Sunday, November 10, 2024

Logo
Loading...
upload upload upload

jammu kashmir

Assembly Election Counting: আজ জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার নির্বাচনের ফলপ্রকাশ, জম্মু-কাশ্মীরে ক্ষমতায় কে ?


নিউজ ডেস্ক: লোকসভা ভোটের পর প্রথম বড় দু'টি বিধানসভা নির্বাচনের আজ ফলপ্রকাশ। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভার নির্বাচনের ভোটগণনা (Assembly Election Counting)। বুথফেরত সমীক্ষা যদিও বহু সময়েই ভুল প্রমাণিত হয়েছে তাও সব কটি এগজিট পোলেই হরিয়ানায় কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১০ বছর পরে ক্ষমতায় ফিরবে। ভূস্বর্গেও সমীক্ষকরা এগিয়ে রেখেছেন ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোটকেই। তাই বর্তমানে রাজনৈতিক মহলের নজর হরিয়ানা ও জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফলের দিকে।

দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। এখানে লড়াই মূলত ত্রিমুখী — কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট, বিজেপি এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী। অন্যদিকে, হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল গত ৫ অক্টোবর। এই বিধানসভায় মূল লড়াই গত এক দশকের শাসকদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আইএনএলডি এবং জেজেপি। এক দশকের বিজেপি শাসনের পর হরিয়ানা বিধানসভায় (Assembly Election Counting) কি ফিরতে পারবে কংগ্রেস? সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা।

তবে বেলা গড়াতেই হরিয়ানায় পিছিয়ে পড়তেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কংগ্রেস। উত্তর ভারতের রাজ্যে বিজেপির কামব্যাকের মধ্যেই কংগ্রেস নেতারা দাবি করলেন যে নিজেদের ওয়েবসাইটে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল (Assembly Election Counting) আপডেট করছে না নির্বাচন কমিশন। দীর্ঘক্ষণ ধরে একই পরিসংখ্যান দেখিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। ইতিমধ্যে কমিশনের কাছে নালিশ ঠোকা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কমিশনের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

এই পরিস্থিতিতে কংগ্রেসকে অবশ্য খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতাদের বক্তব্য, কংগ্রেস যখন এরকম অভিযোগ করছে, তখন এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে হরিয়ানায় পদ্মফুলই ফুটছে। হারছে কংগ্রেস। যদিও চূড়ান্ত ফলাফল জানা যাবে আর কিছুক্ষনেই।

Sweta Chakrabory | 14:50 PM, Tue Oct 08, 2024

Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরে আজ তৃতীয় তথা শেষ দফার নির্বাচন, ৪০ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ


নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)। মোট ৪০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ভোট শুরু হয়েছে সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৭টা। কমিশনের দেওয়া তথ্য বলছে, শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। মোট প্রার্থী ৪০৫ জন। পাশাপাশি জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীরের ১৬টি আসনে ভোটাভুটি হবে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ৫০৬০ কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হবে।

এদিন সকাল থেকে ভোটগ্রহণ উপলক্ষে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে আঁটসাট নিরাপত্তা। ভোটগ্রহণ পর্ব ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। কাশ্মীর উপত্যকার কারনা, ত্রেগাম, কুপওয়াড়া, লোলাব, হান্দওয়ারা, লাঙ্গাতে, সোপোর, রাফিয়াবাদ, উরি, বারমুল্লা, গুলমার্গ, ওয়াগুরা-কৃরি, পাট্টান, সোনাওয়ারি, বন্দিপোরা এবং গুরেজ়ে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি জম্মুর উধমপুর পশ্চিম, উধমপুর পূর্ব, চেনানি, রামনগর, বানি, বিল্লাওয়ার, বাসোলি, জাসরোতা, কাঠুয়া, হিরানগর, রামগড়, সাম্বা, বিজয়ুর, বিষ্ণা, সুচেতাগড়, আরএস পুরা, জম্মু দক্ষিণ, বাহু, জম্মু পূর্ব, নাগ্রোতা, জম্মু পশ্চিম, জম্মু উত্তর, মাড়, আখনু এবং ছাম্বে ভোটগ্রহণ চলছে।

