Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

loksabha vote 2024

Kirti Azad: "শুভেন্দু অধিকারীর লোকই হারাবে দিলীপকে"- বলছে বিজেপির একাংশ

নিউজ ডেস্ক: বিজেপির(BJP) লোকেরা বলছে, শুভেন্দু অধিকারীর(suvendu adhikari) লোকই হারাবে দিলীপকে। প্রাতঃভ্রমনে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। । সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আন্দামান পালিয়ে গিয়েছে। শনিবার সকালে বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে(dilip ghosh) এমনই নিশানা করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাত নগরীর এ - জোন পার্কে পাণ্ডবেশ্বর তৃণমূলের বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে আসেন কীর্তি আজাদ(kirti azad)। প্রাতঃভ্রমণে এসে তিনি প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা করেন, খেলেন ফুটবলও।

তারপরেই লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, "বাংলার মানুষ ভদ্র। কিন্তু ঐতিহ্য সংস্কৃতি সবই নষ্ট করছে বিজেপি।" দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে গিয়েছেন আন্দামানে। সেই বিষয়ে দিলীপকে আক্রমণ করে বলেন, "শুধু পালিয়েই যাননি। বাংলা ছেড়ে বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে আন্দামানে পালিয়েছে। বিজেপির লোকেরা আমার সাথে যোগাযোগ রাখছে। যা বলছে তা আমি খুলে বলবো। বিজেপির লোকেরা বলছে শুভেন্দু অধিকারীর লোকই হারাবে দিলীপকে।"

প্রসঙ্গত, দিলীপ ঘোষের কাছের মানুষ বিজেপির টিকিটে আন্দামানে প্রার্থী হওয়া বিষ্ণুপদ রায়। তাই তাঁর হয়ে ১ দিনের জন্য প্রচার ও জনসংযোগ করতে যাচ্ছেন দিলীপ। আন্দামান তাঁর হাতের তালুর মতো চেনা, সেখানকার মানুষও। তাই ভোটের হাওয়ায় দিলীপের ওপর ভরসা রাখছেন বিষ্ণুপদ রায়। সেখানে কাজ সেরেই ফের বর্ধমান-দুর্গাপুরে ফিরবেন দিলীপ।

Sweta Chakrabory | 11:11 AM, Sat Apr 06, 2024

Mamata Banerjee: দু’দফায় উত্তরবঙ্গে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রবিবার থেকে ভোটের প্রচারে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee),কৃষ্ণনগর (krishnanagar) লোকসভা কেন্দ্র থেকে তার নির্বাচনী প্রচার শুরু হলেও প্রথম দফার প্রচারে এর পরেই তিনি সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে । ৩ এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

এরপর রমজান মাস শেষ করেই ফের ১২ ই এপ্রিল উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। শেষ বেলায় উত্তরবঙ্গের তিন জেলায় আরও দুটি করে সভা রয়েছে তাঁর৷ ১২ ই এপ্রিল থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আরও ২ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে মিছিলও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দফা মিলিয়ে লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে ৪টি,- কোচবিহারে ৩টি ও আলিপুরদুয়ারে ৩ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, এবার ভোট প্রচারে প্রত্যেক লোকসভায় আগের বারের তুলনায় কম করে জনসভা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্র থেকে যে সূচি পাওয়া যাচ্ছে তাতে কোচবিহার এবং আলিপুরদুয়ারে সভা শেষে ৫ তারিখ তাঁর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে। ৬ এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে ৭ এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে ৷ পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৮ এপ্রিল সভা করার কথা ।

Sweta Chakrabory | 13:53 PM, Sun Mar 31, 2024

Kirti Azad: নজিরবিহীন ঘটনার সাক্ষী কীর্তি আজাদ! মাথায় হাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে নেমে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্ধমান-দুর্গাপুর আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। রবিবাসরীয় প্রচার চলাকালীন তৃণমূল (TMC) প্রার্থীর সামনেই চরমে উঠল দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঢাক বাজিয়ে প্রার্থীকে নিয়ে চলছিল প্রচার। আচমকাই প্রার্থীকে আগে কে মালা পরাবে তা নিয়ে বচসা থেকে ধাক্কাধাক্কি, এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা।কথা কাটাকাটি থেকে হাতাহাতি, শেষমেশ দুর্গাপুরে সংঘর্ষের আকার নেয় আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব। শেষমেশ প্রচার থামিয়ে ভয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী কীর্তি আজাদ।

জানা গেছে দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে মিছিলের মধ্যেই বিবাদ বাঁধে। আর তা থামাতে না পেরে ‘ক্লান্ত’ প্রার্থী কীর্তি আজাদ ঢুকে পড়লেন শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে। সেখানে তিনি অসুস্থও হয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে পরে আবার প্রচারে বের হন প্রার্থী।

তবে হাতাহাতির ঘটনায় তৃণমূলের দু'পক্ষ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। অন্যদিকে ভোটের বাজারে এমন ঘটনাকে ইস্যু বানাতে কালক্ষেপ করেনি বিজেপি। তৃণমূল প্রার্থীর উদ্দেশে বিজেপির দুর্গাপুরের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কটাক্ষ, "মালা পরানোকে ঘিরেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল! ভাবা যায়! এখনও ৪০ দিন বাকি আছে। কীর্তি আজাদ দেখতে থাকুন, আর কী কী হয় ওর সঙ্গে। তাহলেই বুঝতে পারবে কাদের হয়ে ভোটে দাঁড়িয়েছেন!"

