Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

mumbai

Deepika-Ranveer: গনেশ চতুর্থীর আগেই সিদ্ধি বিনায়ক মন্দিরে হবু মা দীপিকা সঙ্গে রণবীর, মঙ্গল কামনায় দিলেন পুজো


নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দুই থেকে ৩ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (Deepika-Ranveer)। তাই গণেশ চতুর্থীর আগের দিনই হবু মা-বাবার দেখা মিলল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। জানা গিয়েছে তাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ পেতে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপবীর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল দীপিকার সঙ্গে রণবীরের সেই ছবি ও ভিডিও।
পাপারাৎজিদের ক্যামেরায় যখন তাঁরা ধরা পড়েন, তখন দুজনে (Deepika-Ranveer) মন্দিরের দিকেই এগোচ্ছিলেন। তাই খালি পায়ে দেখা গেল তারকা জুটিকে। খুব সাবধানে ধীরে পা ফেলছিলেন দীপিকা। বর্তমানে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। তাই বেড়েছে সাবধনতা। এমনকী, রণবীরও ডন ৩-র কাজ ফেলে রেখে মুম্বইতে চলে এসেছেন। যাতে শেষ মাসটা বউকে আগলে রাখতে পারেন।
এদিন সবুজ রঙের শাড়িতে দেখা গেল দীপিকাকে। বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে শাড়ির নীচ থেকেও। পাশে ক্রিম কালারের পাঞ্জাবিতে দেখা গেল রণবীরকে। চুলে ঝুঁটি বাঁধা, চোখে কালো সানগ্লাস। দীপিকা চুল খোঁপা করে রেখেছিলেন। সাজ ছিল একদম মিনিমাল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল (Deepika-Ranveer)। বিয়ের এতদিন বাদে মা হতে চলেছেন দীপিকা। ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান অভিনেত্রী। প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। তবে সাম্প্রতিক রটনা, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে মা হবেন দীপিকা পাড়ুকোন।

Sweta Chakrabory | 16:03 PM, Sat Sep 07, 2024

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে, নিবেদন করুন এই ৫ ভোগ


নিউজ ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর শনিবার ভাদ্র শুক্লা চতুর্থী তিথিতে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। প্রতিবছর মহাসমারোহে পালিত হয় এই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024)। সারা ভারত জুড়ে চলে এই উৎসব। তবে মূলত মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। লোকবিশ্বাস ভক্তিভরে নিয়ম মেনে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে। গণেশ ঠাকুরের পুজোয় সঠিক ভোগ নিবেদন করা অত্যন্ত জরুরি। কারণ তিনি যে একটু ভোজনপটু, তা তাঁর চেহারা দেখলেই বিস্তর মালুম হয়। তাই আজ গণেশ জয়ন্তীতে সিদ্ধিদাতাকে তাঁর পছন্দের ভোগ নিবেদন করুন। তবে তার আগে জেনে নিন পুজোর সময় ও তিথি।

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2024) তিথি ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩১ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে গণেশের মূর্তি স্থাপন করলে অত্যন্ত শুভফল প্রাপ্ত হবে বলে মনে করা হচ্ছে। গণেশ চতুর্থী তিথিতে ভুলেও মুলো খাবেন না৷ কোনওরকম তিতো খাবারও এই তিথিতে বাড়িতে করবেন না৷ তাহলে জীবনে তিক্ততা এড়িয়ে থাকা যাবে৷ গণেশ চতুর্থীতে আমিষজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ এই তিথিতে সাত্তিক আহার খেলে গণপতির আশীর্বাদ পাবেন৷