প্রসঙ্গত, ১০ বছর পরে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বিধানসভার ভোট হচ্ছে, প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। ৯০ আসনের মধ্যে প্রথম দফায় ২৪টি আসনে ভোট হয়েছিল। এরপর ২৫ তারিখে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওইদিন ২৬টি আসনে ভোট গ্রহণ হয়। আর আজ তথা মঙ্গলবার রয়েছে শেষ দফার ভোট। প্রথম দফায় ভোট পড়েছিল প্রায় ৬১ শতাংশ। দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৫৭.৩ শতাংশ ভোট পড়েছিল। তবে মঙ্গলবার (Assembly Election) তৃতীয় দফার ভোটগ্রহণে কত শতাংশ ভোট পড়ল তা দিনের শেষে বোঝা যাবে।

ভোট প্রসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেচন, 'জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দফার ভোট। গণতন্ত্রের উৎসবকে সফল করতে সকল ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিশ্চিত যে তরুণ বন্ধুরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা ছাড়াও নারী শক্তি বিপুল সংখ্যায় ভোটে অংশগ্রহণ করবে।'
প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ লেখেন, 'জম্মু-কাশ্মীরে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে একটি সরকারের প্রয়োজন। আজ, এখানে শেষ পর্যায়ে ভোট৷ জনগণের উচিত তাদের ভোটদানের ক্ষমতা প্রয়োগ করে এমন একটি সরকার গঠন করা যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি থেকে মুক্ত করতে পারে৷ উপত্যকার পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিন৷'

Sweta Chakrabory | 13:38 PM, Tue Oct 01, 2024

Jammu Kashmir: অশান্ত উপত্যকা! বাত্তাল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা, আহত জওয়ান



নিউজ ডেস্ক: আবারও অশান্ত উপত্যকা। এবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বাত্তাল সেক্টরে (Battal Sector) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে ওই অঞ্চলে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জন জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বাত্তাল এলাকায় (Battal Sector) জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পাহাড়ি (Jammu Kashmir) এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা গুলি চালান। পাল্টা জঙ্গিদের দিক থেকেও ধেয়ে আসে গোলাগুলি। জঙ্গিদের ছোড়া গুলি লাগে এক সেনা জওয়ানের গায়ে। মঙ্গলবার ভোর ৩টে থেকে জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে গুলির লড়াই চলছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে এই অভিযানের কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ভারতীর সেনার সাহসিকতার সামনে পড়ে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে। তবে এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

বিগত কিছুদিন ধরে বারেবারে অশান্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। কখনও সেনা ক্যাম্পে, কখনও আবার সেনা কনভয়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দু'পক্ষের লড়াইয়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। অন্যদিকে সেনার গুলিতে নিকেশ হয়েছে কয়েকজন জঙ্গি। এরই মধ্যে জম্মুর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা ৪০ থেকে ৫০ জন জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে তারা। তাদের সঙ্গে আধুনিক অস্ত্রও রয়েছে। তাদের কাছে অত্যাধুনিক নাইট ভিশন যুক্ত মার্কিন রাইফেল রয়েছে। রয়েছে রাবার বুলেট সহ একাধিক অস্ত্র। সেই কারণেই যে কোনও সময়ে বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগে থেকেই সর্তকতা অবলম্বনে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলছে গোপন অভিযান।

Sweta Chakrabory | 09:58 AM, Tue Jul 23, 2024

Jammu-Kashmir: জম্মু-কাশ্মীরে জঙ্গির গুলিতে আহত ভারতীয় দুই সৈন্য!


নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে যুদ্ধে গুরুতর আহত হয়েছেন দুই সেনা। জানা গিয়েছে, সম্প্রতি সেনার উপর জঙ্গিদের হামলার পর বিশাল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছিল ওই অঞ্চলে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী। আর সেই তল্লাশি অভিযানেই জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই সেনা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলার কাস্তিগড় এলাকার জদ্দন বাটা গ্রামে রাত ২টোর দিকে এনকাউন্টার শুরু হয়। ঘটনার আগে ওই জেলার একটি সরকারি স্কুলে প্রতিষ্ঠিত একটি অস্থায়ী নিরাপত্তা শিবিরে গুলি চালায় জঙ্গিরা। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় এবং দুই পক্ষের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় চলে। সে সময়েই জঙ্গিদের গুলিতে দুই সৈন্য সামান্য আহত হয়েছেন। এ প্রসঙ্গে কর্মকর্তারা বলেছেন, ''জঙ্গিদের তাড়ানোর চেষ্টা চলছে। তাই নিরাপত্তা বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।'' উল্লেখ্য, এর আগে সোমবার ও মঙ্গলবার মাঝরাতে সন্ত্রাসীদের গুলিতে একজন ক্যাপ্টেনসহ চার সেনা সদস্য নিহত হওয়ার পর দেশ ও পার্শ্ববর্তী বনাঞ্চলে এই তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার চতুর্থ দিনেও অভিযান চলে। আর তখনই ঘটে এই ঘটনা। 

নিরাপত্তা বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ জঙ্গিদের নির্মূল করার জন্য একের পর এক যৌথ অভিযান পরিচালনা করছে। পুলিশের মতে এই জঙ্গিরা সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ করে উধমপুর, ডোডা এবং কিশতওয়ার জেলায় একের পর এক হামলা চালাচ্ছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে এই বছরের শুরু থেকে জম্মু প্রদেশের ছয়টি জেলায় জঙ্গি হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী, একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী এবং পাঁচ জঙ্গি সহ মোট ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে ফিরে আসা সাতজন তীর্থযাত্রীও রয়েছে।

Sweta Chakrabory | 12:59 PM, Thu Jul 18, 2024

Jammu-kashmir: কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি

নিউজ ডেস্ক: আবারও ভূস্বর্গে জঙ্গি হামলা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের (Jammu-kashmir) দোদায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে (Terrorists killed in encounter) নিহত হয়েছে দুই জঙ্গি। বারামুলায় জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সম্ভাব্য জঙ্গিহানা ঠেকাতে বিভিন্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে। চালানো হচ্ছে তল্লাশি অভিযানও। তেমনই এক অভিযানের সময় গত ১৯ জুন জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই বাধে। সেই সময় গুলির লড়াইয়ে নিকেশ হয় ২ জঙ্গি। এখন পর্যন্ত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি।

জানা গিয়েছে এদিন সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu-kashmir)। জঙ্গিদের খোঁজে ডোডা জেলার জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। আসলে গত ১১ ও ১২ জুন দুবার জঙ্গি হামলা চলে কাশ্মীরে। আর সেই হামলা পাকিস্তানী জঙ্গিরা করিয়েছিল বলে জানা যায়। তারপরেই পাকিস্তানী জঙ্গিদের ধরতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলে তল্লাশি অভিযান। পুলিশসূত্রের খবর, চার আতঙ্কবাদীকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তারপরেই ১৯ জুন সকাল ৯টা ৫০ নাগাদ বারামুলা জেলায় জঙ্গিদের সন্ধান মেলে। সেখানেই সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। তবে বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত, গত ৯ জুন মোদি সরকারের শপথের দিন থেকে কাশ্মীরে (Jammu-kashmir) সন্ত্রাসমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সে দিন জম্মুর রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় নজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর কাঠুয়া ও ডোডা জেলার বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ান-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু।

Sweta Chakrabory | 15:46 PM, Wed Jun 26, 2024

Chinese telecom gear: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে বাজেয়াপ্ত চীনা টেলিকম সরঞ্জাম!


