Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

nisith pramanik

Nisith Pramanik: নিজের কেন্দ্রে ভোট দান সারলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক

 নিউজ ডেস্ক: সকাল থেকেই ভোটদান(Lok Sabha Election 2024) প্রক্রিয়া চলছে উত্তরের তিন আসনে। ইতিমধ্যেই নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার(Cooch Behar) লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিক(Nisith Pramanik)। এদিন উচ্চ বিদ্যালয়ের ৭/২০৬ নং বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী। সকাল থেকে দেখা না গেলেও বেলা বারোটায় পর তাঁকে দেখা গেল বাড়ির বাইরে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন তিনি।

শুক্রবার ভোটদান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, "তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করছে। বহু জায়গায় দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। আমাদের এখানকার মানুষ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। তাই গণপ্রতিরোধ গড়ে উঠেছে।"

উল্লেখ্য, অন্যদিকে সকাল থেকেই রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে(Udayan Guha)। প্রার্থী না হওয়া সত্ত্বেও উপদ্রুত এলাকাগুলিতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে উদয়ন গুহকে।

 উদয়ন গুহ প্রসঙ্গে বিজেপি(BJP) প্রার্থী বলেন, "আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলাম, উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে। উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন কর্মীদেরকে প্রভাবিত করছেন, উদয়ন গুহ উস্কানিমূলক বার্তা দিয়ে আসছেন, তাই সংবাদমাধ্যমের ওপর হামলা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যত দিন তৃণমূল আছে, হিংসা হবে। তবে এবার জনগণই প্রতিরোধ করছে। ভোট কিছুটা শান্তিপূর্ণ হচ্ছে। তবে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রিত হলে আরও শান্তিপূর্ণ ভোট হত। উদয়নকে গ্রেফতার করা উচিত।"

তিনি আরও বলেন,তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

Sweta Chakrabory | 14:56 PM, Fri Apr 19, 2024

Lok Sabha Election 2024: এবার গ্রাউন্ড জিরো থেকে কোচবিহারের ওপর সরাসরি নজর দুই বিশেষ পর্যবেক্ষকের

  নিউজ ডেস্ক: অবশেষে ভোটের ময়দানে যুদ্ধ শুরু হতে চলেছে শুক্রবার থেকে। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কোচবিহারে। তবে একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এবার বাড়তি নিরাপত্তার জন্য কোচবিহারকেই(Coochbehar) পাখির চোখ করছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ভোটগ্রহণ পর্বের দিন সেখানেই দুই বিশেষ পর্যবেক্ষক(Special Observers) রাখছে নির্বাচন কমিশন।

 একুশের বিধানসভা ভোটের সময় তপ্ত হয়েছিল কোচবিহার। এবারও লোকসভা ভোটের আগে নিশীথ-উদয়ন দুই দলের প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা লেগে রয়েছে। তাই অনেকেই মনে করছেন এমন অবস্থায় এবার গ্রাউন্ড জিরোয় থেকে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা। বর্তমানে সময় বদলেছে। আর সময়ের সাথে বদলেছে পরিস্থিতিও। আগে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষকরা ভোটের দিন দূর থেকেই অপারেশন করতেন। তবে এবার প্রথম ভোটগ্রহণ(Lok Sabha Election 2024) পর্বের দিন জেলায় হাজির থাকছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা।

সূত্র মারফত জানা গেছে, ভোটের দুদিন আগে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকবেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। তারপর ভোটগ্রহণের দিন কোচবিহারে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ওই দুই বিশেষ পর্যবেক্ষক। প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক(Nisith Pramanik)। সেবার তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। এমনকী একুশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রের পাঁচটি বিধানসভা কেন্দ্র দখলে রাখতে সফল হয়েছিল বিজেপি(BJP)। তাই এবারেও বিজেপির বিশ্বাস উত্তরবঙ্গে তাদের গড়ে ছক্কা হাঁকাবেন নিশীথ প্রামাণিক।