এবার দেখে নিন গণেশ পুজোয় (Ganesh Chaturthi 2024) কোন কোন ভোগ নিবেদন করতেই হবে। গণপতির অত্যন্ত প্রিয় হল মোতিচুরের লাড্ডু। মনে করা হয়, মোতিচুরের লাড্ডু নিবেদন করলে খুব সহজেই তাঁকে প্রসন্ন করা যায়। আর সিদ্ধিদাতা প্রসন্ন হলে তাঁর আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না কখনোই। অন্যদিকে গণেশের প্রিয় মোদক, তা আমরা সবাই জানি। আসলে পুরাণ অনুসারে পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায়। সেই সময় অন্য কোনও খাবার তিনি খেতে পারছিলেন না। তখন মাতা পার্বতী তাঁর জন্য নরম পাকের মোদক বানিয়ে দেন। সেই থেকে গণেশের অতি প্রিয় খাবার হল মোদক। গণেশ জয়ন্তীতে তাঁকে মোদক নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। এছাড়াও কলা, নারকেল, ক্ষীর ইত্যাদি দিয়েও ভোগ নিবেদন করলে তুষ্ট হবেন বাপ্পা।

এবারের গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2024) একাধিক শুভ যোগের সৃষ্টি হয়েছে। সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ তৈরি হওয়ার ফলে এই বছর গণেশ পূজা ভক্তদের জন্য বিশেষ আর্শীবাদ বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে দূর্বা ও ফুলের মালা নিবেদন করলে আর্থিক উন্নতি হয়। এছাড়া 'বক্রতুন্ডায় হুম' মন্ত্র ৫৪ বার জপ করলে জীবনের বাধা ও সংকট দূর হয়।

Sweta Chakrabory | 12:19 PM, Sat Sep 07, 2024

Rani Mukerji Mardaani 3: সমাজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মর্দানি ৩ নিয়ে পর্দায় ফিরছেন রানি


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল গোটা দেশ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ৷ আর এই পরিস্থিতির মাঝেই এবার রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। 'মর্দানি' ওয়েব সিরিজের তৃতীয় সিজন (Rani Mukerji Mardaani 3) আসতে চলেছে। সম্প্রতি ছবি মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই সুখবরটি ঘোষণা করেছে।

২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি'৷ সেই ছবির সিক্যুয়েল আসে ২০১৯ সালে৷ দু'টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায়৷ এই দুই সিজনের পর এবার ফের আরও একবার সমাজে বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন 'মর্দানি' (Rani Mukerji Mardaani 3) অভিনেত্রী৷ এক নির্ভীক এবং দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে৷ আসলে এই চরিত্রে ন্যায়বিচারের প্রতি তাঁর অসীম উৎসর্গ এবং বিপদের মুখে তাঁর সাহসিকতা তাঁকে একটি আইকনিক চরিত্রে পরিণত করেছে।

এ প্রসঙ্গে যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, "মর্দানি ১০ বছর সম্পন্ন করেছে৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে৷"

এ প্রসঙ্গে রানি বলেছেন, ''আমি খুব খুশি এবং উত্তেজিত। মর্দানি ৩-এর চিত্রনাট্যটি আরও আকর্ষণীয়। একজন অভিনেতা হিসেবে, আমি তখনই চলচ্চিত্রে অভিনয় করায় বিশ্বাস করি, যখন গল্প সত্যিই খুব অর্থপূর্ণ হয়। মানুষের মন ছুঁয়ে যায়।'' জানা গিয়েছে, ২০২৫ সালে ছবির (Rani Mukerji Mardaani 3) প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে৷

Sweta Chakrabory | 14:06 PM, Fri Aug 23, 2024

Mumbai metro: কবে থেকে শুরু হতে চলেছে মুম্বইয়ের আন্ডারগ্রাউন্ড মেট্রোপরিষেবা? জানুন


নিউজ ডেস্ক: মুম্বইবাসীদের জন্য সুখবর। খুব শীঘ্রই মুম্বাইয়ের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন (Mumbai First Underground Metro) চালু হবে। সম্প্রতি বিজেপির জাতীয় সম্পাদক বিনোদ তাওদে তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেম, ''২৪ জুলাই থেকে মুম্বইয়ে প্রথম মেট্রো চালু হবে। এর ফলে শহরের পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হবে৷ পরিবহনে অনেকটা গতি আসবে৷'' তাওদে আরও বলেছেন যে, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইবাসীদের জীবনযাত্রার উন্নতির জন্য বদ্ধপরিকর৷ প্রধানমন্ত্রী মুম্বইবাসীদের জীবন সহজ করার যে গ্যারান্টি দিয়েছিলে তা এবার পূরণ হতে চলেছে মুম্বাইয়ের প্রথম ভূগর্ভস্থ মেট্রো চালু হচ্ছে ২৪ শে জুলাই থেকে। এই পরিষেবা শহরের গতিতে নতুন প্রেরণা দেবে।''

