Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

manoj tigga

Mithun Chakraborty: উত্তরবঙ্গে শেষ বেলায় জমকালো রোড শো মহাগুরুর

 নিউজ ডেস্ক: লোকসভা ভোটের শেষ বেলার প্রচারে সোমবার আলিপুরদুয়ারে লোকসভা ভোটের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty),সকাল থেকেই ৮ থেকে ৮০ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আলিপুরদুয়ারের রাজপথে ভিড় জমিয়েছিলেন। ডিআরএম চৌপথী থেকে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের চৌপথী পর্যন্ত দল মত নির্বিশেষে বিএফ রোডের দু ধারে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন।
প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ একবার তার প্রিয় নায়ক কে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন। তবে মাধবমোড় এলাকায় এসে মিঠুন চক্রবর্তী প্রচন্ড গরমে ক্লান্ত বোধ করায় হুডখোলা গাড়ি থেকে নেমে যান। এরপর তার কনভয় আলিপুরদুয়ার চৌপথীর দিকে রওনা হয়।
জনসংযোগে মিঠুন-
বাড়ির ছাদে,রাস্তার ধারে মিঠুনকে দেখে ভক্তরা হাত নেড়েছেন, পাল্টা মিঠুন নমস্কার করেছেন। মিঠুনের সঙ্গে হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির(BJP) আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। মহাগুরু গাড়ি থেকে নেমে যেতেই পায়ে হেটে বাকি পথ হেঁটেছেন বিজেপি প্রার্থী মনোজ(Manoj Tigga)। তবে তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন। কিছুক্ষন পর স্থিতিশীল হন তিনি।
রাজনীতির উর্ধ্বে অন্য ছবি-
অন্যদিকে শহরের ১১ ভাগ কালিবাড়ি এলাকায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি শ্যামল রায় মিঠুন চক্রবর্তীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েন, তার সঙ্গে হাত মেলাতে আসায় মিঠুন চক্রবর্তী ও পাল্টা হাত এগিয়ে দিয়েছেন। রাজনীতির উর্ধ্বে এ যেন অন্য ছবি ধরা পরল মিঠুনের আলিপুরদুয়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে।

Sweta Chakrabory | 21:11 PM, Mon Apr 15, 2024

Narendra Modi: বিজেপি প্রার্থীর প্রচারে এসে প্রধানমন্ত্রীর জয়গান প্রতিরক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক: লোকসভা ভোট(Lok Sabha Election 2024) এগিয়ে আসতেই এবার প্রার্থীর হয়ে ভোট ময়দানে প্রচারে নামলেন প্রতিরক্ষামন্ত্রী। আর প্রচারে নেমে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করে বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী ভারতকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেকথাই তুলে ধরলেন রাজনাথ সিং(Narendra Modi)।

 আলিপুরদুয়ারের(Alipurduar) সভা থেকে মনোজ টিগ্গার(Manoj Tigga) হয়ে প্রচারের সময় তিনি তুলে ধরেন, কীভাবে এক ফোনেই কাতারে কর্মরত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসারদের ফাঁসির সাজা আটকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনাথ সিং এদিনের সভায় বলেন, "ভারতীয় নৌসেনার কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার কাতারের কিছু সংস্থায় কাজ করতেন। সেখানে তাঁদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সেই খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সঙ্গে সঙ্গে কথা বলেছিলেন কাতারের প্রেসিডেন্টের সঙ্গে। আর তার দুই-তিন দিনের মধ্যেই সেখানকার প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন নৌসেনার অফিসারদের ফাঁসির সাজা মাফ করে দিয়েছিলেন এবং তাঁরা প্রত্যেকে ভারতে ফিরে আসেন।"

