Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

ma kali idol

Make Up Artist Pankaj Biswas: তুলির টানে জীবন্ত মা কালী! কালীপুজোর আগে বড় চমক শিল্পী পঙ্কজ বিশ্বাসের

নিউজ ডেস্ক: তুলির টানে প্রাণবন্ত মা। কালীপুজোর আগে শিল্পী পঙ্কজ বিশ্বাস তাঁর মেকআপের জাদুতে ফুটিয়ে তুললেন দেবী কালীর বিগ্রহ। দেখে বোঝার যেন উপায় নেই, আসল মূর্তি নয়, মেকআপেই ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির রূপ। দিন পাঁচেকের হাড়ভাঙা পরিশ্রম। প্রত্যেক দিন ১২ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় ইনভেস্ট করে করুণাময়ী কালী মন্দিরের বিগ্রহ ফুটিয়ে তুলেছেন পঙ্কজ বিশ্বাস। সঙ্গে ছিলেন তাঁর টিমের সদস্যরাও।

টালিগঞ্জ-করুণাময়ী কালীর মন্দিরের নাম কলকাতা কালীভক্ত মাত্রই জানেন। কথিত আছে, দ্বাদশ শুভ মন্দির সহ এই মন্দিরে দেবীর পুজো দিলে সকল বিপদ-দুঃখ-দৈন্য দূরে চলে যায় বলে ভক্তদের বিশ্বাস। তাই দর্শন থেকে দেবীর পুজোতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে টালিগঞ্জ করুনাময়ীর এই কালী মন্দিরে। এবারে সেই কালী মন্দিরের ইতিহাস নিয়ে নতুন ভাবে কাজ করলেন রূপটান শিল্পী পঙ্কজ বিশ্বাস। একটানা কয়েক ঘন্টা এক নারী ও বালকের উপর রূপটানের নানা রঙের আঁচড় কেটে শিল্পী 'তৈরি' করেছেন 'মা কালী ও মহাকাল বিগ্রহ'। মেকআপ দিয়ে সাজিয়ে তৈরি করেছেন এই মূর্তি। যে মূর্তি দেখে আনন্দিত ও অবাক টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের প্রতিটি দর্শনার্থী। এই মূর্তি দেখে বলা মুশকিল আসল মা কালী নাকি মেকআপ করা মানুষকে নিয়ে মূর্তি।

বছর পনেরো ধরে রূপসজ্জা শিল্পী হিসেবে কাজ করছেন পঙ্কজ। সিনেমা, সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের মেকআপ করেন পঙ্কজ। তরুণ-তুর্কিদের হাতে ধরে মেকআপ শেখান। কিন্তু বরাবরই তাঁর মন টানল মন্দির। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা পঙ্কজ টলিউডের প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হওয়ার আগে থেকেই করুণাময়ী কালী মন্দিরে যেতেন। সেই মনের টানেই দেবীর বিগ্রহকে ফুটিয়ে তোলার চেষ্টা। মেকআপ আর্টিস্ট পঙ্কজ বললেন, 'ইন্ডাস্ট্রিতে যখন প্রথম এসেছিলাম, কোনও কাজ পাচ্ছিলাম না। কোনও সাপোর্টও ছিল না। সেই সময়ে আমার সঙ্গে ছিল মনের জোর এবং এই মন্দির। তাই সময় পেলেই মন্দিরে গিয়ে মায়ের পুজো করতাম। ইচ্ছে ও সমস্যাগুলো নিজের মতো করে ব্যক্ত করতাম। সেই প্রার্থনার ফলে জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে। জীবনে যা কিছু করতে পেরেছি, করুণাময়ী মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেই হয়তো পেরেছি, সেটাই আমার বিশ্বাস। তাই অনেক দিনের ইচ্ছে মা কালীর বিগ্রহের আদলে মেকআপ করব।' পঙ্কজের ভাবনার কথা মন্দির কর্তৃপক্ষকে জানাতে তাঁরাও সাদরে তা গ্রহণ করেছেন। এমনকী, শুটের জন্য মডেল অনামিকা রায় মণ্ডল যে শাড়ি পরেছিলেন, সেটাও করুণাময়ী কালী মন্দির কর্তৃপক্ষের বর্তমান ট্রাস্টি অশোক রায়চৌধুরীর দেওয়া।

Sweta Chakrabory | 17:46 PM, Wed Oct 30, 2024
upload
upload