মোট ৩৩.৫ কিলোমিটার জুড়ে প্রাথমিকভাবে মেট্রোলাইনের কাজ চলছে৷ আরে কলোনি (Aarey Colony), সাহার রোড, সান্তাক্রুজ, বিদ্যানগরী, ধারাভি, শীতলদেবী মন্দির, দাদর, সিদ্ধিবিনায়ক মন্দির, ওরলি, আচার্য আত্রেয় চক, বিজ্ঞান জাদুঘর, মহালক্ষ্মী, মুম্বাই সেন্ট্রাল, গ্রান্ট রোড, গিরগাঁও, কালবাদেবী, ছত্রামা, শিবমহারাজ, মহালক্ষ্মী, চার্চগেট, বিধান ভবন, এবং পারাডে ক্যাফে প্রভৃতি জায়গায় এই মেট্রোর যাত্রাপথ রয়েছে৷ মনে করা হচ্ছে এই লাইনে প্রায় দৈনিক ১.৭ মিলিয়ন যাত্রী যাতায়াত করবে। সম্পূর্ণ প্রজেক্টটিতে প্রায় ২৭টা স্টেশনের মধ্যে ২৬টা স্টেশনই হবে মাটির তলায়৷ 

বর্তমানে মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) মেট্রো লাইন ৩ এর প্রয়োজনীয় গবেষণা ও ট্রায়াল সম্পন্ন করেছে। তাছাড়াও বৈদ্যুতিক সিস্টেমের পরীক্ষা এবং সিগন্যালিং সহ নানা দিকের পরীক্ষা চলছে। সমস্ত পরীক্ষা সফল ভাবে শেষ হওয়ার পর, মেট্রো রেল সেফটি কমিশনারকে (CMRS) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে। তারপরেই চালু হবে এই পরিষেবা (Mumbai First Underground Metro)।

মুম্বাই মেট্রোর ওয়েব সাইটে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই বছরের ডিসেম্বরে এই পরিষেবা (Mumbai First Underground Metro) চালু হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রিসভার বৈঠক চলাকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ১,১৬৩ কোটি টাকা সরাসরি মুম্বাইকে দেওয়ার জন্য অনুমোদন দিয়েছিলেন। এরফলেই এ বছর জুলাই মাসের মধ্যে পরিষেবাটি (Mumbai metro) চালু করা সম্ভব হচ্ছে। জানা গিয়েছে এই গোটা প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩৭,২৭৫.৫০কোটি টাকা।

Sweta Chakrabory | 12:04 PM, Tue Jul 23, 2024

Prosenjit Chatterjee: হিন্দি সিরিজের পর এবার কি বড় পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

নিউজ ডেস্ক: বর্তমানে প্রায়শই মুম্বই পাড়ি দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গত রবিবার সকালেও মুম্বইয়ে ছিলেন তিনি। সেখানে যশ দাশগুপ্ত, নুসরত জাহানের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। আর সেসব ছবি, ভিডিও দেখেই ভক্তদের প্রশ্ন, তিনি কি এখন বলিউডেই (Bollywood Film) বেশি মনোনিবেশ করতে চাইছেন? সেই উত্তরে জল্পনা থাকলেও এবার সূত্র মারফত খবর মিলেছে, আবারও বলিউড সিনেমায় দেখা যাবে টালিগঞ্জ স্টুডিওপাড়ার সুপারস্টারকে। জানা গিয়েছে, রবিবার নতুন ছবির নির্মাতাদের সঙ্গে কথা বলতে মুম্বই উড়ে গিয়েছেন প্রসেনজিৎ।