যদিও তৃণমূল প্রার্থীর দাবি, "এখানে গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই। কর্মীরা সকলে চায় মালা পরাতে, কেউ চায় কথা বলতে, অতি উৎসাহ, প্রেম থেকেই কর্মীরা এটা ঘটিয়ে ফেলেছেন। এর মধ্যে অন্য মানে খোঁজা ঠিক নয়। এটা ভালবাসার বর্হিপ্রকাশ!"

Sweta Chakrabory | 13:22 PM, Sun Mar 31, 2024

CRPF On Loksabha Vote 2024: সাধারণ মানুষকে অভয় দিতে আসরে নামছে কেন্দ্রীয় বাহিনী

নিউজ ডেস্ক :একদম দোরগোড়ায় এসে গেছে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন জেলায় প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar)। এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে না আসলেও পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসেছে তারাই সাধারণ মানুষকে অভয় দিতে আসরে নেমেছে। বিভিন্ন এলাকা ঘুরে তারা রুট মার্চ চালাচ্ছে।


প্রসঙ্গত লোকসভা নির্বাচনের(Loksabha Vote) প্রায় এক মাস আগে থেকেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্প করা হয়েছে তাঁদের। এর মধ্যেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য প্রায় ৩ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। সেখানে একটি পলিটেকনিক ইনস্টিটিউটশনে ক্যাম্প করে রয়েছেন তাঁরা। 


উল্লেখ্য সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে রবিবার সকাল সকাল বানারহাটের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতে আংরাভাসা এলাকায় ৪৮ নং এশিয়ান হাইওয়ে ধরে আংরাভাসা স্কুল অর্থাৎ ওই এলাকার ভোটগ্রহণ কেন্দ্র ধরে বিভিন্ন এলাকায় রুট মার্চ করে ধূপগুড়ি থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সকলে নির্ভয়ে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে রীতিমত খুশি সাধারণ মানুষ।


তবে রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে এখনও অনিশ্চিত নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী(central Force) প্রয়োজন। সেটা প্রায় অসম্ভব বলেই সূত্রের খবর। 


Sweta Chakrabory | 11:49 AM, Sun Mar 31, 2024

Dev VS Hiron: হিরণের ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’-এর প্রসঙ্গ তুলে তুলোধনা দেবের

নিউজ ডেস্ক: লোকসভা ভোট প্রচারে নেমে এর আগে বহুবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু বিষয়টা বারবার হাসিমুখে এড়িয়ে গিয়েছেন দেব। তবে এবার আর সহ্য করলেন না। হিরণের ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’-এর প্রসঙ্গ তুলে রীতিমতো তাঁকে তুলোধনা করলেন দেব।

কারণ বহুদিন ধরেই সিনেমায় অনুপস্থিত হিরণ চট্টোপাধ্যায়। লাইমলাইট থেকেও দূরে রয়েছেন। শেষমেশ একুশের বিধানসভা নির্বাচনেই বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন খড়গপুরের তারকা বিধায়ক। অন্যদিকে দেব এবার জিতলে ঘাটালের তৃতীয়বার সাংসদ হবেন। তবে চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী হলেও বারবার হিরণের আক্রমণে বিরক্ত তিনি। তাই এবার প্রতিপক্ষের ব্যর্থ ফিল্মি কেরিয়ার নিয়ে তোপ দাগলেন দেব।

প্রসঙ্গত, সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে মুখোমুখি লড়বেন টলিউডের দুই তারকা দেব ও হিরন। সেখানে তৃনমূলের প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরন। তাই এবার লড়াই হবে সেয়ানে-সেয়ানে। কারণ দেবের বিরোধী প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়। যতই তাঁরা ইন্ডাস্ট্রির কলিগ হোক না কেন, প্রচারে নেমেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অভিনেতা হিরণকে বিঁধে দেব বললেন, “হিরণের কোথাও সমস্যা রয়েছে। ও আমার থেকে সিনিয়র হলেও টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই সম্ভবত একসঙ্গে শুরু হয়েছিল। কিন্তু আমি এখন একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্ত ও পৌঁছতে পারেনি। তাই আক্ষেপটাই এভাবে মেটাচ্ছেন তিনি।”

Sweta Chakrabory | 22:27 PM, Fri Mar 29, 2024

Election Breaking : সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন!

নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনো অব্দি ১৭৭ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। আর প্রথম দফার ৩ আসনে ভোট করাতে প্রয়োজন প্রায় ৩৫০ কোম্পানি। ফলে সব জায়গায় এত বাহিনী দেওয়া সম্ভব কিনা সন্দেহে রয়েছে খোদ নির্বাচন কমিশন। তবে প্রথম দফার ভোটের আগে আরো বাহিনী আসবে রাজ্যে এমনটাই জানিয়েছে কমিশন।

উল্লেখ্য ১৯শে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি আসনে ভোট। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ২১ টি রাজ্যের ১০২ টি আসনের ভোট। আর তার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন।

কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ওই দুই দফায় দেশ জুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু’টি আসনে সব বুথে কেন্দ্রীয় দিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, ওই দুই আসনের জন্য বরাদ্দ ছিল ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদতে প্রয়োজন ছিল তার থেকে বেশি। আর এবারেও ফের সেই একই অনিশ্চয়তায় রয়েছে নির্বাচন কমিশন।

Sweta Chakrabory | 11:35 AM, Fri Mar 29, 2024

Rudranil Ghosh: বিজেপির ওপর অভিমানী রুদ্রনীল কৃতজ্ঞ আজ-কারন জানালেন নিজেই

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকলেও বিজেপির তারকা প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জে পি নাড্ডা, অমিত মালব্য, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথদের সঙ্গে একসারিতে জায়গা পেলেন কলকাতার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে ৪০ টি নাম। আর সেই ক্যাম্পেনার লিস্টে রয়েছে রুদ্রনীলের নাম।

এই লিস্টে রুদ্রনীলের নাম রয়েছে ৩৮ নম্বরে। আর তাতেই 'কৃতজ্ঞ' রুদ্রনীল। এই তালিকাপ্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশে সবুজ টিক দিয়ে তালিকাটির ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রুদ্রনীল।

প্রসঙ্গত, ৩৮ আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে বাংলার পদ্ম শিবির। বাকি আর মাত্র ৪ আসনে প্রার্থীদের নাম সামনে আনা। তারই মাঝে মঙ্গলবার ৩৮ টি আসনের মধ্যে নিজের নাম না দেখতে পেয়ে রাখঢাক না রেখে অভিমানের কথা নিজেই প্রকাশ্যে বলেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার তার ঠিক পরের দিনই বিজেপিকে কৃতজ্ঞতা জানালেন তিনি।

Sweta Chakrabory | 16:27 PM, Wed Mar 27, 2024

Election Comission: তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি!-জানাল নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক: ভোটের মুখে প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরাই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এবার সেই প্রচারকে কেন্দ্র করেই তারকা প্রার্থীদের জন্য রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে কড়া বার্তা দিয়েছে কমিশন।

ইসি-র তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না। সে যে দলের প্রার্থী হোন না কেন আচরণবিধি না মানলে কেউ রেহাই পাবে না। বাতিল হতে পারে স্বীকৃতি, এমনকি ভোট-প্রতীকও। নির্বাচনী প্রচারে কোনরকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত-ধর্ম নিয়ে কোনও বক্তৃতা দেওয়া যাবে না। শুধু তাই নয় কোনও ধর্মীয় স্থানেও কোনও প্রচার চালানো যাবে না বলে জানিয়েছে কমিশন।

সাম্প্রতিকালে দলের প্রচারে গিয়ে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ থেকে ঘৃণা ভাষণ শুনেছে গোটা দেশ। ধর্মীয় প্রচার উঠে এসেছে রাজনীতির আঙিনায়। তাই এইরকম ঘটনা রুখতে সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ভোটে জিততে মরিয়া রাজনৈতিক দলগুলি সেলেব্রিটিদের প্রার্থী হিসেবে মনোনয়ন ইদানীং বেশ ট্রেন্ডিং। শাসক থেকে বিরোধী সব শিবিরেই রাজনৈতিক নেতাদের উপেক্ষা করেই জনপ্রিয় মুখের দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলি। এবার সেই তারকা প্রচারকদের জন্যই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে দলীয় প্রতীক হারাতে হবে সেই তারকা প্রার্থীকে।

Sweta Chakrabory | 14:05 PM, Tue Mar 26, 2024

Election Breaking: দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন বিমল গুরুং

ভোট ময়দানে মোর্চা সুপ্রিমো। পাহাড়ে জমি ফিরে পেতে ভোট ময়দানে নামছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন বিমল গুরুং। লোকসভা নির্বাচনে বিমল গুরুং প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে পাহাড়ে গুঞ্জন ছড়িয়েছল আগেই। এবার সেকথাই সত্যি হল।

