Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

madhyamik exam 2024

Madhyamik Exam 2024: সঙ্গে নেই অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ 

নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ছাত্র দেখে অ্যাডমিট কার্ড নেই তার কাছে। বাড়িতে ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড পুলিশের তৎপরতায় নিয়ে এসে পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গেছে এদিন অংক পরীক্ষা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম অরবিন সিংহ। ইসলামপুর হাই স্কুলের ছাত্রসে। তার পরীক্ষার সেন্টার পড়েছে চোপড়াঝার আদর্শ বালিকা বিদ্যালয়ে।

জানা গেছে এদিন বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় সে দেখে তার অ্যাডমিট কার্ড নেই। কার্ড আনতে ভুলে গেছে সে। এরপর ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের হেল্প ডেস্কে যোগাযোগ করে সে। পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসে। তাকে বাইকে বসিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় এক পুলিশ কর্মী। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেল্প ডেস্ক বানানো হয়েছে এবং দুজন ট্রাফিক পুলিশ সেখানে উপস্থিত থাকেন। যদি কোন পরীক্ষার্থীর অসুবিধা হয়। দ্রুত সমাধান করার চেষ্টা করবে ট্রাফিক পুলিশ।

Editor | 13:22 PM, Thu Feb 08, 2024

Madhyamik Question Paper Leak: বাংলার পর এবার ইংরেজি-ফাঁস মাধ্যমিকের প্রশ্ন,পরীক্ষা বাতিল ৬ পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক: মাধ্যমিকের প্রথম দিনের পর দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও ফের প্রশ্নফাঁস।শুক্রবার বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। শনিবারও দেখা গেল সেই একই ছবি। আর এবারও ঘটনাস্থল মালদহ জেলার একটি স্কুল।

শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ইংরেজির প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে। পর্ষদ সূত্রের খবর, ধরা পড়ার হাত থেকে বাঁচতে এদিন মালদহের এনায়েতপুর হাই স্কুল অভিযুক্ত পরক্ষার্থীরা কিউ আর কোড পেনের কালি  দিয়ে কেটে দিয়েছিল। যদিও তার পরও ধরা পরে যায় ছয় পড়ুয়া।এদের মধ্যে চারজন ছাত্র, দুইজন ছাত্রী।  পরীক্ষার্থীরা কিউআর কোডের উপর যে লাল কালি দিয়েছিল তা মুছেই পর্ষদ তাদের চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড (QR Code) বসানো হয়েছিল প্রশ্নপত্রে। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয় মালদহের একটি স্কুল থেকে। যে দুই ছাত্র এই ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তার করে পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে।  এত বড় ঘটনার পরেও দ্বিতীয় দিনও অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিনও একই ঘটনা ঘটে গেল। পর পর দুই দিন এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Editor | 18:20 PM, Sat Feb 03, 2024

Madhyamik Exam 2004: টাকার বিনিময়ে মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট,স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

নিউজ ডেস্ক: টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, দিন কয়েক আগে স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিল মালদহের মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের ছাত্ররা। এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা। মানিকচক থানা এলাকার নামজাদা বিদ্যালয় গুলির মধ্যে এটি একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে ২২০ টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড। তবে কেন দিতে হবে এই টাকা সেই উত্তর কারোর জানা নেই। বিদ্যালয়ের অভিভাবকদের একাংশের অভিযোগ টাকা ছাড়া কোন কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। জানা যায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ২০ টাকার খাতা রীতিমত ১২০ টাকায় বিক্রি করছে স্কুল কতৃপক্ষ।এ বিষয়ে কিছু জানতে চাইলে কোন কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামানিক জানান, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া ২২০ টাকায় নেওয়া হচ্ছে। তবে এ বছর বিদ্যালয়ে থেকে ১৬৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোন অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই কোন টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে। বিদ্যালয়ের টিআইসির এই বক্তব্যে এটা স্পষ্ট যে স্কুল কতৃপক্ষ কোনোভাবেই ছাত্র বা অভিভাবকদের আনা অভিযোগকে স্বীকার করছেনা। বরং স্কুলকে সঠিক প্রমাণ করতে একের পর এক যুক্তি তুলে ধরছে।

Editor | 17:57 PM, Sat Feb 03, 2024

Madhyamik Exam 2nd Day: মাধ্যমিকের আপডেট! কী হল দিনভর? 