এর পাশাপাশি রাজনাথ সিংয়ের বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথাও। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী আটকে পড়েছিলেন সেখানে। সেই সময়েও কীভাবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া পড়ুয়াদের নরেন্দ্র মোদি উদ্ধার করেছিল, সে কথা মনে করালেন রাজনাথ(Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দ্রুত রুশ প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেন। তারপরই চার ঘণ্টার জন্য রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং সাড়ে ২২ হাজার ভারতীয় দেশে ফিরে আসে।’

উল্লেখ্য, সামনেই রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন(Lok Sabha Election 2024)। আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে আলিপুরদুয়ারে। তাই তার আগে শেষ মুহূর্তের রবিবাসরীয় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান শোনালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও পাহাড়ের মাটিতে বিজেপির(BJP) গড় বেশ শক্তই রয়েছে। তার মধ্যেই জনসাধারণের ভেতর বিজেপির হাওয়া সতেজ রাখতে ছক্কা হাঁকালেন রাজনাথ সিং।

Sweta Chakrabory | 12:21 PM, Mon Apr 15, 2024

Manoj Tigga Hackled: মনোজ টিগগার প্রচারে ফের বাধা তৃণমূলের

রাতের অন্ধকারে ফালাকাটায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ল পাঞ্চটি বাড়ি। বিজেপি প্রার্থী এলাকায় সহমর্মিতা জানাতে গেলে প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দেওগাও গ্রামপঞ্চায়েতে পূর্ব ঝাড়বেলতলি এলাকায়। আগুন লাগার ঘটনায় একটি মোটরবাইক ও একটি সাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে।

শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ওই বাড়িতে যান তৃনমূলের ব্লক সভাপতিও। ঘটনাস্থলে গিয়ে পাচটি বাড়ির লোকই বিজেপি কর্মী সমর্থক বলে দাবি করেন। বিজেপি প্রার্থী নাম না করে  ফালাকাটা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাসের নাম উল্লেখ করেন তার দাবি ব্লক সভাপতির নির্দেশে এই ঘটনা ঘটেছে। এই কথা বলার কিছুক্ষন বাদেই ঘটনাস্থলে আসেন বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন তার সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পরেন তৃনমুল কর্মীরা। সেখানে বিধায়কক গো ব্যাক স্লোগানও দেন তৃনমূল কর্মী সমর্থকগন।

তৃণমূলের ফালাকাটা গ্রামের ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন, “ যদি বিজেপির নেতারা বলে থাকেন আগুন লাগানোর ঘটনা ঘটেছে তাহলে হয়ত ওরাই লাগিয়ে দিয়েছে কারণ যাদের ঘর পুড়েছে তারা আমাদের দলের সদস্য আমরা খবর পেয়ে এখানে পৌঁছে গেছি।রাতের অন্ধকারে কোন দুষ্কৃতী হয়ত লাগিয়ে দিয়েছে। সেটা তো কেউ দেখেনি রামানন্দ দাস তৃণমূলের নেতা আমার সঙ্গে সারাক্ষণ থাকে ছুটি দাস তার ছেলের বাইক পুড়ে গেছে এরা সকলেই আমাদের দলের কর্মী।তৃণমূল কর্মীর বাড়িতে কে আগুন লাগাবে লাগালে বিজেপি লাগাবে কিন্তু মনে হয় অভিসন্ধি মূলক ভাবে এই৯ ঘটনা ঘটানো হয়েছে। আগুন তো অবশ্যই কেউ না কেউ লাগিয়েছে।অন্যদিকে স্থানীয় বাসিন্দা রামানন্দ দাস বলেন,“অন্ধকারের সাহায্য নিয়ে কেউ টেবিল চেয়ার বাইক সবকিছুতেই আগুন ধরিয়ে দিয়েছে। সকালবেলায় যখন পরিষ্কার করতে যাই তখন গিয়ে দেখি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আশেপাশের পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু কে কখন আগুন লাগিয়েছে কেউই টের পায়নি পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ একটু আগে এসে তদন্ত করে গেছেএই ধরনের ঘটনা এর আগে কখনো হয়নি।” স্থানীয় বিধায়ক দীপক বর্মন বলেন,“এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে। পুলিশ সবকিছুই জানে তৃণমূলের লোকেরাও জানে কে করেছে, কখন করেছে।”