Sweta Chakrabory | 16:17 PM, Sat Mar 23, 2024

Arjun singh: 'ধোঁকা দেওয়া হয়েছে'- টিকিট না মেলায় আবারও কি পদ্মে প্রত্যাবর্তন অর্জুন সিংহর? জল্পনা তুঙ্গে

নিউজ ডেস্ক: 'ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল, দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরে অর্জুন সিংহকে টিকিট দিল না দল। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না। কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব', টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাই লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, রবিবার ছিল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ২০২৪ এর লোকসভা ভোটের ৪২ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে। ব্যরাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার অর্জুন সিংহের জায়গায় পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। তারপরেই মুখ খুললেন অর্জুন সিং। সাফ দাবি করলেন, তাঁকে ব্যারাকপুরের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁর সঙ্গে 'বিশ্বাস ভঙ্গ' করা হয়েছে বলেই অভিযোগ অর্জুনের।তবে কি সেই অভিমানেই আবার পদ্মে ফিরবে অর্জুন সিংহ? তা নিয়েই জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য এর আগে ২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছিল অর্জুন সিং-কে। ভোটে জিতে সাংসদ হন তিনি। কিন্তু পরে ফিরে যান তৃণমূলে। তবে দল বারবার বদলালেও ওই এলাকায় অর্জুনের দাপট যে এখনও প্রকট, তা কারও অজানা নয়। দলের দীর্ঘদিনের সৈনিক তিনি। একসময় তিনি ছিলেন দলের অন্যতম ভরসার জায়গা। কিন্তু সেই সৈনিককেই এবার টিকিট দিলনা দল।

এদিকে অর্জুন সিংহ কে প্রার্থী না করার প্রতিবাদে আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুনের অনুগামীরা।

Sweta Chakrabory | 11:42 AM, Mon Mar 11, 2024

PM.Modi: দক্ষিনের পর এবার সভা উত্তরবঙ্গে, শিলিগুড়িতে কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতের পর এবার শিলিগুড়ি। ভোট মরশুমে শনিবার বাংলায় চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার শিলিগুড়িতে ৪৫০০ কোটি টাকারও অধিক মূল্যের রেল ও সড়ক সেক্টরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন, উৎসর্গ করবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের প্রথম সভাটি শিলিগুড়ি দিয়ে শুরু করেছেন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন কাওয়াখালি মাঠে বিকেল তিনটেয় ওই সভা করবেন প্রধানমন্ত্রী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন কাওয়াখালি ময়দানে। প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আধ ঘণ্টার সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন। এজন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে রাজনৈতিক সভা হবে, অন‌্য মঞ্চটি প্রশাসনিক মঞ্চ।

শনিবারের সভায় প্রধানমন্ত্রী রেল লাইনের বৈদ্যুতিকীকরণের একাধিক প্রকল্প রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন, যা উত্তরবঙ্গ ও নিকটবর্তী অঞ্চলের জনগণকে উপকৃত করবে। এই প্রকল্পগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একলাখী-বালুরঘাট সেকশন, বারসোই-রাধিকাপুর সেকশন, রাণীনগর জলপাইগুড়ি-হলদিবাড়ি সেকশন, শিলিগুড়ি-আলুয়াবাড়ি সেকশন ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি-সেবক-আলিপুরদুয়ার জং.-সামুকতলা (আলিপুরদুয়ার জং.-নিউ কোচবিহার সমেত) সেকশন। প্রধানমন্ত্রী মনিগ্রাম-নিমতিতা সেকশনে রেলওয়ে লাইনের দ্বৈতকরণ প্রকল্প এবং আমবাড়ী ফালাকাটা-আলুয়াবাড়ীতে অটোমেটিক ব্লক সিগনালিং-সহ নিউ জলপাইগুড়ীতে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্পও দেশের প্রতি উৎসর্গ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শিলিগুড়ি ও রাধিকাপুরের মধ্যে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন। এই রেল প্রকল্পগুলির ফলে অঞ্চলটিতে রেল যোগাযোগ উন্নত হবে, পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে অর্থনৈতিক বিকাশে অবদান রাখবে।

উল্লেখ্য শনিবার দুপুরে শিলিগুড়িতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রিত হয়েছে যান চলাচল। এদিন দুপুর ২টো থেকেই কাওয়াখালিতে এশিয়ান হাইওয়ে ২-তে বন্ধ রাখা হবে যান চলাচল। পাশাপাশি নৌকাঘাটের কাছে দুপুর ১টার পর যান চলাচল নিয়ন্ত্রণ হবে বলে জানা যচ্ছে। তবে যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই সে সব রাস্তা বন্ধ থাকবে তার জন্য বিকল্প রুটও থাকবে।

Sweta Chakrabory | 11:01 AM, Sat Mar 09, 2024
upload
upload