয়ের (Vikram Sarabhai) প্রাথমিক শিক্ষা ভারতের সেন্ট জন্স কলেজ থেকে। এরপর তিনি তাঁর উচ্চশিক্ষা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে ১৯৪৭ সালে তিনি ডক্টরেট উপাধি অর্জন করেছিলেন।এরপর সেখান থেকে ভারতে ফিরে আসার পর ডক্টর বিক্রম সারাভাই আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। একইসঙ্গে আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি।  পিআরএল প্রতিষ্ঠা  'ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি' (পিআরএল) ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্মস্থান বলে বিবেচিত হয়। ১৯৪৭ সালের নভেম্বর মাসে বিক্রম সারাভাই এটি প্রতিষ্ঠা করেছিলেন।   আইআইএম প্রতিষ্ঠা এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) প্রতিষ্ঠা করেন তিনি। কমিউনিটি সায়েন্স সেন্টারের ধারণারও পথপ্রদর্শক তিনি, যার লক্ষ্য শিশুদের ব্যাপকভাবে বিজ্ঞান শিক্ষা প্রদান করা এবং তাদের মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটানো। একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা  আমেদাবাদে নেহরু ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, আমেদাবাদ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড টেকনোলজি সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান গুলির মধ্যে অন্যতম। বিজ্ঞান, শিক্ষা এবং শিল্পকলায় অবদান বিক্রম সারাভাই (Vikram Sarabhai) ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি ভারতের বিজ্ঞান, শিক্ষা এবং শিল্পকলায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলে। তাঁর স্ত্রী মৃণালিনী সারাভাইয়ের সঙ্গে তিনি দর্পনা অ্যাকাডেমি অফ পারফরমিং আর্টস প্রতিষ্ঠা করেন। সারাভাই কর্তৃক প্রতিষ্ঠিত কিছু সুপরিচিত প্রতিষ্ঠান  তিরুবনন্তপুরুম বিক্রম সারাভাই (Vikram Sarabhai) স্পেস সেন্টার, কালপাক্কামে ফাস্টার ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর, কলকাতায় ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রোন প্রজেক্ট সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। আরও পড়ুন: আরব সাগরে ডুব, সাবমেরিনের চড়ে দ্বারকা দর্শনের সুযোগ অর্জন পরমাণু শক্তি কমিশনের (অ্যাটোমিক এনার্জি কমিশন) চেয়ারম্যানও ছিলেন বিক্রম সারাভাই।  উত্তরাধিকার    ভারতের চন্দ্রযান-২ মিশনের ল্যান্ডারের নাম ছিল বিক্রম। এর মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক মহাকাশ বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণায় বিক্রম সারাভাই সকলের মনে থেকে যাবেন আজীবন।  ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ  ১৯৭৫ সালে রুশ কসমোড্রোম থেকে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ 'আর্যভট্ট'-এর সফল উৎক্ষেপণ হয়। সাফল্যের নেপথ্যে বিক্রম সারাভাইয়ের উল্লেখযোগ্য অবদান ছিল। তবে সুদিন দেখার সৌভাগ্য হয়নি বিক্রমের। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরুমে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াণ হয় এই বিজ্ঞানসাধকের।

Sweta Chakrabory | 17:59 PM, Mon Aug 12, 2024

PM Modi on ISRO issue: ইসরোর রকেটের উপর চিনের পতাকা! বিজ্ঞাপনের নিন্দা করে সরব বিজেপি

নিউজ ডেস্ক: ইসরোর রকেটের উপর চিনের পতাকার ছবি। সম্প্রতি ইসরোর এক বিজ্ঞাপনী পোস্টার ঘিরে নয়া বিতর্কে তামিলনাড়ুর ডিএমকে সরকার। বুধবারই থুদুকুড়ি জেলার কুলশেখরপট্টিনম শহরে ইসরোর নয়া রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই রকেট উৎক্ষেপণ কেন্দ্রর বিজ্ঞাপনী পোস্টারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছবির সঙ্গে, চিনের পতাকা ব্যবহার করেছে ডিএমকে। ইসরোর বিজ্ঞাপনে তামিলনাড়ু সরকারের মস্ত এই ভুল ধরতে পেরেই তুলোধনা করল কেন্দ্রের বিজেপি সরকার। ঘটনার পিছনে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা চিনের প্রতি ডিএমকের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে তারা।

বিজ্ঞাপন নিয়ে পাল্টা সাফাই দিতে ভোলেনি এমকে স্ট্যালিনের দলও। পাশাপাশি এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ডিএমকে সরকারের সমালোচনা করে বলেন, 'ভারতের বিজ্ঞানীদের অসম্মান করা হয়েছে। ভারতের সাফল্যকে অপমান করা হয়েছে। ডিএমকে নেতারা কি অন্ধ? সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ওরা। ইসরোর ক্রেডিট ছিনিয়ে নিতে ওরা রকেটের গায়ে চিনের পতাকা লাগিয়ে দিল?' শুধু প্রধানমন্ত্রীই নন, ডিএমকে-কে তুলোধোনা করেছেন বিজেপির সভাপতি কে আন্নামালাইও৷