প্রসঙ্গত, রবিবার অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রীতিভোজের অনুষ্ঠান ছিল মুম্বইতে। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে, আম্বানিদের বিয়েতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আমন্ত্রিত ছিলেন কিনা। সেই উত্তরে তিনি জানিয়েছেন, বিয়ের আমন্ত্রণ রক্ষার জন্য তিনি মায়ানগরীতে উড়ে যাননি। নতুন হিন্দি ছবির কাজের সুবাদেই তিনি মুম্বইতে পা রেখেছেন। সব ঠিক থাকলে আবারও হিন্দি ছবিতে তাঁর দেখা মিলবে। সেই ছবিরই আলোচনায় যোগ দিতেই শনিবার রাতে টিকিট কেটে রবিবার সকালে মুম্বইয়ের বিমান ধরেন টলিউডের বুম্বা দা।

শেষবার বছর খানেক আগে বলিউড সিনেমা ট্রাফিক-এ দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই ছবিতে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়ও ছিলেন। তারপর অবশ্য, ২০২৩ সালে 'স্কুপ' এবং 'জুবিলি' ওয়েব সিরিজের সুবাদে নতুন করে বলিউডের পরিচালক-প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কোথাও বলিউডের ডাকসাইটে প্রযোজকের ভূমিকায় আবার কোথাও তদন্তকারী সাংবাদিকের ভূমিকায় নজর কেড়েছেন টলিউডের সুপারস্টার। এছাড়াও নীরজ পাণ্ডের 'খাকি: বেঙ্গল চ্যাপ্টার'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টলিউড সুপারস্টার। যে সিরিজের শুটিং খানিকটা কলকাতায় সেরেও ফেলেছেন তিনি। জানা গিয়েছে, এই নতুন হিন্দি ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। শোনা যাচ্ছে ছবির প্রযোজক এবং পরিচালকও প্রথম সারির। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।


Sweta Chakrabory | 17:41 PM, Tue Jul 16, 2024

Mumbai Rain: বানভাসি মুম্বই, ময়দানে নামানো হল এনডিআরএফ, আগামী দু-দিন ভয়ঙ্কর বৃষ্টির অনুমান

নিউজ ডেস্ক: দিল্লির পর এবার বানভাসি অবস্থা মুম্বইয়ের। ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি (Mumbai Rain) হয়েছে বাণিজ্য নগরীতে জলমগ্ন গোটা শহর যানবাহন, ঘরবাড়ি ডুবেছে জলের তলায়। থমকে গিয়েছে ট্রেন বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ।ব্যাহত হয় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা।

বানভাসি মুম্বই (Mumbai Rain)

বৃষ্টি বিধ্বস্ত মুম্বইয়ের বহু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল জমেছে বাণিজ্য নগরীতে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন মুম্বইবাসী। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি মুম্বইয়ের লাইফ লাইন বলে পরিচিত লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। ট্রেনের লাইন বৃষ্টির জেরে (Mumbai Rain) ডুবে গিয়েছে জলের তলায়।ওয়ারলি, বানতারা ভবন, কুরলা ইস্ট কিং সার্কেল, দাদর, বিদ্যা বিহার স্টেশনের ট্র্যাক জলের নিচে প্রতিদিন ৩০ লক্ষের কাছাকাছি মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন মুম্বইয়ে। কিন্তু ট্রেনের ট্র্যাক জলের তলায় চলে যাওয়ায় ঝুঁকি নিয়ে রেল যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফত 

ময়দানে এনডিআরএফ

মৌসম ভবন জানিয়েছে, রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত ৬ ঘন্টায় ৩০০ মিলিমিটার (Mumbai Rain) বৃষ্টি হয়েছে মুম্বইয়ে পালঘর এবং ঠাণে এলাকায় বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি হয়েছে ২৪ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বীর সাভরকর মার্গ এবং এমসি এমসিআর এলাকায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পর সকালবেলায় পরিস্থিতি সামলানোর জন্য ময়দানে নামেন বিএমসির কর্মীরা। নর্দমা মুখ পরিষ্কার করা হ। কিছু কিছু জায়গায় পাম্প ব্যবহার করে জল সরানোর চেষ্টা হচ্ছে। মুম্বই পুলিশও যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে যাতে জনজীবন স্বাভাবিক রাখা যায়। বিএমসির তরফে জানানো হয়েছে, ঘন্টা দুয়েকের জন্য (Mumbai Weather) বৃষ্টিপাত বন্ধ হলে জল নামানো সম্ভব হত কিন্তু নিয়মিত বৃষ্টি হওয়ায় কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারছেন না আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবারও দিনভর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বই জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে চট করে জলমগ্ন মুম্বইয়ের চিত্র বদলে যাবে, তা এখনই আশা করা যাচ্ছে না। উল্লেখ্য শিন্দে শিবিরের বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক কুরলা স্টেশনের কাছে আটকে রয়েছেন। এদিন ছত্রপতি শিবাজি বিমানবন্দরের উড়ান পরিষেবাও বহুক্ষণ খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ায়র ফলে বাধিত ছিল। ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঠাণের কাছে এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে।

