Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

kali pujo

Kolkata Metro: কালীপুজোর রাতে শহর জুড়ে চলবে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কালীপুজো। স্বাভাবিকভাবেই অনেকেরই প্ল্যানিং রয়েছে প্যান্ডেল হপিংয়ের। সেই কথা মাথায় রেখে কালীপুজোর রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। দর্শনার্থীদের যাতে ঠাকুর দর্শন এবং বাড়ি ফিরতে অসুবিধা না হয় সেই জন্য রাত ১১টা পর্যন্ত মিলবে পরিষেবা। কলকাতা শহর এবং শহরতলির প্রচুর মানুষ কালীপুজোর আনন্দে মেতে ওঠেন। বড় বড় ক্লাব এবং প্রসিদ্ধ মন্দিরস্থল দর্শন করে থাকেন ভক্তরা। রাত পর্যন্ত বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, তাই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

মেট্রোরেল সূত্রে খবর নীল লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। শুধু তাই নয়, সেই সঙ্গে শেষ মেট্রোর সময়সূচিতেও বদল হতে চলেছে। অন্যান্য দিনের তুলনায় অনেক রাত পর্যন্ত চলবে মেট্রো। এদিন কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়, দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০টা ৪৮-এ। দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮, ১০টা ৮, ১০টা ২৮ এবং ১০টা ৪৮-এ শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ থেকে রাত ১০টা, ১০টা ২০, ১০টা ৪০ এবং ১১টায় শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে রেল সূত্রে। নীল লাইনে প্রতিদিলের ২৯২টি মেট্রোর জায়গায় এই দিন ১৯৮টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে।  অন্য দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো, অর্থাৎ সবুজ লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে- ১০৬টির জায়গায় ৯০টি মেট্রো চলবে। 

মেট্রো জানিয়েছে, কালীপুজোর রাতে চার জোড়া বিশেষ মেট্রো ট্রেন চলবে। বৃহস্পতিবার রাতে কালীপুজো পড়েছে তাই শহরের কিছু বিখ্যাত ঠাকুর দেখার জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে। সাধারণ দিনে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়া হয় ৯টা ৪০ মিনিটে। কিন্তু কালীপুজোর দিনে এই দুই স্টেশন থেকে আরও রাত পর্যন্ত অতরিক্ত দুটো করে মোট চারটি ট্রেন চলবে।

Sweta Chakrabory | 15:47 PM, Wed Oct 30, 2024

Dhanteras 2024:ধনতেরাসে সৌভাগ্য আনতে কেন সোনা-রুপোই কিনতে হয়? রইল শাস্ত্র মতে নিখুঁত সময়ের হদিশ


নিউজ ডেস্ক: দুর্গাপুজোর পর এবার আলোর উৎসব দিওয়ালি বা দীপাবলি আসতে চলেছে খুব শীঘ্রই। সারা ভারতে দীপাবলি উৎসব চলে ৫ দিন ধরে। ধনতেরস (Dhanteras 2024) থেকেই শুরু হয়ে যায় এই আলোর উৎসব। যা শেষ হয় ভাইফোঁয়ায়। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস উৎসব পালিত হয় দেশজুড়ে।

ক্যালেন্ডার বলছে এবছর ২৯ অক্টোবর ধনতেরাস (Dhanteras 2024)। মাত্র ২ ঘণ্টা ৪৫ মিনিটের শুভ যোগ! কুবেরের ধন মিলবে, মা লক্ষ্মীর কৃপায় ঘুরবে ভাগ্যের চাকা, এই বিশ্বাসে কেনাকাটায় মেতে উঠবেন সকলেই। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত ধনতেরসের শুভ মুহুরৎ। ধনতেরসের দিনে তিন দেবদেবী– আয়ুর্বেদিক ওষুধের জনক ধন্বন্তরি, লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। এই উৎসবের পরদিন, দীপাবলি বা নরক চতুর্দশী পালিত হয়। শাস্ত্র অনুসারে, ধন্বন্তরীর আরাধনা করলে স্বাস্থ্য ভাল থাকে।

ধনতেরাস (Dhanteras 2024) বা ধন ত্রয়োদশী বলে পরিচিত এই দিনটিতে সৌভাগ্য অর্জনের জন্য সোনা-রুপো, ধাতুর জিনিস কেনার চল রয়েছে। কথিত রাজা হিমের ষোল বছর বয়সী পুত্রের জীবনে একটি অভিশাপ ছিল। বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তাঁর অকালমৃত্যু হবে। তাই বিয়ের পরে ওই চতুর্থ রাতে নববধূ স্বামীকে ঘুমোতে দেননি। নানা রকম কৌশলে তাঁকে জাগিয়ে রাখেন। শোওয়ার ঘরের বাইরে প্রচুর ধন সম্পদ, সোনা-রুপোর গয়না, বাসন সাজিয়ে রাখেন তিনি। ঘরেও সব জায়াগায় প্রদীপ জ্বালিয়ে দেন। যাতে সাপ কোনও ভাবেই তাঁদের ঘরে ঢুকতে না পারে। স্বামীকে জাগিয়ে রাখতে সারারাত গল্প আর গানও শোনান তিনি। মৃত্যুর দেবতা যম তাঁর স্বামীকে নিয়ে যেতে আসেন, ঘরের দরজায় অত গয়নার জৌলুস এবং প্রদীপের আলোয় তাঁর চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোওয়ার ঘর পর্যন্ত না গিয়ে ওই গয়নার উপর শুয়ে রানির গান আর গল্প শুনতে শুনতে বিভোর হয়ে পড়েন যম। পরে দিকভ্রান্ত হয়ে নিজের আস্তানায় ফিরে যান যমদেব। রক্ষা পান রাজকুমার। এই ঘটনার পরের দিন সেই আনন্দে সোনা-রুপো এবং আরও বিভিন্ন ধাতু কিনে উৎসব পালন করা শুরু হয় রাজপরিবারে। সেই থেকেই শুরু ধনতেরাস উৎসবের।

তাই গয়না হোক বা মুদ্রা, এই দিনে কিছু না কিছু কেনার রীতি রয়েছে। তাই গয়নার দোকানগুলিতেও উপচে পড়ে ভিড়। হিন্দু বিশ্বাস অনুসারে, এই দিনে কেনা সোনা বা রুপো দেবী লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হয়। তাই এই দিনে সোনা বা রুপো কিনলে তা জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।

Sweta Chakrabory | 18:26 PM, Tue Oct 22, 2024
upload
upload