Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

metro rail new route

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর, এবার দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ছুটবে মেট্রো


নিউজ ডেস্ক: দিনে দিনে বেড়ে চলেছে কলকাতা মেট্রো রেলের পরিধি। শহর ও শহরতলির মানুষদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল (Kolkata Metro)। এবার আরও এক নয়া রুট চালু হতে চলেছে। জানা গিয়েছে, কয়েক বছরের মধ্যেই চালু হতে পারে ইয়োলো লাইন মেট্রো বা ইস্টার্ন (বারাসাত) লাইন। যে রুটটি দমদম ক্যান্টনমেন্ট হয়ে যুক্ত করবে মধ্যমগ্রাম বারাসাতকেও। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন তৈরির কাজ। সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও।

ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) লাইনে এই নয়া রুটের সংযোজনের ফলে মেট্রো যাত্রীরা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পৌঁছে যেতে পারবে অনায়াসে। অর্থাৎ নোয়াপাড়া থেকে মেট্রো পাল্টে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও ইএম বাইপাস থেকে যে কেউ পৌঁছে যেতে পারবেন নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে। তবে এই যাত্রাপথে বেশ কয়েক কিলোমিটার অতিক্রান্ত করলেও, স্টেশন থাকছে দশটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও বারাসাত।

মেট্রোর এই লাইনটি (Kolkata Metro) চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ এবং বনগাঁর থেকে প্রয়োজনে আসা মানুষজন খুব সহজেই পৌঁছতে পারবেন কলকাতার নানা প্রান্তে। ইতিমধ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাজ শেষ হলেও, কলকাতা বিমানবন্দর লাগোয়া বিরাটি এলাকায় মেট্রো রেলের এই লাইনের কাজ চলছে। আগামীতে মধ্যমগ্রাম ও বারাসাতেও হবে অত্যাধুনিক মেট্রো স্টেশন।

মেট্রোরেলের (Kolkata Metro) তরফে জানা গিয়েছে, নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা। রয়েছে এস্কেলেটর, লিফট-এর সুবিধা। রয়েছে পর্যাপ্ত টিকিট কাউন্টার থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড-সহ একাধিক অত্যাধুনিক সুবিধা।

তবে মাটির তলা দিয়ে যশোর রোড থেকে বিমানবন্দর পৌঁছতে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অনেক নিয়ম মানতে হয়েছে। তবে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সূত্রে খবর, ‘‌ইতিমধ্যেই সমস্ত বাধা সরিয়ে দেওয়া গিয়েছে। কিছু বেআইনি কাঠামো রয়েছে। সেগুলিকে একটা আকারে আনতে একটু সময় লাগবে। ১৭৭টি বেআইনি কাঠামো রয়েছে। রাজ্য সরকার সাহায্য করছে তা পরিষ্কার করতে।’‌

Sweta Chakrabory | 13:12 PM, Tue Oct 08, 2024
upload
upload