Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

kuntal ghosh

ED Raid in Chandranath Sinha’s house: ফের উদ্ধার টাকার পাহাড়! মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক: রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়। রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ উদ্ধার করল ইডি। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। শুক্রবার সকাল পৌনে ৯টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছিল।

সেই তল্লাশি চলাকালীনই নাকি মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। সেই টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেই মোবাইলটি বর্তমানে পরীক্ষার জন্যে সিএফএসএল-এ পাঠানো হয়েছে।

জানা গেছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা। তল্লাশির ফলে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশি কিছু নথিও উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও খবর ইডি সূত্রে।

সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্র ধরে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রীর নাম সামনে এসেছে। কুন্তলের বাড়িতে তল্লাশি চালানোর সময় ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা উদ্ধার করা হয়। সেই তালিকার সূত্র ধরেই নাকি চন্দ্রনাথের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা।

Sweta Chakrabory | 13:50 PM, Sat Mar 23, 2024
upload
upload