সিউড়ি:

সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীরা পথ অবরোধের জেরে দৌড়তে দেখা গেল। অনেকটা দৌড়ে অবরোধমুক্ত এলাকায় পৌঁছে তাঁরা টোটো অটো ধরে পৌঁছলেন পরীক্ষাকেন্দ্রে। মাধ্যমিকের সময় বিরোধীদের রাজনৈতিক কর্মসূচীতে সরকার বাধা দিলেও অবরোধ কেন প্রশ্ন আমজনতার।


বেলগাছিয়া:

শুক্রবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনেই বিপত্তি। জীবনের প্রথম বড় পরীক্ষার চাপ না নিতে পেরে অসুস্থ হয়ে যায় বেলগাছিয়ার উর্দু হাইস্কুলের এক ছাত্রী। অসুস্থ হওয়ায় চেয়েও পাওয়া যায়নি লেখক (writer)। সাবা সেলিম নামে ওই ছাত্রীর সিট পড়েছিল উল্টোডাঙা (ultodanga) সারদা প্রসাদ গার্লস স্কুলে। শুক্রবার পরীক্ষা হলে পৌঁছানোর কিছু পরেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে থাকা কলকাতা পুরসভা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক ভাবে সাবার শারীরিক অবস্থার পরীক্ষা করেন। এরপর স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য রাউতের উদ্যোগে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও লেখার ক্ষমতা তার ছিলনা। ছাত্রীর হয়ে তার ভাষা উর্দুতে উত্তর লিখে দেবার জন্য মেলেনি রাইটার।



জলপাইগুড়ি:

শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা। এরই মধ্যে একটু ছন্দপতন বেলাকোবা স্টেশন-সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা স্টেশন-সংলগ্ন বেলাকোবা বাজারে রেলগেট বন্ধ থাকায় সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে পরীক্ষার্থীরা। তবে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে জলপাইগুড়ির স্থানীয় পুলিশ।পরীক্ষার্থীদের বেলাকোবা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সিট পরেছিল। পরীক্ষার্থীরা আটকে গেলে তাদের বেশ কয়েকজনকে নিজেদের গাড়িতে করে সেন্টারে পৌঁছে দেয় পুলিশ।


বোলপুর:

বাবার শ্রাদ্ধে কাজ সম্পন্ন করে মাধ্যমিক পরীক্ষায় বসল ছেলে। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল বোলপুর শহরের ত্রিশূলাপট্টি এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বোলপুর নিচুপট্টি নীরদবরণী বিদ্যালয়ের ছাত্র রূপঙ্কর।তার পরীক্ষাকেন্দ্র বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। জানা যায় বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই এলাকার বাসিন্দা প্রদীপ দাস। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলে রূপঙ্কর এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর আটচল্লিশের প্রদীপের। পরিবারে নেমে আসে বিপর্যয়। পরীক্ষার ঠিক আগে বাবাকে হারিয়ে সর্বহারা হয়ে পড়ে রূপঙ্কর। তবে,এরপরেও দমে যায়নি রূপঙ্কর। পিতৃশোক সামলে মা এবং পরিজনেদের বোঝানোর পরে রূপঙ্কর সিদ্ধান্ত নেয়, সে পরীক্ষা দেবে। বাবার ইচ্ছার মান রাখতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয়েরা।


Editor | 11:34 AM, Sat Feb 03, 2024

Madhyamik Question Paper leak:মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, অভিযুক্তদের শনাক্ত করে রেজিস্ট্রেশন বাতিল পর্ষদের 

নিউজ ডেস্ক: পরীক্ষা শুরুর প্রথম দিনেই প্রশ্নপত্র ভাইরাল হওয়ার অভিযোগ। এবছর প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। প্রশ্নপত্রে কিউআর কোড বসানোর পদ্ধতি এ বছর প্রথম চালু করা হয়েছে।যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এত কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকা সত্বেও পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। পরে অবশ্য প্রশ্নপত্রের বার কোড দেখে দুই দোষীকে ধরে ফেলে মধ্যশিক্ষা পর্ষদ।


