Weather Update: দক্ষিণবঙ্গে অবশেষে পারদ-পতন, শীতের আমেজ অনুভূত গ্রাম বাংলায়
Sweta Chakra... | 09:36 AM, Fri Nov 15, 2024
Governors reports Chiefs Ministers: মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব, কটাক্ষ স্পিকারের
Sweta Chakra... | 18:12 PM, Thu Nov 14, 2024
Shantipur rash rituals: শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব: বড় গোস্বামী বাড়ি থেকে শুরু, এখনও রক্ষিত শতাব্দী প্রাচীন রীতি
Sweta Chakra... | 18:07 PM, Thu Nov 14, 2024
Kanchan Mullick: ''দয়া করে ওদের ছেড়ে দিন'', শিশুদিবসে বিশেষ অনুরোধ বাবা কাঞ্চন মল্লিকের
Sweta Chakra... | 17:27 PM, Thu Nov 14, 2024
Health Tips: স্বাস্থ্যের কথা ভেবে নন স্টিকে রান্না করেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?
Sweta Chakra... | 17:10 PM, Thu Nov 14, 2024
RG Kar Update: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পার, একগুচ্ছ কর্মসূচির ডাক অভয়া মঞ্চর
Sweta Chakra... | 16:52 PM, Thu Nov 14, 2024
Fire in srinagar school: শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে আগুন, সুরক্ষিত সমস্ত শিক্ষার্থী
Sweta Chakra... | 16:40 PM, Thu Nov 14, 2024
Ajay Chakrabortys brothers arrested: পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই মুম্বইয়ে গ্রেফতার, প্রতিক্রিয়া কুণালের
Sweta Chakra... | 16:10 PM, Thu Nov 14, 2024
Indias beats South Africa: টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত হারাল দক্ষিণ আফ্রিকাকে
Sweta Chakra... | 14:45 PM, Thu Nov 14, 2024
Guwahati: গুয়াহাটিতে ফাঁস সাইবার ক্রাইম সিন্ডিকেট, গ্ৰেফতার আট
Sweta Chakra... | 14:17 PM, Thu Nov 14, 2024
EPFO Wage Limit: সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ২৬,০০০! ইপিএফও-র নিয়মেও বদল আনার ভাবনা কেন্দ্রের
Sweta Chakra... | 13:40 PM, Thu Nov 14, 2024
Pushpa 2: ছবি মুক্তির আগেই বাজিমাত পুস্পা ২-এর! প্রি-বুকিংয়েই আয় ২৭০ কোটি
নিউজ ডেস্ক: ‘পুষ্পা’ মানেই একের পর এক ধামাকা। অল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই এর দ্বিতীর পর্ব কবে আসবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে প্রথম থেকেই। সিকুয়েল নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়াতেও। তবে এবার এল সুখবর। চলতি বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে 'পুষ্পা ২: দ্য রুল'। আর ছবি মুক্তির আগেই বাজিমাত করতে চলেছেন পর্দার 'পুষ্পা'। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।
সূত্রের খবর, ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে 'পুষ্পা ২: দ্য রুল'। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা ঢুকে পড়েছে। অর্থাৎ ছবিমুক্তির আগেই ছবির প্রমোশন করেই ১০০০ কোটি টাকা আয় হয়েছে। এই ছবি নাকি মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, এমনটাই বলছেন অধিকাংশ নেটিজেন। সূত্রের খবর, আমেরিকায় ‘পুষ্পা’র প্রিমিয়ার শোয়ের টিকিট বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। আপাতত প্রি-বুকিংয়ের হিসেব বলছে গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে চলেছে ২৭০ কোটি টাকা। সেই হিসেবে নজর রাখা যাক। অন্ধ্রপ্রদেশে ছবির আয় ৮৫ কোটি টাকা। কেরালা থেকে আয় ৮ কোটি, কর্নাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি আর বাকি ভারতে ৭৫ কোটি টাকা। ফলে ব্যবসা যে রমরমা হবে, তা নিয়ে সন্দেহ থাকছে না। হিসেব অনুযায়ী, ভারতবর্ষে ছবির ব্যবসা মুক্তির দিনই দুশো কোটি ছাড়াবে। আর বিদেশের মার্কেট থেকে আয় হবে ৭০ কোটি টাকা। সব মিলিয়ে গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে পারে ২৭০ কোটি টাকা।
সূত্রের খবর, 'পুষ্পা' ছবির দ্বিতীয় ভাগে থাকবে বড়সড় বদল। এমনকী ছবির ক্লাইম্যাক্সও দর্শকদের চমকে দেবে। ছবির পরিচালক সুকুমার জানিয়েছেন, 'পুষ্পা' ছবিটি যেভাবে গোটা দেশে সাফল্য পেয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখেই ছবিটির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। ছবিটির দ্বিতীয়ভাগ বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। তিন সপ্তাহ পরই পর্দায় ‘পুষ্পা’ রাজ। এই প্রথমবার কোনও ভারতীয় সিনেমা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও রিলিজ করা হবে। আর বাংলা ভার্সানে প্লে ব্যাক করবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। যদিও তিমির এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
