Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

lok sabha elections

Lok Sabha elections: সকাল সকাল ভোট দিলেই ফ্রিতে আইসক্রিম-জিলিপি, নয়া ভাবনা ইন্দোরে

 নিউজ ডেস্ক: ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের ইন্দোর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট (Lok Sabha elections) দিলেই ভোটারদের জিলিপি,পোহা,আইসক্রিম দেওয়ার সিদ্ধান্ত ইন্দোরে (Indore), মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট আশিস সিংয়ের সভাপতিত্বে দোকান মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানের মালিকদের মতে, বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার এই পদক্ষেপের উদ্দেশ্য ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অনুপ্রাণিত করা।

উল্লেখ্য আগামী ১৩ মে দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছে ভোট। তালিকায় রয়েছে ২৫.১৩ লক্ষ ভোটারের নাম। আর এই ভোটে যাতে সকলেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী হয় তার জন্য এমন অভিনব চিন্তা ভাবনা করেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জেলা ম্যাজিস্ট্রেটের। আসলে অনেকেরই এটা প্রথম ভোট, আবার কেউ কেউ আছেন বার্ধক্যের জন্য ভোট দিতে আসেন না। তাই সেই সমস্ত সাধারন ভোটারদের কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে আশিস সিং।

এ প্রসঙ্গে আশিস সিং বলেন, "আমরা ভোটের দিক থেকে ইন্দোর লোকসভা কেন্দ্রকে দেশের এক নম্বর করতে চাই এবং এর জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হচ্ছে।" শহরের বিখ্যাত ফুড হাব "৫৬ দুকান" এর ব্যবসায়ী সমিতির সভাপতি গুঞ্জন শর্মা জানিয়েছেন যে ভোটের দিন সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে যারা ভোট দেবেন তাদের শহরের সবচেয়ে বিখ্যাত জায়গায় বিনামূল্যে পোহা এবং জিলিপি পরিবেশন করা হবে। সঙ্গে থাকবে ফ্রিতে আইসক্রিম। তবে বিনামূল্যে খাবার পেতে অবশ্যই ভোট দান করে আঙুলের কালির দাগ প্রমান হিসেবে দেখাতে হবে। তবেই মিলবে ঠাণ্ডা ঠাণ্ডা আইসক্রিম ও গরম জিলিপি। তাছাড়া সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যে কোনও ভোটার ভোট দিলেই তাঁদের বিনামূল্যে দেওয়া হবে চাউমিন এবং মাঞ্চুরিয়ান।

কিন্তু এটাই প্রথম নয়। ইন্দোরের (Indore) বিখ্যাত ফুড হাব '৫৬ দুকান'-এর দোকানের মালিকরা গত বছরও এমন নিয়ম রেখেছিলেন। যারা সকাল সকাল প্রথম দিকে ভোট (Vote)দিতে এসেছিলেন সেই সব ভোটারদের পোহা এবং জিলিপি সহ বিনামূল্যে স্ন্যাকস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইন্দোরের পাশাপাশি ভোটারদের অনুপ্রাণিত করতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতেও। জানা গেছে দিল্লি (Delhi) মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ভোটের দিনে বিভিন্ন রেস্তোরাঁ এবং বাজারে বিভিন্ন জিনিসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অনুমান এই সিদ্ধান্তে হয়তো কিছুটা হলেও ভোটাররা অনুপ্রাণিত হয়ে ভোটাধিকার গ্রহণ করবেন।

Sweta Chakrabory | 11:45 AM, Wed Apr 24, 2024

Narendra Modi: মোদির ছুটি নিইয়ে কৌতুহল! জবাব দিল পিএমও

 নিউজ ডেস্ক: জানেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বিগত ১০ বছরে কদিন ছুটিতে (Leave) ছিলেন। উত্তর জানলে চমকে যাবেন আপনিও। ইতিমধ্যেই ১০ বছরের কার্যকাল সম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ বছরে ছিল শতাধিক সরকারি ছুটি ছিল। এর মধ্যে কতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছুটি নিয়েছেন।

সরকারি ছুটি ছাড়াও অন্যান্য দিন কদিন ছুটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? জানার জন্য বারানসের (Varanasi) বাসিন্দা এবং দৃষ্টি আইএএস কোচিং সংস্থার প্রফেসার শেখর খন্না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর পিএমওকে একটি আরটিআই করেছিলেন। জানতে চেয়েছিলেন বিগত ১০ বছরে কতদিন ছুটি নিয়েছেন নরেন্দ্র মোদি। আরটিআই-এর উত্তর ১৫ এপ্রিল শেখর খান্নার কাছে আছে। উত্তর দেখে চমকে যান শেখর বাবু।

