Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

left congress alliance update

Biman Bose on loksabha seat জোট নয় আসন সমঝোতা হয়েছে স্পষ্ট বললেন বিমান

বাংলায় বাম কংগ্রেসে জোট নিয়ে জট কিছুতেই কাটছেই না। সিপিএম তাঁদের মত করে জোট করায় বেঁকে বসেছে ফরওয়ার্ড ব্লক।  তাঁরা তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এমতাবস্থায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। আসন্ন লোকসভা নির্বাচনে মালদা জেলার দু'টি লোকসভা কেন্দ্র কংগ্রেসের হাতে ছাড়ছে বামেরা। রবিবার মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বাম-কংগ্রেস আসন সমঝোতা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিমান বসু। কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সিপিএম জেলা কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মালদা উত্তর এবং মালদা দক্ষিণের আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কোনও জোট নয়। কংগ্রেসের সঙ্গে শুধুমাত্র আসন সমঝোতা করা হয়েছে। তবে কংগ্রেস বামফ্রন্টের ঘোষিত কিছু আসন চাইছে, যা দেওয়া কখনও সম্ভব নয়। এবিষয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে।’

কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যের ৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের পক্ষ থেকেও একাধিক আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপি আর তৃণমূলের বোঝাপড়ার রাজনীতির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ যেসব দল লড়াই করতে চায়, তাঁদের সঙ্গে সমঝোতা করতে যে প্রস্তুত বামেরা তাও স্পষ্ট জানিয়েছেন বিমান বসু।

Editor | 17:32 PM, Sun Mar 24, 2024
upload
upload