Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

metro rail

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর, এবার দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ছুটবে মেট্রো


নিউজ ডেস্ক: দিনে দিনে বেড়ে চলেছে কলকাতা মেট্রো রেলের পরিধি। শহর ও শহরতলির মানুষদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল (Kolkata Metro)। এবার আরও এক নয়া রুট চালু হতে চলেছে। জানা গিয়েছে, কয়েক বছরের মধ্যেই চালু হতে পারে ইয়োলো লাইন মেট্রো বা ইস্টার্ন (বারাসাত) লাইন। যে রুটটি দমদম ক্যান্টনমেন্ট হয়ে যুক্ত করবে মধ্যমগ্রাম বারাসাতকেও। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন তৈরির কাজ। সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও।

ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) লাইনে এই নয়া রুটের সংযোজনের ফলে মেট্রো যাত্রীরা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পৌঁছে যেতে পারবে অনায়াসে। অর্থাৎ নোয়াপাড়া থেকে মেট্রো পাল্টে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও ইএম বাইপাস থেকে যে কেউ পৌঁছে যেতে পারবেন নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে। তবে এই যাত্রাপথে বেশ কয়েক কিলোমিটার অতিক্রান্ত করলেও, স্টেশন থাকছে দশটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও বারাসাত।

মেট্রোর এই লাইনটি (Kolkata Metro) চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ এবং বনগাঁর থেকে প্রয়োজনে আসা মানুষজন খুব সহজেই পৌঁছতে পারবেন কলকাতার নানা প্রান্তে। ইতিমধ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাজ শেষ হলেও, কলকাতা বিমানবন্দর লাগোয়া বিরাটি এলাকায় মেট্রো রেলের এই লাইনের কাজ চলছে। আগামীতে মধ্যমগ্রাম ও বারাসাতেও হবে অত্যাধুনিক মেট্রো স্টেশন।

মেট্রোরেলের (Kolkata Metro) তরফে জানা গিয়েছে, নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা। রয়েছে এস্কেলেটর, লিফট-এর সুবিধা। রয়েছে পর্যাপ্ত টিকিট কাউন্টার থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড-সহ একাধিক অত্যাধুনিক সুবিধা।

তবে মাটির তলা দিয়ে যশোর রোড থেকে বিমানবন্দর পৌঁছতে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অনেক নিয়ম মানতে হয়েছে। তবে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সূত্রে খবর, ‘‌ইতিমধ্যেই সমস্ত বাধা সরিয়ে দেওয়া গিয়েছে। কিছু বেআইনি কাঠামো রয়েছে। সেগুলিকে একটা আকারে আনতে একটু সময় লাগবে। ১৭৭টি বেআইনি কাঠামো রয়েছে। রাজ্য সরকার সাহায্য করছে তা পরিষ্কার করতে।’‌

Sweta Chakrabory | 13:12 PM, Tue Oct 08, 2024

Underwater Metro on Sunday: এবার গঙ্গার নিচে মেট্রো ছুটবে রবিবারও! পরিষেবা চালু ক'দিন পরই, জানুন সময়-সূচি


নিউজ ডেস্ক: পুজোর আগেই শহরবাসীর জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর। আর রবিবারের ছুটি নয়। এবার থেকে রবিবারও চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কয়েক মাস আগেই গঙ্গার নিচে মেট্রো (Underwater Metro on Sunday) পেয়েছে কলকাতা। যা নিয়ে গোটা দেশেই চড়েছিল উন্মাদনার পারদ। আর এরইমধ্যে পুজোর আগেই কলকাতাবাসীর জন্য বড় সুখবরের কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ।

অপেক্ষা ১ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর, রবিবার থেকেই গ্রিন লাইনে মেট্রো দৌড়বে। এর আগে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে মেট্রো চালানো হত। কিন্তু এবার থেকে সপ্তাহে ৭ দিনই গঙ্গার নীচ দিয়ে (Underwater Metro on Sunday) ছুটবে মেট্রো। পুজোর আগে, এই নয়া পরিষেবা, কার্যত যাত্রীদের জন্য উপহারস্বরূপ।

মেট্রো জানাচ্ছে, রবিবার আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে গঙ্গার নিচের মেট্রো। পরে তা নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত (Underwater Metro on Sunday) চলবে গ্রিন লাইনের মেট্রো। দুপুর ২টো ১৫ মিনিটে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে। ১৫ মিনিট পর পর মিলবে পরিষেবা। সারাদিনে আপ ও ডাউনে ৩১টি করে ৬২ টি মেট্রো চালানো হবে। আর রাতে সর্বশেষ মেট্রোটি পাওয়া যাবে ৯টা ৪৫ মিনিটে। স্বভাবতই এই খবরে খুশি যাত্রীরা।