Karan Arjun: মিলে গেল রাখির ভবিষ্যদ্বাণী! ফের বড়পর্দায় একসঙ্গে ফিরছেন শাহরুখ আর সলমন খান
নিউজ ডেস্ক: ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে…’, নয়ের দশকের পর্দায় এক বৃদ্ধা মায়ের কাতর আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিলেন দর্শকরা। এবার তিন দশক বাদে ফের একবার দর্শকরা সেই বলিউড সিনেমার স্বাদ পেতে চলেছেন বড়পর্দায়। শাহরুখ খান (Shah Rukh Khan) আর সলমন খান (Salman Khan) অভিনীত কর্ণ অর্জুন (Karan Arjun) বলিউডের সেরা সিনেমাগুলির তালিকায় যে থাকবে, তা নিঃসন্দেহে বলা যায়। আর এবার, ফের বড়পর্দায় ফিরছে শাহরুখ, সলমন অভিনীত সেই কিংবদন্তি ছবি।
সম্প্রতি এই সুখবর শেয়ার করে সলমন খান (Salman Khan) লেখেন, “সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’।” তবে ভাইজান উচ্ছ্বাস প্রকাশ করলেও শাহরুখ খানের (Shah Rukh Khan) তরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে বলিউড বাদশা সপরিবারে ব্যস্ত দুবাইতে। ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার উদ্বোধনে।
বলিউড অনুরাগীরা অথচ 'কর্ণ অর্জুন' ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সলমনের দাদাভাই জুটি নজর কেড়েছিল সকলের। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনও পর্যন্ত একসঙ্গে দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সকলে। সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এই ছবিতে শাহরুখ ও সলমন ছাড়াও ছিলেন রাখী (Rakhee), কাজল (Kajol), মমতা কুলকর্নি (Mamta Kulkarni)। রাকেশ রোশনের পরিচালিত এই ছবিটি সেই সময়ে সাড়া ফেলে দিয়েছিল। আর চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি। দীপাবলির সপ্তাহে এই খবর যেন এই ছবির অনুরাগীদের কাছে দীপাবলিউ উপহারের মতোই। ৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ব্লকবাস্টার সিনেমার বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন সুপারস্টার হৃতিক রোশনও। বাবা রাকেশ পরিচালিত সিনেমা নতুন করে রিলিজের খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের ‘গ্রিক গড’।
Globe Cinema: বছর ২০ পরে বাংলা সিনেমা নিয়ে ফিরছে গ্লোব, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব
নিউজ ডেস্ক: লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমার (Globe Cinema) কথা মনে পড়ে? ২০ বছর আগে এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আবার ফিরছে সে। কুড়ি বছর পর চালু হল ধর্মতলার গ্লোব সিনেমা হল। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন টিকিট কাউন্টার থেকে দেব তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন। স্বাভাবিকভাবেই গ্লোব সিনেমা নতুন করে খোলায় খুশি সিনেপ্রেমীরা। নতুন এই গ্লোবে নস্টালজিয়ার সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। জানা গিয়েছে, লিন্ডসে স্ট্রিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, গ্লোব এখন একটি দুই-স্ক্রীন মাল্টিপ্লেক্স (ডুয়াল-প্লেক্স) যেখানে অত্যাধুনিক সুবিধা রয়েছে, যেখানে বসার ক্ষমতা যথাক্রমে ২৩৯ এবং ১৯৭ জন।
রবিবার সকালে হলে দেখা গিয়েছিল দেব, সৃজিত মুখোপাধ্যায় এবং শতদ্বীপকে। দেব এবং সৃজিতের হাত ধরে নতুন করে উদ্বোধন হয় এই হলের (Globe Cinema)। উদ্বোধনের পরে নিজেদের ছবির টিকিট বিক্রি করতে লেগে পরেন অভিনেতা এবং পরিচালক। জানা গিয়েছে, পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে।
আসলে শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে (Globe Cinema) প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট। ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।
ঐতিহ্যময় গ্লোব (Globe Cinema) সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সালে জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। তবে ২০ বছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেতে চলেছেন শহরবাসী। সেপ্টেম্বরের শেষেই খুলে যাবে গ্লোব। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার হাত ধরেই শুরু হবে গ্লোবের নতুন পথচলা। এক সময়ে যে সিনেমা হলে শুধুই বিদেশি ছবি চলত, সেই প্রেক্ষাগৃহ ফিরল বাংলা ছবি দিয়ে।
Anirban Chakraborty: শহরের বুকে একের পর এক খুন! রহস্য সমাধানে আসছেন টোটা, শান্তনু, অনির্বাণ
নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য দারুন খবর। আপাদমস্তক রহস্যে মোড়া ঘটনা নিয়ে আসছে চালচিত্র। আজ, মহালয়ার দিন প্রকাশিত হয়েছে তারই টিজার। ৪০ সেকেন্ডের টিজার গল্প বলে গিয়েছে কলকাতার বুকে ঘটে চলা একের পর এক খুনের। পুজোর আগেই একের পর এক মেয়ের খুনের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। এই ঘটনার তদন্তে নামবে পুলিশ বাহিনী। এই শহরে নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে তৈরী হয়েছে এই গল্প।
সদ্য মুক্তি পাওয়া এই ছবির টিজারে এক ঝলক দেখা গেল সমস্ত চরিত্রদের। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও ইন্দ্রজিৎ বসু (Indrajit Basu)-কে। একটি রহস্যময় চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক। এছাড়াও এই সিরিজে রয়েছেন স্বস্তিকা দত্ত, রাইমা সেন, তনিকা বসু ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়। ছবিতে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।
প্রথমে শোনা গিয়েছিল এই ছবি মুক্তি পাবে পুজোয়। তবে না, প্রীতম ডি গুপ্তর পরিচালিত ছবি 'চালচিত্র' (Chaalchitro) দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। শোনা যাচ্ছে, এই ছবিটি ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক ও প্রযোজকের।
এ প্রসঙ্গে পরিচালক প্রীতম ডি গুপ্ত বলছেন, ''বর্তমানে যা সিরিজ ও সিনেমা তৈরি হচ্ছে, তার অধিকাংশই থ্রিলার। আর সেই কারণেই বর্তমান সময়ে দাঁড়িয়ে থ্রিলার বানানো যেমন চ্যালেঞ্জিং, তেমনই আগুন নিয়ে খেলা। আমি চেষ্টা করেছি দর্শকদের এমন একটা ছবি উপহার দিতে যেটা দর্শকদের থ্রিলারের সঙ্গে বিভিন্ন আবেগের একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। আজ মহালয়া। মা দুর্গার যেমন ঘরে আসার দিন গোনার অপেক্ষা.. 'চালচিত্র'-ও তেমনই দর্শকদের মধ্যে পৌঁছে যাওয়ার অপেক্ষা।''
একইসঙ্গে এদিন পরিচালক তার সোশ্যাল মিডিয়াতে ছবির টিজার শেয়ার ক্যাপশনে লিখেছেন, 'আজ শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা। সেই ঢাকের বোলে চণ্ডি পাঠে শুরু হচ্ছে আমাদের ছায়াছবি চালচিত্রের যাত্রা। রইল টিসার। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিন।'
Bollywood New Movie: কিংয়ের খলনায়কের পরিচয় ফাঁস করলেন বিগ বি
নিউজ ডেস্ক: সিনেপ্রেমীদের জন্য বড় খবর। এবার শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি কিং-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ছেলে সম্পর্কে এই বড় আপডেট দিলেন বিগ বি (Amitabh Bachchan)। এদিনের পোস্টে অমিতাভ বচ্চন জানালেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে জুনিয়র বচ্চনকে।
বলিউড তারকা অমিতাভ বচ্চন সম্প্রতি জানিয়েছেন যে তাঁর ছেলে, অভিষেক বচ্চনের পরবর্তী প্রজেক্ট শাহরুখ খানের সঙ্গে। তাঁদের একসঙ্গে নতুন ছবি 'কিং'-এ দেখা যাবে। যদিও এই ছবি সম্পর্কে কোনওরকম কোনও ঘোষণাই এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এদিন পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন যে, ''কিং' ছবির কাস্টিংয়ে যোগ দেবেন অভিষেক। আরও বড় খবর, সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। শুভেচ্ছা অভিষেক... সময় এসে গিয়েছে!!!'' অর্থাৎ এবার মুখোমুখি শাহরুখ ও অভিষেক।
আসন্ন সিনেমা কিং একটি আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা ছবি (Bollywood New Movie) হতে চলেছে। আগেই জানা গিয়েছিল, ছবিটির পরিচালনা করবেন কাহানি ছবির পরিচালক সুজয় ঘোষ। অন্যদিকে ছবিটির প্রযোজনা করবেন পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এবার জানা গেল এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানও। বড়পর্দায় এই ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে বিশেষভাবে চরিত্রটি নির্মান করা হয়েছে। এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় থাকছেন সুহানা। অন্যদিকে একজন মাফিয়ার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
একের পর এক ওয়েব সিরিজ আর ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন অভিষেক বচ্চন। নিজেকে চরিত্রের খাতিরে বারবার ভেঙেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের গুজবে কান না দিয়ে আবারও নতুন চরিত্রের পথে এগিয়ে গিয়েছেন অভিষেক। এর আগে একসঙ্গে শাহরুখ খান ও অভিষেক বচ্চন 'কভি অলভিদা না কহেনা' ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে কাজ করেছেন। তবে এবার 'কিং' ছবির (Bollywood New Movie) খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।