Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

kolkata airport

Kolkata airport: জমা জলে প্লাবিত কলকাতা বিমানবন্দর! আগামী ১২ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির ইঙ্গিত

নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দর (Kolkata airport) বৃষ্টির জলে প্লাবিত (Weather update) হয়ে গিয়েছে। রানওয়ে এবং ট্যাক্সিওয়ে উভয়ই প্লাবিত হয়ে রয়েছে। জলাবদ্ধ ট্যাক্সিওয়েতে বিমানগুলিকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে বিমান চালাচলে ব্যাঘাতের তেমন খবরাখবর এখনও পর্যন্ত আসেনি। বিমানবন্দরের অন্দরে একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, "রানওয়ে এবং ট্যাক্সিওয়ে উভয়ই জলমগ্ন এবং সেখানেই ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার বিমানগুলি (Kolkata airport) লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।" অপর দিকে হাওড়া, সল্টলেক এবং বারাকপুর সহ কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলগুলি অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির জমা জলে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।

এই বৃষ্টিপাত নিম্নচাপের (Weather update) জন্য সৃষ্টি হয়েছে। ক্রমেই তা আরও গভীরে পরিণত হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপটি বর্তমানে বিহার এবং উত্তর প্রদেশের দিকে ক্রমশ সরে যাচ্ছে। আবহাওয়া অফিস অনুসারে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সারা দিন ধরে চলতে পারে বৃষ্টি। হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী ১২ ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার বেশ কয়েকটি অংশ থেকে জলমগ্ন পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার কিছু অংশে ভারী বর্ষণের ফলে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। তবে এই ভারী বৃষ্টি সত্ত্বেও, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি কম। একই ভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক মাত্রা থেকে ০.৬ ডিগ্রির সামান্য কম।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আবহাওয়া (Weather update) পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলির জন্য 'কমলা' সতর্কতা এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় ‘লাল’ সতর্কতা দেওয়া হয়েছে। ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


Sweta Chakrabory | 16:43 PM, Sat Aug 03, 2024

Kolkata Airport: চললো গুলি! ক্ষণিকের জন্য স্তব্ধ কলকাতা বিমানবন্দর

নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে চললো গুলি। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর। নিজের কাছে থাকার রাইফেল চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জাওয়ানের। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায়, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায়।

বেশ কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে টাওয়ারের উপর ওঠেন। ততক্ষনে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএস এফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ঘটনার পরেই তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন ওই সিআইএসএফ জাওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০২২ থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন ওই জওয়ান। আত্মহত্যা করতেই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই জওয়ান, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনার খবর দেওয়া হয়েছে তার বাড়িতে। ওই সিআইএসএফ জওয়ান ডিপ্রেসনে ভুগছিলেন কি না, তাও খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ।

Sweta Chakrabory | 10:35 AM, Thu Mar 28, 2024

CV Ananda Bose:"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব"- দিনহাটা যাওয়ার পথে বললেন রাজ্যপাল

নিউজ ডেস্ক: পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী নিশিত প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরের দিনই ঘটনাস্থল পরিদর্শন করতে এবং আহত দের সাথে দেখা করতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল।

ঘটনাস্থলে পৌছনোর আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান,"উত্তরবঙ্গের আবহাওয়া কেমন তা দেখার চেষ্টা করছি। গতকালের ঘটনা দেখার পর মনে হয়েছে সেখানে রাজনৈতিক পরিবেশ ভালো নয়, আমি সেটাও দেখতে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। আমি ডিজিপির কাছে রিপোর্ট চেয়েছি। রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"

এরপাশাপাশি এদিন রাজ্যপাল আরও বলেন, নির্বাচনের সময় তিনি কোনোরকম হিংসা হতে দেবেন না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা হয়েছিল সেটা আবার কাম্য নয়। স্পষ্ট ভাষায় তিনি জানান,"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।"

Sweta Chakrabory | 15:14 PM, Wed Mar 20, 2024
upload
upload