এই মেট্রো রুট চালু হয়ার পর থেকেই সোম থেকে শনি নির্দিষ্ট সময় পর পর হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে মেট্রো চলত। যার জেরে হাওড়া-কলকাতায় অফিসযাত্রীদের যাতায়াতে খুব সুবিধা হয়। এই রুটে যাত্রী সংখ্যাও ভালোই। স্বাভাবিকভাবেই গ্রিন লাইনের এই লক্ষ্ণীলাভে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সম্ভবত সেই বাণিজ্যিক সাফল্যের হাত ধরে আরও এগিয়ে যেতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। আর মাঝে হাতে গোনা কয়েকদিন। তারপরই রবিবারে ছুটবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো।

Sweta Chakrabory | 14:39 PM, Fri Aug 30, 2024

Ruby to Beleghata Metro: অবশেষে রুবি ছাড়িয়ে বেলেঘাটার দিকে ছুটল মেট্রো

নিউজ ডেস্ক: অবশেষে রুবি ছাড়িয়ে বেলেঘাটার দিকে ছুটল মেট্রো। সম্প্রতি নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। তবে এই মেট্রোর বাণিজ্যিক পরিষেবা কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী জুলাইয়ে ওই অংশে পরিষেবা চালু করা হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হলেও আপাতত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তবে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডর) মোট ৯.৯ কিমি অংশে মেট্রো ছুটবে। সেক্ষেত্রে যে কোনও যাত্রী মেট্রো পথে দক্ষিণেশ্বর বা হাওড়া ময়দান থেকে বেলেঘাটায় (মেট্রোপলিটন) চলে আসতে পারবেন।

পাশাপাশি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ বাসে করে ওই অংশটা আসতে যতটা সময় লাগে, তার থেকে অনেকটা কম সময়ই মেট্রোয় চলে আসতে পারবেন যাত্রীরা। ফলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ মেট্রো ব্যবহার করবেন বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

Sweta Chakrabory | 20:49 PM, Fri Mar 29, 2024

Metro Rail Under Water: ইতিহাসে প্রথমবার! গঙ্গার তলা দিয়ে ছুটল যাত্রী বোঝাই মেট্রো

নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথমবার। হুগলি নদীর নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল ৷ পাতাল পথে যুক্ত হল কলকাতা ও হাওড়া ৷ এটাই দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা ৷ শুক্রবার সকাল ৭টায় প্রথম বার শুরু হল যাত্রী পরিষেবা। এই পরিষেবার ফলে আজ থেকেই শহর ও শহরতলি থেকে আসা লক্ষ লক্ষ মানুষের সময় ও খরচ দুই-ই বাঁচবে ৷ এদিন চালু হল শহরের কলকাতা মেট্রো নেটওয়ার্কের তিনটি রুটের যাত্রী পরিষেবা ৷ এই তিনটি রুট হল গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় অংশ এবং পার্পল লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট ৷ 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তিনটি রুটের উদ্বোধন করেন ৷ এবার সহজেই পাতালপথে হাওড়া থেকে কলকাতায় আসা যাবে। মাত্র ৪৬ সেকেন্ড গঙ্গার তলায় থাকবেন যাত্রীরা। গঙ্গার নীচে সুড়ঙ্গের অংশ নীল আলো দিয়ে সাজানো হয়েছে। নীল আলো দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে, তাঁরা গঙ্গার নীচে রয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, ব্যস্ত সময়ে এই রুটে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু'দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে। রবিবার এই রুটে মেট্রো চলবে না।  উল্লেখ্য শুক্রবার জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৮টা৩০ মিনিটে৷ মাঝেরহাট থেকে জোকা প্রথম মেট্রোটি চালু হবে সকাল ৮টা৫৫ মিনিটে ৷ এই লাইনে দিনের শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে বেলা ৩টে১০ মিনিটে এবং মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বেলা ৩টে৩৫ মিনিটে ৷ এই রুটেও শনি ও রবিবার কোনও পরিষেবা থাকছে না ৷ প্রসঙ্গত,হাওড়া ময়দান – এসপ্ল্যানেড সেকশন জুড়ে ট্রেন পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মোট ১৩০টি পরিষেবা। হাওড়া ময়দান থেকে ৬৫টি পরিষেবা এবং এসপ্ল্যানেড থেকে ৬৫টি ট্রেনের পরিষেবা। অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায় – কবি সুভাষ সেকশনে দৈনিক ৪৮টি মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ২৪টি এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত আরও ২৪টি পরিষেবা পাওয়া যাবে।

Sweta Chakrabory | 11:04 AM, Fri Mar 15, 2024
upload
upload