Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

junior doctors

Mamata Banerjee: ডাক্তারদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি নিয়ে আন্দোলনে নেমেছেন, যার ফলে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যের দাবি, কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত ২৯ রোগীর। তাই বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে এ বার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ''জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।''
রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখনও পর্যন্ত রাজ্যের হিসাবে মৃতের সংখ্যা ২৯। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের দাবি, কোনও হাসপাতালেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন। তাঁরা বাড়তি পরিশ্রম করছেন। কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না। রাজ্যের দাবির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশায় এমনিতেই বহু মানুষ প্রতি দিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতিকে কাঠগড়ায় তুলছে।
প্রসঙ্গত, গতকালই জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেও উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকের সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে টানাপোড়েন চলে দীর্ঘক্ষণ। সর্বোপরি মিটিং ভেস্তে যায়। এরপর গতকালই, ফের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। যদিও, কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের তরফে শুক্রবার বিকেল পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Sweta Chakrabory | 18:30 PM, Fri Sep 13, 2024

RG Kar Incident: নির্ঘুম রাত কাটিয়েও চলছে ধরনা! লালবাজার আন্দোলনকে সমর্থন নির্যাতিতার মায়ের


নিউজ ডেস্ক: সোমবার নির্ঘুম রাত কাটানোর পরও মঙ্গলবার সকালে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা। লালবাজারের অদূরে ফিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভে অনড় তাঁরা। রাস্তায় বসে চলছে ধরনা। দাবি একটাই, কলকাতা পুলিশ কমিশনারকে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। নচেৎ ওই পদ থেকে ইস্তফা দিতে হবে। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাঁদের এই দাবি পূরণ করা হচ্ছে, তাঁরা এক চুলও নড়বেন না ধর্না থেকে।

আর জি কর হাসপাতালে (RG Kar Incident) কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে তিন সপ্তাহ। তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু এখনও তেমন অগ্রগতি নেই তদন্তে। যা নিয়ে ক্ষোভ বাড়ছে জুনিয়র চিকিৎসকদের। তাঁদেরই সহকর্মীর এমন এক মর্মান্তিক পরিণতির নেপথ্যে কারা? এখনও কেন তা খুঁজে বের করতে পারল না সিবিআই? এই প্রশ্নের জবাব না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙছে তাঁদের। এরই মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে তাঁদের ভুরি ভুরি অভিযোগ। তাই তাঁর পদত্যাগ চান আন্দোলনকারী চিকিৎসকরা। আর তাই এই লালবাজার অভিযান।

এই পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে সকলকে এড়িয়ে লালবাজার ছেড়ে বেরিয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তরফে আন্দোলনকারীদের প্রস্তাব দেওয়া হয় যে লালবাজারে একটি প্রতিনিধি দল পাঠানোর, তবে এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের একটাই দাবি, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে।

অন্যদিকে সোমবারই জুনিয়র ডাক্তারদের লালবাজার আন্দোলনকে (RG Kar Incident) সমর্থন করে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি যথাযথ বলেই জানিয়েছেন নির্যাতিতার বাবা। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি যথাযথ! সৎ সাহস থাকলে উনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারতেন। জুনিয়র ডাক্তাররা নিরস্ত্র অবস্থায় আন্দোলন করতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে একবার হলেও দেখা করা উচিত ছিল পুলিশ কমিশনারের। কিন্তু, সেটা না করে লোহার ব্যারিকেড দিয়ে জুনিয়র ডাক্তারদের আটকানোর চেষ্টা করলেন! এটা অমানবিক ছাড়া আর কিছুই নয়।’’

উল্লেখ্য, সোমবার ডাক্তারদের লালবাজার ঘেরাও অভিযানে সামিল হয়েছিলেন অনেক অভিভাবকই। তাঁরা সাফ জানিয়েছেন, যে নারকীয় ও পাশবিক ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালে তার পর তাঁরা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন। তাই স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে নেমেছেন তাঁরা। তবে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাঁদের সঙ্গেই রাত জাগবেন নির্যাতিতার বাবা-মা।

Sweta Chakrabory | 13:22 PM, Tue Sep 03, 2024

RG Kar Issue: আরজি কর কান্ডের ২৪ দিন পার! বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা


নিউজ ডেস্ক: আরজি কর কান্ডের (RG Kar Issue) ২৪ দিন পার। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে লালবাজার অভিযানে নামলেন জুনিয়র চিকিৎসকরা। সপ্তাহের শুরুতেই সোমবার, দুপুর ২টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? এই প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা।

এদিন হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তাঁরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে বিদায় জানাতে চান জুনিয়র ডাক্তাররা। এমনটাই দাবি তাঁদের। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ''না, কোনও সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ ‌চান তাঁরা। তাই প্রতিকী মেরুদণ্ড আর গোলাপ নিয়ে মিছিল শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা।''

অন্যদিকে লালবাজারের এই অভিযানে জুনিয়র ডাক্তারদের রুখতে ‘লৌহকপাট’ কলকাতা পুলিশের। ফিয়ার্স লেন, বউবাজার-সহ সহ বেশ কয়েকটি পয়েন্টে ৯ ফুট উচ্চতার লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড বাঁধা হয়েছে বিশাল শিকলে। একই ভাবে ব্যারিকেডের কাছে নজর রাখতে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। যাতে বড় রকমের কোনও অশান্তি হলে ওই ক্যামেরায় ওঠা ফুটেজ থেকে পরবর্তী সময়ে চিহ্নিত করা যায়। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে লাঠি-কাঁদানে গ্যাস হাতে প্রস্তুত বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, আজকের জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে (RG Kar Issue) শামিল হন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালও। কামদুনি মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন বিনীত গোয়েল। টুম্পাদের কথায়, কোনও কামদুনির মতো পরিণতি যেন আর জি কর মামলার না হয়।

অন্যদিকে বুধবার মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা আগামী বুধবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন। ওই সময়ে মানববন্ধন করবেন তাঁরা।

Sweta Chakrabory | 16:22 PM, Mon Sep 02, 2024
upload
upload