জানা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই কারও কারও মোবাইলে হোয়াটস অ্যাপের মাধ্যমে মেসেজে ভেসে ওঠে মাধ্যমিকের প্রথম ভাষার প্রশ্নপত্র।এরপর ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে পরীক্ষার হলে পাওয়া প্রশ্নপত্র ওই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি সামনে আসে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে কোড ব্যবহার করা হয়েছিল তা যাচাই করে বোঝা যায় ওই প্রশ্ন পত্র মালদহের দুই পরীক্ষার্থীর ছিল। তড়িঘড়ি পর্ষদ তদন্ত নামে। পরীক্ষার্থী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ইতিমধ্যেই দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর পাশাপাশি ওই দুই পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র ওই দুই পরীক্ষার্থী ঢুকে পড়েছিল। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

Editor | 17:37 PM, Fri Feb 02, 2024

Madhyamik Exam Syllabus Change: সিলেবাস বিভ্রাটের জেরে বিক্ষোভ আলিপুরদুয়ারের স্কুলে

নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এরই মধ্যে আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম হাইস্কুলে সিলেবাস বিভ্রাটের জেরে মাধ্যমিক পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার ছাত্র ও অভিভাবকরা বিক্ষোভ করে স্কুল চত্বরে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিনের এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে এবারই শহরের নাম করা বিদ্যালয় ম্যাকউইলিয়াম হাইস্কুল থেকে প্রথম বারের জন্য ইংরাজি মাধ্যমে চার ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কিন্তু তাদের সিলেবাস নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ঋষিরাজ দে জানায় , “আমরা টেস্ট পরীক্ষার সময় বুঝতে পারি যে আমাদের ইংরেজির বদলে বাংলা মাধ্যমের ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তার পর স্কুল কর্তৃপক্ষকে বলে রেজিস্ট্রেশন বদলের আবেদন জানানো হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখন আমাদের বাংলাতেই পরীক্ষা দিতে বলছে। এই অবস্থায় পরীক্ষার আগের দিন আমাদের মন ভেঙ্গে গেল। বুঝতে পারছি না কিভাবে পরীক্ষা দেব। তাহলে কী আমরা আর ইংরাজি মাধ্যমের ছাত্র থাকলাম? আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। স্কুলে বলতে গেলে আমাদের অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করেছেন স্কুল শিক্ষকরা।”

এর পরিপ্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস বলেন, “ এই বছর প্রথম আমাদের বিদ্যালয় থেকে চার ছাত্র ইংরাজি মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ফলে কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা তার সমাধান করে ফেলেছি। এই চার ছাত্র ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এই ঘটনায় বহিরাগতদের ডেকে এনে স্কুলে হই হট্টগোল করা ঠিক হয় নি।“


Editor | 13:44 PM, Fri Feb 02, 2024

Madhyamik Exam 2024: নির্বিঘ্নে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য চালু বিশেষ হেল্পলাইন-চলছে চলছে নির্বিঘ্নে বাস ও মেট্রো 

নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পরীক্ষা শুরু হওয়ার আগে ভোরে রাজ্য (West Bengal) জুড়ে পরীক্ষার্থীদের সহায়তায় বাস (Bus) ও মেট্রো (Metro) পরিষেবা চালু হল। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামবে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও।

অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) নিয়মও কঠিন হয়েছে বেশ অনেকটা। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের (Question Paper) ছবি তুলতে গেলেই তাঁর উত্তরের খাতা বাতিল করা হবে। এছাড়াও থাকছে একাধিক নিরাপত্তার (Security) ঘেরাটোপ। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।

অন্যদিকে ডুয়ার্সের (Duars) হাতি প্রভাবিত জঙ্গল ঘেরা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল থেকে বনদফতরের বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বেসরকারি সংস্থার গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে। বন কর্মীদের এই প্রয়াসে খুশি প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। গত বছর এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল হাতির আক্রমনে।


Editor | 11:40 AM, Fri Feb 02, 2024
upload
upload