২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদি। তারপর থেকে একদিনও ছুটি নেননি তিনি। এমনই জবাব এসেছে প্রতিউত্তরে। কয়েকবছর আগে একটি ইন্টারভিউ চলাকালীন অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীকে তার কাজের সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন নরেন্দ্র মোদির উত্তর দিয়েছিলেন তিনি তিন থেকে চার ঘন্টা ঘুমোন। বাকি ১৮ ঘন্টা কাজ করেন। এক মাসের মধ্যেই শেখার খান্নার কাছে চলে আসে আরটিআই-এর জবাব। শেখার খন্না জানিয়েছেন ১৬ই মার্চ ২০২৪ শুধুমাত্র জিজ্ঞাসাবশত তিনি প্রধানমন্ত্রীর ছুটি সম্পর্কে তারই কার্যালয়ে (PMO) এই সম্পর্ক জানতে চেয়েছিলেন।

এক মাসের মধ্যেই কার্যালয়ের সচিব প্রবেশ কুমারের তরফে তাকে উত্তর সম্বলিত চিঠি পাঠানো হয়। দশ বছরে অর্থাৎ ৩৬৫০দিনে ৬৫ হাজার ৭০০ ঘন্টা দেশের জন্য সমর্পণ করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি ১৮ ঘন্টা দেশের জন্য কাজ করেন।”

Sweta Chakrabory | 16:58 PM, Thu Apr 18, 2024

Largest Indian Family: ১২০০ সদস্য ৩৫০ ভোটার হলেও সরকারী সুবিধে থেকে বঞ্চিত সর্ববৃহৎ পরিবার

নিউজ ডেস্ক: এক পরিবারে ১২০০ সদস্য। সেই বাড়িতে সাড়ে ৩৫০ জন ভোটার। বর্তমান যুগের ছোট্ট পরিবারের সংজ্ঞা উলটাপালট করে দিচ্ছে এই পরিবার। এই যুগে এমনটা ভাবাই যায় না। একান্নবর্তী পরিবারও হাজারের বেশি সদস্য অতীত সময়ের জন্য ছিল এক আশ্চর্য ঘটনা। এমনই ঘটনা ঘটিয়েছেন অসমের (Assam) সোনিতপুর (Sonitpur) লোকসভা কেন্দ্রের ফুলগুড়ি নেপালি পাম এলাকার বাসিন্দা রন বাহাদুর থাপা।

কয়েক পুরুষ যাবত এই এলাকাতেই তাঁদের বাস। দেশের সবচেয়ে বেশি ভোটার থাকার রেকর্ডধারী এই পরিবার। জানা গেছে রন বাহাদুর থাপা ইতিমধ্যে এই প্রয়াত হয়েছেন। রেখে গেছেন ১২টি ছেলে এবং ৯টি মেয়ে। শুধু তাই নয় তার স্ত্রী সংখ্যাও পাঁচ জন। চলতি মাসের ১৯ তারিখ অসমের সোনিতপুর লোকসভা ভোটের (LOksabha Seat) প্রথম দফার নির্বাচন হবে। এদিনই নিজেদের ভোট দেবেন থাপা পরিবারের সাড়ে ৩৫০ জন সদস্য। রন বাহাদুরের ১৫০ জনের বেশি নাতি নাতনি। প্রয়াত রন বাহাদুর থাপার ছেলে তিল বাহাদুর ছাপা জানিয়েছেন তার বাবা ১৯৬৪ সালে এখানে বাড়ি তৈরি করেছিলেন। বাবার পাঁচ স্ত্রী ছিলেন এবং তারা ১২ ভাই এবং ৯ জন বোন। সবমিলিয়ে ৬৫ জন নাতি নাতনি ছিল। সংখ্যা তত্ত্বের বিচারে রেকর্ড গড়া এই পরিবার আজও রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত। সেই কারণে বলে আফসোস করেন এই পরিবারের সদস্যরা।

যেহেতু রন একাধিক বিবাহ করেছিলেন তাই এই পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিল বাহাদুর জানিয়েছেন পরিবারের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা পেলেও সরকারি চাকরি পাননি। তিনি বলেন, “আমাদের পরিবারের অনেক সদস্য রাজ্য ছেড়ে বাইরে চলে গেছেন। কিছু সদস্য বেঙ্গালুরুতে (Bengaluru) চলে গেছেন। সেখানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কেউ কেউ। আবার দিনমজুরের কাজ করছেন অনেকে। কিন্তু সরকারি চাকরি কেউই করতে পারেনি।” জানা গেছে এই পরিবারের আদিপুরুষ রন বাহাদুর থাপা ১৯৯৭ সালে একটি বিশাল পরিবার রেখে মারা যান। তার ছেলেরাও বাবার পথের পথিক হয়েছেন। এখন ৬৪ বছর বয়সী সারকি বাহাদুর থাপার ৩ স্ত্রী ও ১২ জন সন্তান রয়েছেন।

