Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

new town

Bhupatinagar NIA Investigation: ভূপতিনগরকাণ্ডে সোমেই তৃণমূলের ৩ নেতাকে তলব NIA-র


নিউজ ডেস্ক: এবার ভূপতিনগরের বোমা বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত স্থানীয় তিন তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। ওই তিন তৃণমূল নেতা মানবকুমার পইড়্যা, সুবীরকুমার মাইতি এবং নবকুমার পন্ডাকে সোমবার এনআইএর নিউ টাউনের অফিসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে স্থানীয় সূত্রে খবর, যে তিন জনকে তলব করা হয়েছে তাঁরা তিনজনই পলাতক।

প্রসঙ্গত শনিবারের পর রবিবারও ওই এলাকায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারুয়াবিলা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায় NIA। প্রায় ৫০ জন জওয়ান নিয়ে কেন্দ্রীয়বাহিনীর একটি বড় দল অভিযান চালায় এদিন। সূত্রের খবর, ভূপতিনগরকাণ্ডে NIA র স্ক্যানারে উঠে আসে এই তিন তৃণমূল নেতার নাম।

উল্লেখ্য এর আগে ভূপতিনগরকাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। তবে বলাইচরণ এবং মনোব্রতকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁরা বলাই এবং মনোব্রতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে দাবি এনআইএ আধিকারিকদের। এর পরেই এনআইএর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এতে এক আনআইএ আধিকারিক আহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। একে অপরের দিকে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল এবং বিজেপি।

Sweta Chakrabory | 14:06 PM, Mon Apr 08, 2024

New Town Body Discovered: নিউটাউনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

নিউজ ডেস্ক: নিউ টাউনের কাছে রহস্যময় ট্রলি ব্যাগ উদ্ধার। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। নিউটাউনের কারিগরি ভবনের পিছনে জলাশয়ের পাশ থেকে উদ্ধার হল রক্তাক্ত ট্রলি ব্যাগ। ঘটনা নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানা ও পোলেরহাট থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে। কে বা কারা ঐ ট্রলি রেখে পালালো ইতিমধ্যেই তার তদন্তে নেমেছে পুলিশ। রাস্তার পাশে একটি ট্রলি ব্যাগ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধারের পর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। ঘটনার সত্যতা জানতে রাস্তার সিসিটিভিও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে ট্রলি ব্যাগটি তালাবন্ধ অবস্থায় রাস্তার ধারের নালায় ফেলে দেওয়া হয়েছিল। শনিবার সকালে তা দেখতে পান স্থানীয় কর্মীরা। ব্যাগের ভিতর থেকে রক্ত চুঁইয়ে পড়ছিল বলে জানান তাঁরা। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রৌঢ়ের দেহ। ব্যাগের ভিতর দেহটি ভরে নালায় ফেলে যাওয়া হয়েছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতর প্রৌঢ়ের দেহের সম্পূর্ণ অংশই ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকেই রক্ত বেরোচ্ছিল। তবে ওই প্রৌঢ়ের পরিচয় এখনও জানা যায়নি।

Sweta Chakrabory | 11:58 AM, Sat Mar 23, 2024
upload
upload