Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

netaji subhas chandra bose international airport

Kolkata Airport: চললো গুলি! ক্ষণিকের জন্য স্তব্ধ কলকাতা বিমানবন্দর

নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে চললো গুলি। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর। নিজের কাছে থাকার রাইফেল চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জাওয়ানের। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায়, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায়।

বেশ কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে টাওয়ারের উপর ওঠেন। ততক্ষনে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএস এফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ঘটনার পরেই তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন ওই সিআইএসএফ জাওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০২২ থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন ওই জওয়ান। আত্মহত্যা করতেই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই জওয়ান, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনার খবর দেওয়া হয়েছে তার বাড়িতে। ওই সিআইএসএফ জওয়ান ডিপ্রেসনে ভুগছিলেন কি না, তাও খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ।

Sweta Chakrabory | 10:35 AM, Thu Mar 28, 2024
upload
upload