তবে এই পরিবারের কেউই বিয়ে করার ব্যাপারে রনের রেকর্ড ভাঙতে পারেনি। মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সোনিতপুর লোকসভা কেন্দ্রে। ১৬ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রে। রয়েছে ১৬.২৫ লাখেরও বেশি ভোটার। অসমের মাত্র ১৪ টি লোকসভা কেন্দ্র রয়েছে। মোট তিন দফায় ভোতগ্রহণ হবে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে হবে নির্বাচন। অসমে করিমগঞ্জ, কোকরাঝাড়, কালিয়াবোর, লখিমপুর, ডিব্রুগড়, বারপেটা, শিলচর, গুয়াহাটি, জোড়হাট সহ মোট ১৪ টি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত। ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১১ টি আসন অসংরক্ষিত, দুটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং একটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

Sweta Chakrabory | 16:02 PM, Thu Apr 18, 2024

Lok Sabha Elections 2024: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করনীয় ?

নিউজ ডেস্ক: শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের(Lok Sabha Elections 2024) ভোট গ্রহণ পর্ব। এবার লোকসভার ৫৪৪টি আসনে এ ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসন রয়েছে। এবার নির্বাচন হচ্ছে সাত দফায়। বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা ৪ জুন।

গোটা দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শুক্রবার নির্বাচন হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একই সঙ্গে আগামীকাল নির্বাচন আছে অরুণাচল প্রদেশের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে।

 প্রতি বছরই নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পায়। এবারেও নতুন ভোটার(first-time voters) সংখ্যা নেহাত কম নয়। তাই নতুন ভোটারদের সুবিধার্থে এবার ভোট দিতে গেলে কী কী নথি লাগবে তার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission), পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র–রাজ্য–সরকার অধিগৃহীত সংস্থার সচিত্র পরিচয়পত্র, সাংসদ–বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র, সচিত্র ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের পাসবুক, প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার স্মার্ট কার্ড, একশো দিনের কাজের জব কার্ড, শ্রম মন্ত্রকের কোনও প্রকল্পের স্বাস্থ্য বিমার কার্ড , বিশেষভাবে সক্ষমদের ইউনিক কার্ড, সচিত্র পেনশন নথি, আধার কার্ড ও ভোটারদের সচিত্র পরিচয়পত্র-জানানো হয়েছে এই নথির যে কোনও একটি থাকলে আপনি ভোট দিতে পারবেন।

 প্রথমেই ভোটারকে তার কাছাকাছি ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্র যাওয়ার পর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসারের কাছে নিজের নাম ভোটার(voter) লিস্টের সঙ্গে মেলাতে হবে। এরপর তথ্য যাচাই হয়ে গেলে হাতের আঙুলে কালি দেওয়া হবে এবং একটি স্লিপ দেওয়া হবে। এরপর রেজিস্টারে সই করে সেখানে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারের কাছে স্লিপটি জমা দিয়ে ভোটিং বুথের কাছে যেতে হবে। বুথের ভিতরে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) এ গিয়ে পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রতীকের সাথে থাকা সংশ্লিষ্ট বোতাম টিপে ভোটদান প্রক্রিয়া শেষ করতে হবে। তবে যদি প্রার্থীদের মধ্যে কাউকে আপনি ভোট দিতে না চান তাহলে ইভিএমের নীচে নোটা (NOTA-None Of The Above) নির্বাচন করার বিকল্প রয়েছে।

 উল্লেখ্য, ভোট কেন্দ্রের মধ্যে মোবাইল এবং ক্যামেরার মতো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই ভোট কেন্দ্রে ঢোকার আগে সঙ্গে ফোন থাকলে তা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে।

Sweta Chakrabory | 13:07 PM, Thu Apr 18, 2024

Lok Sabha Elections 2024: ভোটের আগে আজই রাজ্যে উপস্থিত কমিশনের তিন পর্যবেক্ষক?

নিউজ ডেস্ক: রাজ্যের কোচবিহার,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এই তিন আসনের নির্বাচন আছে প্রথম দফায়। ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথম দফায় তিনটি লোকসভা আসনে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছচ্ছেন তিন পর্যবেক্ষক। আধা সেনা মোতায়েনে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত।

১৯ এপ্রিল নির্বাচন প্রথম দফার আর এই তিন জেলাতেই ২০ মার্চ থেকে মনোনয়ন শুরু হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটে তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট পর্ব অনুষ্ঠিত করতে চায় নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গেছে বাংলায় সুষ্ঠ ভাবে ভোট করাতে এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে ভোটের আগে ইতিমধ্যেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বাংলাতে। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। আর এবার প্রথম দফার এই তিনটি আসনের নির্বাচনের জন্য প্রায় ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন।


Sweta Chakrabory | 15:26 PM, Tue Mar 19, 2024
upload
upload