উল্লেখ্য, রাজবংশীদের ভোট যেদিকে যাবে,কোচবিহার লোকসভা কেন্দ্রে সেই দলই জিতবে। এমন একটা সমীকরণ হয়ে রয়েছে এখানে। আর এই রাজবংশী সম্প্রদায়কে কাছে টানতে কোনও খামতি রাখছেনা তৃণমূল-বিজেপি দুই শিবির। রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রী করে এবং অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি(BJP)। ফলে বোঝাই যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে নিশীথের ওপরেই ভরসা করে আছে বিজেপি।

Sweta Chakrabory | 11:30 AM, Thu Apr 18, 2024

Dinhata: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় ৫০ জনের নামে অভিযোগ দায়ের, গ্রেফতার পাঁচ

বিবার রাতে কোচবিহার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর চালানো এবং আক্রমণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোতোয়ালি থানায় ৫০ জনের অভিযোগ করা হয়। অভিযুক্তের তালিকায় প্রথম নাম কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন জানান, “তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে

রবিবার রাতে পুনরায় কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহের সাথে সরাসরি সংঘর্ষ এর ঘটনা ঘটে নিশীথ প্রামাণিকের সমর্থকদের। দুটি কনভয় প্রচার সেরে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি হরিণচড়া এলাকায় মুখোমুখি হলে তাদের মধ্যে ফের সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় জনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে অভিযোগ উদয়ন বাবুর গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে। এই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। এদিন সকাল থেকে দফায় দফায় ধিক্কার মিছিল এবং আন্দোলনে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাতেই গোটা বিষয়ে খোঁজখবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার কোচবিহারে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সঙ্গে বৈঠক হয় তার।

কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলে, “আমরা লিখিতভাবে যারা আক্রমণকারী এবং যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। আমরা পুলিশ এবং প্রশাসনের উপরে আস্থা রাখছি। সঠিক বিচার আমরা পাব

উদয়ন গুহ বলেছেন, “হুডখোলা গাড়িতে করে নিশীথ ছিল। ওর ইঙ্গিতেরি এই ঘটনা হিল। দ্বিতীয়বার হল। আমাকে যেন ও প্রাণে মারতে চাইছে বলে মনে হচ্ছে”।

প্রসঙ্গত ১৯ মার্চ দিনহাটায় মুখোমুখি চলে এসেছিলেন উদয়ন গুহ এবং নিশীথ প্রামানিক। সেবার দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনলেও বিজেপি কর্মীরা সেদিন একটু হলেও ব্যাকফুটে ছিলেন। আক্রামক ভঙ্গিতে ছিলেন উদয়ন। তাঁকে ও নিশীথকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার ভিডিও দেখা গেছিল। কিন্তু এদিন কার্যত মুষড়ে পড়েছিলেন উদয়ন। বিজেপি নেতাদের কটাক্ষ ময়দান হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরেই হাল ছেড়ে দিচ্ছেন উদয়ন। ওনাকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছিলেন নিশীথকে ঠাকনোর জন্য। উনি সেটা না পারলে মন্ত্রিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে।    

Sweta Chakrabory | 14:31 PM, Mon Apr 01, 2024

Dinhata Clash Update: দিনহাটায় সংঘর্ষের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল 

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বনাম রাজ্যের মন্ত্রীর সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিকদের মুখোমুখি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, “ গতকালকের যে ঘটনা বিজেপি ঘটিয়েছে তা ন্যাক্কারজন। শুধু রাজনৈতিক বা পুলিশকে আক্রান্ত করাই নয় সাধারন মানুষদের আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত প্রতিমন্ত্রী তথা বর্তমান বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামানিক। সেই সঙ্গে রয়েছেন শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ অন্যান্যরা। নিশীথের সরাসরি নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুধুমাত্র দলীয় কর্মীরা নন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ঘটনায় গুরুতর আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতির উত্তপ্ত। বুধবার সকাল থেকে চব্বিশ ঘন্টার বন্ধ পালন করছে দিনহাটায়। ইতিমধ্যেই শুনশান দিনহাটা।

