Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

mahalaya on ott platform

Mahalaya on OTT Platform: মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী


নিউজ ডেস্ক: সামনেই দুর্গাপুজো। আর তার আগে রয়েছে মহালয়া। ছোটবেলা থেকেই আমরা পরিচিত রেডিওর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে। এরপর কালের নিয়মে টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে নতুনত্বের ছোঁয়া এসেছিল। তবে এবার আরও একধাপ এগিয়ে ভাবল হইচই। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে (Mahalaya on OTT Platform) প্রথমবার সিরিজের আকারে আসছে মহালয়ার অনুষ্ঠান।

আগামী ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়েব সিরিজ। এই সিরিজের পরিচালকের ভূমিকায় রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আর দুর্গা বা মহামায়ার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-কে। শুক্রবারই প্রকাশ্যে এল দূর্গারূপে রাজনন্দিনীর প্রথম লুক। হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে দিন দুয়েক শুটিং বন্ধ থাকার পর বুধবার থেকে ফের হইচই-এর মহালয়ার শুট শুরু হয়েছে।

রাজনন্দিনীকে বর্তমানে হইচই-এর ‘ঘরের মেয়ে’ বললেও অত্যুক্তি হয় না! সংশ্লিষ্ট ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার দুর্গতিনাশিনীর ভূমিকায় অভিনয় করার জন্যও তাঁকেই বেছে নিল হইচই। এযাবৎকাল মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের (Mahalaya on OTT Platform) মোড়কে আসছে মহালয়া।

আদ্যাশক্তি মহামায়ার যে আদি ও অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে ওয়েব সিরিজের মোড়কে। নারীশক্তির যে উদযাপন মা দূর্গার মধ্যে দিয়ে প্রতিনিয়ত করে জনগণ, সেই গল্পকেই এবার ফুটিয়ে তোলা হবে ওটিটিতে (Mahalaya on OTT Platform)। কেবল মহিষাসুরমর্দিনী নয়, এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক গল্প ও অন্যান্য একাধিক পৌরাণিক গল্প ও চরিত্রকে যা আদি ও অনন্ত কাল ধরে মহিষাসুরমর্দিনীর সঙ্গে যুক্ত।

Sweta Chakrabory | 18:25 PM, Fri Sep 06, 2024
upload
upload