নিউজ ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে জঙ্গি মৃত্যুর পর সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চীনা টেলিকম সরঞ্জাম-"আল্ট্রা সেট" (Chinese telecom gear)। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশ্ন উঠছে যে, জঙ্গিদের কাছে কীভাবে এই চীনা টেলিকম যন্ত্র গুলি এল? তবে কী সন্ত্রাসবাদে এই জঙ্গিদের সঙ্গে চীনের কোনও যোগসাজশ (China-Pakistan nexus) রয়েছে! এই সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা।

এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গিদের দ্বারা ব্যবহৃত এই মোবাইল হ্যান্ডসেটগুলি, প্রাথমিকভাবে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে এটা পরিষ্কার ইঙ্গিত (China-Pakistan nexus) করছে যে জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তান থেকেই অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করছে। রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরে দুটি পৃথক এনকাউন্টারে জঙ্গিদের কাছ থেকে এই চীনা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এই বিশেষ হ্যান্ডসেটগুলি পাকিস্তান সেনাবাহিনীর জন্য শুধুমাত্র চীনা কোম্পানি দ্বারা কাস্টমাইজ করা হয়েছে বলেও জানা গিয়েছে। 

জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া টেলিকম যন্ত্রগুলি একটি বিশেষ রেডিও সরঞ্জামের সঙ্গে সেল ফোনের ক্ষমতাকে একত্রিত করে যা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল (GSM) বা কোড-ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস (CDMA) এর মতো প্রথাগত মোবাইল প্রযুক্তির উপর নির্ভর করে না। এ প্রসঙ্গে কর্মকর্তারা বলেছেন যে, ডিভাইসটি বার্তা প্রেরণ এবং অভ্যর্থনার জন্য রেডিও তরঙ্গে কাজ করে। প্রতিটি "আল্ট্রা সেট" (Chinese telecom gear) সীমান্তের ওপারে অবস্থিত একটি স্টেশনের সাথে সংযুক্ত। তবে দুটি "আল্ট্রা সেট" একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। এছাড়াও জানা গিয়েছে যে চীনা স্যাটেলাইটগুলি মূলত নিজেদের মধ্যে বার্তাগুলি বহন করার জন্যই ব্যবহার করা হয়।

Sweta Chakrabory | 13:33 PM, Mon Jun 24, 2024

Jammu Kashmir: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর, পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও প্রথমবার ভোট দেবেন"-মত মোদির

নিউজ ডেস্ক: বিভাজনের রাজনীতি নয়, একমাত্র উন্নয়নই পারে উপত্যকায় শান্তি ফেরাতে, এমনই অভিমত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বৃহস্পতিবার দুই দিনের সফরে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) গিয়েছেন মোদি। এদিন উপত্যকায় আনুষ্ঠানিক ভাবে ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে আনুমানিক ১৫০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, কাশ্মীরে (Jammu and Kashmir) সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে। পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় বিজেপি সরকার। উপত্যকায় কৃষি এবং সহযোগী ক্ষেত্রে ১৮০০ কোটি ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যাতে উপকৃত হবেন জম্মু ও কাশ্মীরের ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক। এদিন শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সভাকক্ষে ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন মোদি (PM Modi)। এরপর ২০০০ জন যুবাকে সরকারি চাকরির নিয়োগপত্রও বিলি করেন।

কাশ্মীরে (Jammu and Kashmir) আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নিজেদের জন্য এবার সরকার গঠন করবেন কাশ্মীরিরা এদিন এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন উপত্যকা একটি রাজ্য হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ ভারতের সংবিধান সত্য়িকার অর্থে জম্মু ও কাশ্মীরে বাস্তবায়িত হয়েছে। এই সবই হচ্ছে ৩৭০ ধারার দেওয়াল যেটা সবাইকে বিভক্ত করেছিল সেটা পড়ে যাওয়ার জন্য। আমরা দেখছি এই নির্বাচনে কাশ্মীরবাসী গত ৩৫-৪০ বছরের রেকর্ড ভেঙেছে।’

এদিন মোদি (PM Modi) আরও বলেন, "জম্মু ও কাশ্মীরে এই পরিবর্তন আসছে কেন্দ্রীয় সরকারের ১০ বছরের প্রচেষ্টার ফলে। পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও প্রথমবার তাদের ভোট দিয়েছেন। পঞ্চায়েত, পুরসভায় প্রথমবারের মতো ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়েছে। এবার ভারতের একটি রাজ্য হিসেবে সম মর্যাদা পাবে কাশ্মীর।"

Sweta Chakrabory | 11:52 AM, Fri Jun 21, 2024
upload
upload