Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

kolkata club

RG Kar Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এবার দুর্গাপুজোর অনুদান ফেরাল কলকাতার ক্লাব


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদের (RG Kar Protest) জের। হুগলির চারটি ক্লাবের পর এবার খাস কলকাতার নামজাদা ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবে না বলে জানিয়ে দিল। সম্প্রতি গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক'জন’ ক্লাব লিখিত বিবৃতি দিয়ে জানাল তাঁদের সিদ্ধান্তের কথা। ক্লাব কর্তৃপক্ষের সাফ দাবি আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদান নিচ্ছে না। তাঁদের একমাত্র দাবি আর জি করের নির্যাতিতার সুবিচার।

এ প্রসঙ্গে জনপ্রিয় এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছেন নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে এই অনুদান প্রত্যাখ্যান করছেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা দেখলাম মাকে আনার জন্য সরকার ৮৫ হাজার টাকা করে দিচ্ছে, কিন্তু বিসর্জনের জন্য ১০ লাখ টাকা। সবাই আলোচনা করে ঠিক করেছি এই অনুদান আমরা নেব না।’’ একইসঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট বলেন, “প্রতিবছর আমরা মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি। তবে এ বছর আমরা নির্যাতিতার বিচার চাই। একজন মহিলাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে (RG Kar Protest) আমার এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

আসলে প্রতিবছর রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করা হয়। প্রতিবছর ধাপে ধাপে বেড়েছে অনুদানের পরিমাণ। আগে টাকার পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। ২০২২ সালে বেড়ে হয় ৬০ হাজার টাকা। ২০২৩ সালে অনুদানের পরিমাণ আরও বেড়ে হয় ৭০ হাজার টাকা। এবছর পুজোর জন্য ক্লাবগুলো পাবে ৮৫ হাজার টাকা। পরের বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে একলক্ষ টাকা করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে এবার তিলোত্তমার সুবিচারের দাবিতে (RG Kar Protest) সেই অনুদান ফিরিয়ে দিল কলকাতার এই ক্লাব। যদিও এটাই প্রথম নয়, এর আগে হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-র বহু ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার পুজো কমিটির নাম।

Sweta Chakrabory | 18:39 PM, Fri Aug 30, 2024
upload
upload