 বলাবাহুল্য,এই ঘটনার পর বুধবার সকাল থেকেই দিনহাটায় বন্ধ দোকানপাট। বৃষ্টি ভেজা সকালে থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ এর উপস্থিতি চোখে পড়েছে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের একবার শিরোনামে দিনহাটা। উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত ১০ টায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিজেপির অভিযোগ ছিল দিনহাটা শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, ছোড়া হয় পাথর গুলি বোমা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা। দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয়, আহত হন দুই পক্ষের বেশ কিছু কর্মী। জেলা বিজেপি সভাপতি আক্রান্ত হন, তার চোখে আঘাত লাগে। আহত হন তৃণমূল কংগ্রেসের চারজন কর্মী। নিজেদের কর্মীদের বাঁচাতে তেরে আসেন দুই মন্ত্রী নিশীথ প্রামানিক উদয়ন গুহ।  ক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ, লাঠি আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের। তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

উল্লেখ্য ঘটনার পরেই দিনহাটা মহাকুমা জুড়ে ২৪ ঘন্টা বন্ধ এর ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। টানটান উত্তেজনা এবং কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর।

পাল্টা নিশীথ বলেন, “ এই ঘটনা নিন্দনীয়। ধিক্কার জানাই। আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা ফিরে আসার সময় দেখি তৃণমূলের একটা কার্যক্রম চলছে। আমরা পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা আক্রমণ করে। ওদের সঙ্গে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ছিল। আমার কনভয় এগিয়ে যাওয়ার পর পিছন থেকে হামলা করেছে ওরা। আমার গাড়িতেও হামলা হয়েছে। দিনহাটার বিধায়ক বারংবার আক্রমণ করছেন। উদয়ন গুহ তার সঙ্গী সন্ত্রাসীদের উপর হামলা করে আমাদের উপরেই কেস করেছেন। এটা গণতান্ত্রিক দেশে বেশি দিন চলতে পারে না”।  

Editor | 13:23 PM, Wed Mar 20, 2024

Dinhata Clash: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাতে নিগৃহীত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 

প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই সময় তার উপর কর্মী সমর্থকদের নিয়ে তেড়েযান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এর পর দুই পক্ষের এবং তাঁদের নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মাথা ফাটে এক যুবকের। এমনটাই অভিযোগ উঠ মঙ্গলবার। রাত আনুমানিক দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে সাহেবগঞ্জ রোডে দিনহাটার পৌর প্রধান গৌরী শংকর মহেশ্বরীর বাড়িতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠান শেষ করে তিনি গাড়িতে উঠে বাড়ির দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসছিল বিজেপি প্রার্থীর কনভয়। কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তার গাড়িতে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। দাঁড়িয়ে যান নিশীথ প্রামাণিক ও তার সঙ্গীরা। কনভয় থামিয়ে কেন্দ্রীয় বাহিনী সামনে উদয়ন গুহ তেড়ে যান দলবল নিয়ে এমনটাই অভিযোগ করেছেন নিশীথএর পর শুরু হয়ে যায় ধস্তাধস্তি। কর্মী সমর্থকরাও হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠছে। ঘটনায় তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি। এই ধুন্ধুমার ঘটনায় আবার খবরের শিরোনামে দিনহাটা। লোকসভা নির্বাচনে শুরুতেই উদয়ন গুহর সাথে বিভিন্ন বাক বিতন্ডায় জড়িয়ে ছিলেন নিশীথ। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়েছিল দিনহাটার বিভিন্ন এলাকা। আজ মুখোমুখি সংঘর্ষে মূলত কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসএদিনের ঘটনারজন্য উদয়ন গুহকেই দায়ী করেছেন নিশীথ। তার অভিযোগ এলাকায় তৃণমূলের ভরাডুবি হবে বুঝে লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যাতে পুলিশকে চাপ দিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া হয়।  এই ঘটনার পর থেকেই দিনহাটায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Editor | 12:43 PM, Wed Mar 20, 2024
upload
upload