প্রসঙ্গত, এই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ছিল মহাকাশ বন্দর গঠনে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কৃতিত্বকে তুলে ধরা৷ বিজ্ঞাপনটি জারি করেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণান। যা বহুল প্রচলিত স্থানীয় দু’টি পত্রিকায় ছাপা হয়। পত্রিকা প্রকাশিত হতেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই উঠল বিতর্কের ঝড়৷ কারণ ওই বিজ্ঞাপনে ইসরোর রকেটের গায়ে ভারত নয়, দেখা যায় চিনের পতাকা৷ এই কাণ্ডের ফলে সকলের নিন্দা ও বিতর্কে নাম জড়িয়েছে ডিএমকের।

Sweta Chakrabory | 17:43 PM, Thu Feb 29, 2024

PM Narendra Modi: মহাকাশে পাড়ি দেবে ইসরোর বিজ্ঞানীরা, ৪ প্রতিনিধির নাম ঘোষণা মোদীর

নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩ এর সাফল্যের পর এবার প্রস্তুতি গগনযান মিশনের। প্রথমবার ভারতের মাটি থেকে মহাকাশ পথে পাড়ি দেবে ইসরোর বিজ্ঞানীরা। গগনযানে চড়ে মহাকাশে পাড়ি দেবেন চার নভশ্চর। প্রথম বার দেশের প্রতিনিধি হিসাবে যাঁরা মহাকাশে যাবেন, মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার কেরলের তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চার জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই চার জনই ভারতীয় বায়ুসেনা (আইএএফ)-র আধিকারিক। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল।

গগনযান প্রকল্প ২০২৫ সালে লঞ্চের জন্য নির্ধারিত। এই মিশনের লক্ষ্য হল, মানুষকে মহাকাশে পাঠানোর। শুধু তাই নয় তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ইসরোর ক্ষমতা প্রদর্শনের লক্ষ্য। উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসাবে যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এই চার জন। তবে বেঙ্গালুরুতে বায়ুসেনার নভশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। এর আগে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় এই চার জনকে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। অবশেষে প্রশিক্ষণ শেষে মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী জানান, চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পরে ফের চাঁদে যাবে ভারত। আর এবার নিজেদের সামনে আরও বড় চ্যালেঞ্জ রাখা হবে। তিনি বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে আমরা ফের চাঁদে যাব। আর এবারের সাফল্যের পরে আমাদের লক্ষ্য আরও বড় করেছি। আরও কঠিন হবে সেই মিশন। আমরা চন্দ্রপৃষ্ঠ থেকে স্যাম্পেল নিয়ে আসব এবং পৃথিবীতে নিয়ে আসব আমরা। তার ফলে চাঁদের বিষয়ে আমরা আরও অজানা তথ্য জানতে পারব।’

Sweta Chakrabory | 15:47 PM, Tue Feb 27, 2024

ISRO Mission:  আজই মকাকাশে পাড়ি দেবে  Naughty Boy

নিউজ ডেস্ক: আবহাওয়ার উপর নজরদারি চালানোর জন্য এবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে ISRO,শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আবহাওয়া উপগ্রহ INSAT-3DS উৎক্ষেপণ করবে। এই কৃত্রিম উপগ্রহের কাজ হল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরা। এর আগে যে কোনও স্যাটেলাইট উৎক্ষেপণের আগে সাফল্য কামনা করে ISRO প্রধান এস সোমনাথকে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে একাধিকবার। শনিবারও তার ব্যতিক্রম হল না। INSAT-3DS-এর উৎক্ষেপণের আগে সাফল্য প্রার্থনা করে অন্ধ্রপ্রদেশের সুলুরপেটের শ্রী চেঙ্গালাম্মা মন্দিরে পুজো দেন তিনি। শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে Meteorological Satellite INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে। এর ডাক নাম 'Naughty Boy'. INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির ওজন ২,২৭৪ কেজি। মহাকাশ অভিযানে তার আয়ু ১০ বছর। উল্লেখ্য ২০১৩ সালে INSAT-3D এবং ২০১৬ সালে INSAT-3DR নামে যে দুটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছিল ISRO,ওই দুই কৃত্রিম উপগ্রহের আয়ু শেষ হয়ে যাওয়ায় এবার তাদের জায়গায় এবার কাজ করবে INSAT-3DS.এই অভিযানের সম্পূর্ণ খরচ বহন করছে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক। উৎক্ষেপণের ১৮ মিনিটের মধ্যেই সেটি পৃথিবীর ডিম্বাকার কক্ষপথে প্রবেশ করবে। প্রসঙ্গত, এই স্যাটেলাইটটি GSLV-F14-রকেটে চেপে মহাকাশে পৌঁছবে। এই রকেটের এটি ১৬তম মিশন হতে চলেছে। আর দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিনে ভর করে এটি তার দশম অভিযান হতে চলেছে। ISRO জানিয়েছে,প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্য আগাম পাওয়া গেলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এই আবহাওয়া স্যাটেলাইট ভারতীয় আবহাওয়া সংস্থাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। সবমিলিয়ে এই উৎক্ষেপণ মহাকাশের বিশ্বে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

Editor | 14:43 PM, Sat Feb 17, 2024
upload
upload