Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

locket chatterjee

Locket Chatterjee: লোকসভা ভোটের প্রার্থীদের জন্য ডায়েট টিপস লকেটের 


নিউজ ডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহেই ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে অস্বস্তি বাড়বে। এই সপ্তাহেই অনেক জেলাতে ৪০ ডিগ্রি পার হবে তাপমাত্রার পারদ। ঠিক এমন সময়তেই বাংলায় আসন্ন লোকসভা নির্বাচন(lok sabha election 2024), আর ভোট আসতেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে ভোট প্রচার। তবে এই রোদে প্রতিদিন ভোট প্রচার(election campaign) থাকলেও নিজের শরীরের খেয়াল রাখতে ভুলছেন না হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

নিয়ম করে ডায়েট(diet) মেনে খাবার খেয়েই রোজ প্রচার সারছেন হুগলীর বিজেপি প্রার্থী। এই প্রচারের মাঝেই ভোটের বাকি প্রার্থীদের উদ্দেশ্যেও দিলেন ডায়েট টিপস। প্রচণ্ড গরমে সমস্ত প্রার্থীদের বেশী করে জল ও ঠান্ডা ভাত খেতে পরামর্শ দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (locket chatterjee), একই সঙ্গে তিনি নিজের খাদ্য তালিকাও ভাগ করে নিলেন। জানালেন, "আমি নিজে বেশী করে বাতাসা খাচ্ছি, জল খাচ্ছি। সবাইকে বলবো বেশি করে জল খান, মুড়ি জল খান। বিগত দিনে চারটি নির্বাচনে এই পদ্ধতিতে লড়েই ভালও থেকেছি।"

উল্লেখ্য এদিন হুগলির বিজেপি প্রার্থী(hoogly BJP candidate) লকেট চট্টোপাধ্যায় হাতে পদ্ম ফুল নিয়ে, ব্যান্ড পার্টি সহকারে সকাল থেকে প্রচারে বের হন। এরপর সিঙ্গুর বিধানসভার পাঁচঘরা জলাপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর কখনও পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা টোটোয় প্রচার সারেন পাঁচঘরা পঞ্চায়েত এলাকায়।

সে সময়ই প্রচারের মাঝে নিজের ডায়েট চার্ট জানালেন লকেট। সঙ্গে অন্যান্য প্রার্থীদেরকে(election candidate)ও দিলেন গরমে সুস্থ থাকার টিপস। তাই প্রবল গরমের মধ্যে লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রচার চালাতে অবশ্যই খেতে হবে বেশি করে জল ও তরল জাতীয় খাবার(liquid food)। আর পড়তে হবে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক। প্রবল তাপপ্রবাহের মধ্যে রাজনীতির ময়দানে প্রচারে ঝড় তুলতে শরীর সুস্থ রাখতে এগুলিই হল চাবিকাঠি।

Sweta Chakrabory | 16:25 PM, Thu Apr 04, 2024

Locket Chatterjee: জনসংযোগে বেরিয়ে হরিনাম করলেন লকেট চট্টোপাধ্যায় 

বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুরের ঝেরো মালপাড়ায় হরিসভায় যোগ দেন।সেখানে হরিনামে করেন গ্রামবাসীদের সঙ্গে।এরপর বলাগড়ের চরকৃষ্ণবাটিতে সোলেমান সাধুর আশ্রমে গিয়ে পুজো দেন।শিশুদের ভোগ পরিবেশন করেন। লকেট বলেন,আমি ঘুরছি প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি বিশেষ করে মহিলাদের।তারা রাস্তায় বেরিয়ে আসছেন সন্দেশখালীর ঘটনা তাদের নাড়িয়ে দিয়েছে। কোন উন্নয়ন হয়নি একমাত্র ভরসা নরেন্দ্র মোদি।দুর্নীতির ইসু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে তাই মানুষ বিকল্প চাইছে। নিয়োগ দুর্নীতিতে বলাগড়ের নেতারা জেলে রয়েছে।বলাগর দুর্নীতির হাবে পরিণত হয়েছে।

Editor | 22:44 PM, Thu Mar 21, 2024

Locket on Rachana: “নতুন রাজনীতিতে এসেছে” রচনাকে ক্ষমার সুরে বললেন লকেট

“আলো ছিল না শিল্প কী করে আসবে। রাজ্য সরকার হুগলি অঞ্চলে আলোর ব্যবস্থা করতে পারেনি। নতুন রাজনীতিতে এসেছে। বলে ফেলেছে। যত দিন যাবে তৃণমূল দল ওর কাছে ধোঁয়া থেকে ধোঁয়াশা হয়ে যাবে। তখন বলবে এই দলে এসে কী ভূল করেছি”। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কারখানা ও কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ জানান ১৭ কোটি ৬২ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে খরচ করে আলোর ব্যবস্থা করা হয়েছে সংসদীয় এলাকায়।   