 

 

Editor | 14:04 PM, Sat Mar 30, 2024

সংবাদমাধ্যমের সামনেই মনোজ টিজ্ঞাকে হুমকি দিলেন জন বার্লা

উচ্চ নেতৃত্বের কান ভাঙিয়ে টিকিট নিয়েছেন মনোজ টিজ্ঞা। তার নামে বেহিসেবি বিষয় সম্পত্তির কথা জানিয়ে প্রতারনা করে টিকিট নিয়েছেমনোজ অভিযোগ জন বার্লার জনের আরও অভিযোগ,“মনোজের নামে রয়েছে বীরপাড়ায় পেট্রোল পাম্প, চলছে তার একাধিক ট্রিপার, বেআইনি ক্রাশারের মালিক সে। আলিপুরদুয়ার লোকসভা আসনে মনোজ টিগ্গার নাম ঘোষণার পর থেকেই অগ্নিশর্মা জন বার্লা।

বুধবার প্রকাশ্যে ভাজপা বিধায়ক ও সাংসদ একে অপরের দিকে দুর্নীতির আঙুল তুলে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি করেন। কেন্দ্রীয় বিজেপির সিলেকশন কমিটিতে  বার্লার বিরুদ্ধে বেহিসেবি সম্পত্তি, অট্টালিকা সমান বাড়ির অভিযোগ তুলে প্রতারণা করে কানাঘুষোয় মন্ত্রণা দিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে টিকিট হাসিল করেছে মাদারিহাটের বিধায়ক তথা জেলা সভাপতি মনোজ টিগ্গা এমনটাই অভিযোগ জনের। এনিয়ে দুই পক্ষের মধ্যে তাপ উত্তাপ বাড়ছিল ক্রমশ।

বুধবার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর সম্মুখে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এসে পৌঁছতেই রণংদেহী রূপ নেন সাংসদ। মাদারিহাট রেলস্টেশনে এদিন কাঞ্চনকন্যা স্টপেজ উদ্বোধনী পৌঁছেছিলেন সাংসদ বার্লা। সেখানে প্রার্থী মনোজ টিগ্গা ফালাকাটার বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে উপস্থিত হতেই সরকারি দপ্তরে বসে রেলের আধিকারিকদেরও রেয়া না করে মনোজকে দেখে তেড়ে ওঠেন সাংসদ। গলা চড়িয়ে হাত উচিয়ে মনোজকে আঙুল দেখিয়ে বলেন ছল করে আমাকে ধোকা দিয়ে টিকিট  নিয়েছে। বলেছিল মাদারিহাটে কাঞ্চনকন্যা স্টপেজ করে দিন আমি আপনাকে ৬০ হাজার ভোটে জিতিয়ে আনবো। আর অমিত শাহের কানে গিয়ে আমার বিরুদ্ধে দুর্নীতির ফুসমন্ত্র দিয়ে টিকিট নিয়েছে। আলিপুরদুয়ার প্রার্থী মনোজকে আঙুল দেখিয়ে বারলা বলেন,“প্রার্থী পদ প্রত্যাহার করলে কথা হবে। বিজেপির অনেকেই প্রার্থী পদ প্রত্যাহার করেছে তুমিও করো! প্রার্থী পদ প্রত্যাহার না করলে কোনো কথা হবে না। তিনি অন্য কোন রাজনৈতিক দল কিংবা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন কিনা সে বিষয়টি চিন্তাভাবনা করে দেখবেন বলেও জানিয়ে দেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই প্রকাশ্যে চলে বিজেপির  বিদায়ী সাংসদ বনাম আলিপুরদুয়ার প্রার্থী ও উপস্থিত বিধায়কদের মাঝে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি।

 

Editor | 17:32 PM, Thu Mar 07, 2024
upload
upload