 

 

Pankaj Kumar Biswas | 13:47 PM, Mon Jul 08, 2024

Death for Air Pollution: বছরে ৩৩ হাজার ভারতীয়র মৃত্যুর কারন বায়ু দূষণ! চাঞ্চল্যকর তথ্য জানাল গবেষকরা

নিউজ ডেস্ক: গবেষণায় উঠে এল বিরাট তথ্য। দূষণের কারণে প্রতি বছর ভারতে মৃত্যু (Death for Air Pollution) হচ্ছে ৩৩ হাজার মানুষের। সম্প্রতি ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দূষণ সংক্রান্ত সমীক্ষার রিপোর্টে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, কলকাতা সহ ভারতের বড় বড় ১০টি শহরে (Indian Cities) প্রতি বছর বায়ুদূষণের বলি হচ্ছেন হাজার হাজার মানুষ। তাই দূষিত বায়ুর বিপদ থেকে নাগরিকদের বাঁচানোর জন্য অবশ্যই হু-র দেওয়া নির্দেশিকা মেনে চলা উচিত ভারতের, এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে। গবেষণাটি সাসটেইনেবল ফিউচার কোলাবোরেটিভ, অশোকা ইউনিভার্সিটি, সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, হার্ভার্ড এবং বোস্টন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানের গবেষকদের দ্বারা পরিচালিত হয়েছিল।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের বড় বড় ১০টি শহরে বায়ুদূষণের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মৃত্যু (Death for Air Pollution) হয়। ওই ১০টি গুরুত্বপূর্ণ শহরে বায়ুদূষণের কারণে দৈনিক মৃত্যুর হার ৭ শতাংশেরও বেশি। এই শহরগুলির (Indian Cities) তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুনে, সিমলা, এবং বারাণসী। সমীক্ষায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে মৃত্যুর (Death for Air Pollution) নিরিখে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি, যেখানে প্রতি বছর ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই। এখানে এই সংখ্যা ৫ হাজার ১০০। আর কলকাতায় সেই সংখ্যা ৪ হাজার ৭০০। অন্যদিকে চেন্নাইয়ে বায়ুদূষণের কারণে বছরে ২ হাজার ৯০০ জন মানুষ মারা যায়। বেঙ্গালুরুতে সেই সংখ্যা ২ হাজার ১০০ এবং বারাণসীতে ৮৩০। মৃত্যুর নিরিখে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে সিমলা, যেখানে বছরে বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৫৯।

এ প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ-লেখক জোয়েল শোয়ার্টজ এক বিবৃতিতে বলেছেন, ''এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা পরিস্থিতি সেখানে বায়ুদূষণ নিয়ন্ত্রণই একমাত্র পথ। একমাত্র বায়ুদূষণ নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রতি বছর কয়েক হাজার জীবন বাঁচাতে পারে। অন্যান্য দেশে যেভাবে দূষণ নিয়ন্ত্রণ হয়, সে সব পদ্ধতিগুলি ভারতে জরুরীভাবে প্রয়োগ করা প্রয়োজন।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে, পৃথিবীতে প্রায় সকলেই বায়ু দূষণের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি পরিমানে দূষিত বায়ু গ্রহণ করে, যা স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর এর ফলেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হার।

Sweta Chakrabory | 11:36 AM, Fri Jul 05, 2024
upload
upload