Editor | 18:15 PM, Tue Mar 19, 2024

Sandeshkhali: ফের সন্দেশখালির পথে বাধার মুখে লকেট-অগ্নিমিত্রা

নিউজ ডেস্ক: ফের সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি মহিলা দল। এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। এমন কথা জানিয়েই লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ সহ বিজেপি কে বাধা দেয় বিধাননগর মহিলা কমিশনারেটের পুলিশকর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় নিউটাউনের রাস্তায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রতিনিধিরা।

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান ভারতী ঘোষ। পরে লকেট-ভারতী-অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির আরও বেশ কয়েকজন প্রতিনিধিকে পুলিশ আটক করে। জানা গেছে এদিন সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনেই বিজেপিকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় লকেট-ভারতী-অগ্নিমিত্রাদের। এরপর রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রতিধিদের। ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি বাহিনী।

এ প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “সিঙ্গুর থেকে শুরু সন্দেশখালিতেই শেষ তৃণমূলের। তথ্য লুকোতেই বাধা দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ বলছে, ‘নাটক করছেন?’। ওরা মারছে, ঠেলছে। এদের উর্দি খুলে নেবে মহিলারা। মহিলাদের সম্মান দেন না মমতা ব্যানার্জি। ১৪৪ ধারা জারির অর্ডারও দেখাতে পারেনি।”

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সন্দেশখালি যাবার পথে পুলিশি বাধা পেয়ে হেনস্থা হতে হয়েছে বিজেপিকে। বৃহস্পতিবারও এর অন্যথা হলনা। নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছ থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল-সহ মহিলার মোর্চার ৫ নেত্রী ও কর্মীদের যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে। নারী দিবসের প্রাক্কালে তাঁরা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু রওনা দেওয়ার আগে নিউটাউনেই তাঁদের আটকে দিল পুলিশ।

Sweta Chakrabory | 15:22 PM, Thu Mar 07, 2024

Sandeshkhali: গ্রেফতার লকেট , রইল সন্দেশখালির আপডেট


নিউজ ডেস্ক: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবারও সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির মহিলা নেতৃত্বরা। তবে সন্দেশখালি যাওয়ার আগেই প্রথমে সায়েন্সসিটি ও পরে ভোজেরহাটের কাছে পুলিশি বাধার মুখে পড়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ অনেকেই। এদিন সাত সদস্যের বিজেপির প্রতিনিধি দল এবং মহিলা আইনজীবীদের দল সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয় তিনি৷ কিন্তু আচমকাই তাঁদের আটকানো হয় ভোজেরহাটের কাছে ৷ এই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ ৷ পুলিশের বাঁধায় বিজেপি নেত্রী প্রশ্ন তোলেন, সন্দেশখালিতে যখন ১৪৪ ধারা জারি আছে, তখন ভোজেরহাটে কেন আটকানো হল তাঁকে? এরপরেই গ্রেফতার করা হয় লকেট চট্টোপাধ্যায়কে ৷ইতিমধ্যেই তাঁকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা ৷

অন্যদিকে ফের বিপাকে সন্দেশখালির শাহজাহান শেখ। ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করে তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি শুরু করল ইডি। শুক্রবার সকাল থেকে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ৬জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। জানাগেছে জমি-ভেড়ির টাকা বিনিয়োগ বেনিয়ম ছিল কিনা, সীমান্ত পেরিয়ে মাছ পাচার হত কিনা, সব খতিয়ে দেখতে চায় ইডি। যেহেতু শাহজাহান এখন বেপাত্তা, তাই তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে আবার সন্দেশখালি যেতে চেয়ে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ২৬ ফেব্রুয়ারি ফের জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। জানালেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। তবে আদালত শুভেন্দুর আবেদন খারিজ করেছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালির বিভিন্ন জায়গায়। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজারে ১৪৪ ধারা জারি রয়েছে। এছাড়া, বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাটেও জারি রয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারি রয়েছে জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায়।আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। এদিকে, সন্দেশখালির ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য। শুভেন্দু অধিকারী রক্ষাকবচ মামলা বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তাই রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ নিতে পরামর্শ বিচারপতির।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সন্দেশখালিতে পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও তিনজন পুরুষ। সকালেই মহিলা প্রতিনিধিরা এলাকায় পৌঁছে যান। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালিতে পৌঁছে, থানায় গিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। এরপর গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা।


Sweta Chakrabory | 12:09 PM, Fri Feb 23, 2024
upload
upload