Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

nizam palace

Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি! শাহজাহান না থাকলেও দাপট চলছে শাহজাহান অনুগামীদের

নিউজ ডেস্ক: সন্দেশখালিতে ফের ক্ষোভের আগুন। শাহজাহান না থাকলেও শাহজাহান অনুগামীদের দাপট চলছে সন্দেশখালিতে। স্থানীয় মহিলাদের ওপর শাহজাহান অনুগামীদের অত্যাচারের অভিযোগ। একই সঙ্গে সন্দেশখালিতে একাধিক জমি দখলের অভিযোগ বাসিন্দাদের।

৫ জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার ফের সরবেড়িয়া এলাকার শাহজাহান অনুগামীদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব সিবিআইএর।

Sweta Chakrabory | 16:14 PM, Thu Mar 28, 2024

Narada Case: ফের কলকাতায় ম্যাথু স্যামুয়েলকে তলব CBI-এর

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে নারদকাণ্ডে (Narad Scam) নতুন করে তৎপর সিবিআই । আবারও একবার ম্যাথ্যু স্যামুয়েল কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ৪ এপ্রিল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ ম্যাথ্যুকে।

সিবিআই সুত্রে খবর, নারদকাণ্ডে নতুন করে কিছু তথ্য প্রমাণ মিলেছে। আর তারই সূত্র ধরে স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেও কলকাতায় তাঁকে তলব করেছিল সিবিআই। যদিও সেবার তিনি হাজিরা দেননি।

তবে ভোটের ঠিক ১৫ দিন আগে হঠাৎ নারদ মামলায় সিবিআইয়ের তৎপরতা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটের ঠিক আগে প্রকাশ্যে আসে নারদকাণ্ড। সংবাদ মাধ্যম তেহেলকার প্রাক্তন সম্পাদক ম্যাথু স্যামুয়েলের নেতৃত্বে নারদ স্টিং অপারেশন চালানো হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। গোপন ক্যামেরায় তোলা ভিডিওয় টাকা নিতে দেখা গিয়েছিল সাংসদ মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, শুভেন্দু অধিকারী, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ইকবাল আহমেদকে। ২০১৪ সালে তোলা সেই ভিডিয়োটিই ২০১৬ সালে প্রকাশ্যে আসে।

Sweta Chakrabory | 11:55 AM, Wed Mar 27, 2024

Chandranath Sinha: এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির 

নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির। বুধবারই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে চন্দ্রনাথ সিনহার যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া নিয়োগ দুর্নীতিতে কেমন করে মন্ত্রী জড়িত তাও জানতে চায় ইডি অফিসাররা।

প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরের তৃনমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাডিতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির ভিত্তিতে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি তদন্তকারী সংস্থার। টানা ১৪ ঘণ্টা তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল। সেই মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হল। তবে মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে পাঠালেও হবে বলে ইডি-র নোটিসে জানানো হয়েছে৷

উল্লেখ্য ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছন। তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এর পর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন।

Sweta Chakrabory | 15:25 PM, Tue Mar 26, 2024
upload
upload