Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

ndrf

Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা'! প্রস্তুত এনডিআরএফ, খুলে গেল কন্ট্রোলরুম


নিউজ ডেস্ক: দুর্গা পুজো নির্বিঘ্নে কাটলেও কালীপুজোর আগেই আবহাওয়ার বড় পরিবর্তনের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। ইতিমধ্যেই ওড়িশা ও বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওড়িশা-বাংলার কাছে পৌঁছবে ‘দানা’। তবে বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে।

তবে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাব শহরে কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পুরোপুরি তৈরি থাকছে কলকাতা পুরসভা। গাছ পড়ে গেলে তা সরানোর জন্য প্রতিটি বরোয় মোতায়েন থাকবে বিশেষ টিম। জল নিকাশি ব্যবস্থা তো বটেই, কলকাতার বাতিস্তম্ভগুলিও সোমবার পরীক্ষা করে দেখা হবে, যাতে তড়িদাহত হয়ে কারও প্রাণহানি না হয়। অন্যদিকে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা রাখা হচ্ছে। প্রস্তুত থাকবে পাম্পিং স্টেশনগুলি। আজ, সোমবার সব বিভাগের অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন পুর কমিশনার ধবল জৈন। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঝড়ের পরে রাস্তায় ভেঙে পড়া গাছ সরানোর জন্য ১৬টি বরোয় আলাদা টিম গঠন করা হচ্ছে। হাইড্রোলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার থাকবে।

তবে সময় যত কাটছে ততই বাড়ছে আশঙ্কা। ওড়িশা নয়, সম্ভবত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। রবিবার বিকেলের পূর্বাভাসে তেমনই জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি অত্যন্ত দুর্বল শ্রেণির হতে চলেছে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। ঝড়ের জেরে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও থাকছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাতেই থাইল্যান্ড উপসাগর থেকে আন্দামান সাগরে প্রবেশ করেছে ঘূর্ণাবর্ত। ক্রমশ শক্তি সঞ্চয় করে সোমবার সেটি গভীর নিম্নচাপের পরিণত হতে পারে। মঙ্গলবার ঘূর্ণিঝড় দানার চেহারা নেবে সেই নিম্নচাপ। এর পর উত্তর দিকে অগ্রসর হয়ে সম্ভবত বুধবার মধ্যরাতে দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানতে চলেছে সেটি।

পূর্বাভাস অনুসারে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলে শুরু হবে দমকা হাওয়া। সঙ্গে শুরু হবে বৃষ্টি। ধীরে ধীরে উপকূল লাগোয়া অন্যান্য জেলাতেও আবহাওয়ার অবনতি হবে। বুধবার বিকেল থেকে ঘূর্ণিঝড়ের আসল দাপট টের পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বুধবার গভীর রাতে সম্ভবত সুন্দরবন দিয়ে ভূভাগে প্রবেশ করবে এই ঝড়।

ঝড়ের (Cyclone Dana) কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০ - ৮৫ কিমি। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়তে পারে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Sweta Chakrabory | 11:59 AM, Mon Oct 21, 2024

NDRF At Garden Reach: গার্ডেনরিচে প্রাণের খোঁজে এনডিআরএফ

নিউজ ডেস্ক: গার্ডেনরিচের ঘটনায় অবশেষে উদ্ধারকার্যে নামল এনডিআরএফ। সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। ভেঙে পড়া বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের ভিতরে প্রাণের স্পন্দন খুঁজে পেতে স্নিফার ডগ নিয়ে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের ভিতর স্নিফার ডগ প্রবেশ করিয়ে চলছে প্রাণের সন্ধান। আশঙ্কা করা হচ্ছে, ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের তলায় এখনও ২জন আটকে থাকতে পারেন।

ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর সামনে এসছে। কংক্রিটের তলা থেকে ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এনডিআরএফ। রবিবার গভীর রাতে বিল্ডিং বিপর্যয়ের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। সোমবার সারাদিন উদ্ধারকাজ চলার পর রাতে তা বন্ধ রাখা হয়েছিল। এরপর মঙ্গলবার ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান। কিন্তু এখনও দু’জন ওই কংক্রিটের ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় এবার উদ্ধার অভিযানে আনা হয়েছে বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ।

প্রসঙ্গত পাঁচতলা ভবন ভেঙে পড়ায় চারদিকে চাঙড়, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে। ফলে সেইসব সরিয়ে উদ্ধারকাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। যদিও উদ্ধারকারীরা সবরকমভাবে তৎপরতার সঙ্গেই উদ্ধারপ্রক্রিয়া চালাচ্ছে। এসবের মাঝেই গার্ডেনরিচ কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় প্রোমোটার সহ অন্য জড়িতদের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রজু হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে শোকজও করা হয়েছে ৩ ইঞ্জিনিয়ারকে।

Editor | 16:37 PM, Tue Mar 19, 2024
upload
upload