Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

mimi chakraborty

Mimi Chakraborty: কুরুচিকর মন্তব্য মিমিকে! ধর্ষণের হুমকির মোক্ষম জবাব সৃজিত মুখার্জির


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সরব গোটা দেশ। সকলের মতোই এই ঘটনার বিচার চেয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর তাতেই কুরুচিকর মন্তব্যের (Harassment Threat) শিকার হল অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে। আসলে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি। আর এই ঘটনার ঠিক পড়েই আচমকাই একদল নেটিজেনের ক্ষোভের সম্মুখীন হন মিমি। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলেই এবার মিমিকে (Mimi Chakraborty) ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রাশিদুল আন্ডারস্কোর ৭৫৪ প্রোফাইল থেকে মিমির উদ্দেশ্যে লেখা হয়, "আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।" এই মন্তব্যের পরেই কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে দুটি মন্তব্যের (Harassment Threat) স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিমি (Mimi Chakraborty)। লেখেন, "আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?"

আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষণের হুমকির মোক্ষম জবাব দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। এদিন মিমির (Mimi Chakraborty) শেয়ার করা পোস্টটির স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে সৃজিত লিখেছেন, "তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।"

Sweta Chakrabory | 15:51 PM, Wed Aug 21, 2024

Mimi Chakraborty: আমি প্রার্থী হতে চাই না-বিস্ফোরক মিমি!তবে কি রাজনীতি থেকে অবসর অভিনেত্রীর ?

নিউজ ডেস্ক: অনেক হয়েছে আর না। এবার রাজনীতি থেকে বিরতি চাইছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। গত কয়েকদিন ধরেই অপমানের অভিযোগ তুলেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ ও কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি।

এর পর জানা যায়, যাদবপুর লোকসভার অধীন নলমুড়ি এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও মিমি ছেড়ে দিয়েছেন। তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মিমি স্পষ্টতই জানিয়ে দেন, 'রাজনীতি আমার জন্য না। এটা আমি বিশ্বাস করি। আমি যদি কিছু বাজে কাজ করতাম বা করেছি তাহলে তো আপনারাই সবার আগে দেখাতেন। আমি নিজের দল তো ছেড়েই দিন অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলি নি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে।' এমনই অভিযোগ জানিয়ে রীতিমত ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। অভিনেত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র দিয়েছেন সংসদ পদ থেকে। মুখ্যমন্ত্রী তাঁর ইস্তফাপত্র গ্রহন করলে তিনি এটি সাংসদের স্পিকারকে দিতে পারেন। তবে মমতা এই ইস্তফাপত্র গ্রহণ করতে চাননি। মিমি জানান,পরিষেবা দিতে গিয়ে তিনি যে বাধা পেয়েছেন সেটা তিনি নেত্রীকে জানিয়েছেন।

সূত্রের খবর, তাঁকে গালাগালি শুনতে হয়েছে। তাঁর হাজিরা নিয়েও প্রশ্ন তোলা হত। তিনি এই অপমান সহ্য করতে নারাজ। এমনকী তিনি আর যে রাজনীতি করতে চান না সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন। তবে মিমিও দেবের পথেই হাঁটছেন কী না, বা তাঁকেও ফের দলে ফেরানো হবে কী না, তা সময়ই বলবে।

Editor | 17:05 PM, Thu Feb 15, 2024
upload
upload