Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

malda police

Malda Incident: নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদায়

নিউজ ডেস্ক: ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ল মালদহের পুখুরিয়া থানার অন্তর্গত সম্বলপুর অঞ্চলের কদমতলী গ্রামে। বছর ১৫-র ওই নাবালিকা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তবে কি কারনে ওই নাবালিকা আত্মহত্যা করেছে তা নিয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।

জানা গেছে, মৃত ওই নাবালিকার নাম জেসমিন খাতুন, রবিবার নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ হেফাজতে নেয় পুখুরিয়া থানার পুলিশ এবং সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ ও আত্মীয় পরিজন সূত্রে জানা গেছে, এই নাবালিকা গত প্রায় দুই মাস আগে বাড়ি থেকে চলে যায়। ঘটনায় সেসময় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দেয় পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যাঙ্গালোর থেকে এই নাবালিকা কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। এরপর রবিবার বাড়ির সদস্যদের সাথে দুপুরে খাওয়া-দাওয়ার পর সাধারণ ভাবে ছিল এই নাবালিকা। কিন্তু হঠাৎ করে ওই নাবালিকার ঝুলন্ত দেহ ঘরের মধ্যে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তারপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা।

এদিকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি কি কারনে এই নাবালিকার আত্মহত্যা গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sweta Chakrabory | 16:05 PM, Mon Feb 26, 2024

Malda Incident: স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই! পুলিশের জালে গ্রেপ্তার দুই


নিউজ ডেস্ক: স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ে অভিযুক্ত দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতির নাম সামিউল্লাহ(১৮) ও আব্দুল সেখ(২৬), তাদের বাড়ি বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়। গ্রেপ্তারে পর দুই জন দুষ্কৃতিকে চাঁচল মহকুমা আদলতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে খবর।জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে সন্ধ্যা সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশীদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকাই হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠকিয়ে টাকা এবং সোনা ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলকাই তল্লাশী চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনার ১৫ দিন পর বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এদিকে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্স সম্পাদক পবন কেডিয়া বলেন, বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত ছিলাম। পুলিশ প্রশাসনকে ইতি মধ্যে ছিনতাই এর ঘটনায় দুই জন গ্রেপ্তার করেছে। ধন্যবাদ জানাই হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমের সহ তদন্তকারী পুলিশ কর্তাদের। তবে স্বর্ণ ব্যাবসায়ীর টাকা ও সামগ্রী উদ্ধার হলে আরো খুশি হবো।

Sweta Chakrabory | 13:19 PM, Wed Feb 21, 2024

Police recovers Mobile: মালদা জেলা পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া ৯৮ টি মোবাইল

নিউজ ডেস্ক: মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য। চুরি যাওয়া বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮ টি মোবাইল ফোন উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজোল থানার পুলিশ দুইজন সন্দেহভাজন যুবককে হাতেনাতে পাকড়াও করে।ধৃতদের নাম বছর ২৮ এর মহঃ সুকুরুদ্দিন ও বছর ৪১ এর সালিম শেখ, দুজনের বাড়ি কালিয়াচক এলাকায়। তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮টি মোবাইল ফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজোল থানার পুলিশ শুক্রবার দুপুরে গাজোল টোল প্লাজায় নাকা চেকিং চালায়।নাকা চেকিং এর সময় বাসের মধ্য থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ।এরপর শুরু হয় তল্লাশি। তাদের তল্লাশিতে উঠে আসে আসল তথ্য।
পুলিশি জেরায় ধৃত ওই দুই যুবক জানিয়েছে, বিহারের কিশানগঞ্জ থেকে মালদহের কালিয়াচকে মোবাইল ফোন গুলি বিক্রির উদ্দেশ্যেই বাসে করে নিয়ে যাচ্ছিল তারা। জানা গেছে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করবে মালদা জেলা পুলিশ।তবে এই ঘটনার তল কত গভীর পর্যন্ত ছড়িয়ে আছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।এর পাশাপাশি এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেদিকেও নজর দিয়েছে পুলিশ প্রশাসন। তবে মালদা পুলিশের এমন তৎপরতায় খুশি মালদাবাসী।

Editor | 16:06 PM, Sat Feb 03, 2024
upload
upload