Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

north 24 paraganas

Santanu Thakur : বাইক মিছিলের মাধ্যমে প্রচার শুরু শান্তনু ঠাকুরের

নিউজ ডেস্ক : বনগাঁয়(bangaon) হুডখোলা জিপে ভোট প্রচার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের(Santanu thakur )। সঙ্গে রয়েছেন জেলা সভাপতি দেবদাস মন্ডল । লোকসভা ভোটের(lok sabha election 2024) বাকি আর কয়েকটি দিন। শাসক হোক বা বিরোধী সব রাজনৈতিক দলগুলিরই প্রস্তুতি একেবারে তুঙ্গে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। রোজই চলছে ভোট প্রচার। এবারের লোকসভা ভোটে, পশ্চিমবঙ্গের ওপর বিশেষ নজর রেখেছে বিজেপি। তাই ভোট প্রচারে ও কোন অংশে পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরা। এবার জনসংযোগ বাড়াতে ভোট প্রচারে(election campaign) বেরিয়ে পড়েছেন শান্তনু ঠাকুরও।

 ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী(BJP candidate) শান্তনু ঠাকুর(Santanu thakur ), এদিন বনগাঁ মতিগঞ্জ থেকে একটি বাইক মিছিলের মাধ্যমে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মাথায় পাগড়ী পড়ে জিপের সামনের সিটে বসেন শান্তনু। অন্যদিকে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন বনগাঁ জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল(Debashis Mondal)। আর গাড়ির পিছনে কয়েশো বাইক নিয়ে কর্মী সমর্থকরা। মতিগঞ্জ থেকে বাগদা পর্যন্ত এই প্রচার মিছিল হবে।

এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে আসার খবর পেয়ে বনগাঁ পাইকপাড়ায় মহিলারা তাঁকে স্বাগত জানাতে হাতে ফুলের থালা ও মালি নিয়ে দাড়িয়েছিলেন। এরপর পাইকপাড়ায় শান্তনুর মিছিল পৌছাতেই শঙ্খ বাজিয়ে পুষ্প বৃষ্টি শুরু হয়ে। মহিলারা মালা পড়িয়ে বরন করেন শান্তনুকে।

এদিন প্রচারের(election campaign) সময় শান্তনু ঠাকুর বলেন,"জেতার ব্যাপারে ২০০ শতাংশ আশাবাদী।" স্লোগান দিয়ে বলেন,আপকি বার দুশ বাইশ আপকি বার ২ লাখ ২২ পার।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস(Biswajit das)। অর্থাৎ বিশ্বজিৎ দাসের প্রতিপক্ষ হয়েই এবারের লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামবেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের পাশাপাশি প্রচারের ময়দানে পিছিয়ে নেই কিন্তু বিশ্বজিৎ দাসও। ভোটের শেষ মুহূর্তে প্রচার চালাচ্ছেন তিনিও। বনগাঁয় ২০ মে পঞ্চম দফার ভোট। আর ৪ জুন ভোটের ফল(election result) প্রকাশের পরেই জানা যাবে জিত কার।

Sweta Chakrabory | 11:00 AM, Fri Apr 05, 2024

Bhabanipur Murder:নিমতায় জলের ট্যাঙ্কের নীচ থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ! খুনের অভিযোগ বিজনেস পার্টনারের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা। উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায় জলের ট্যাঙ্কের নীচ থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ। বস্তাবন্দি করে রাখা হয়েছিল ওই ব্যাক্তির দেহ। ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে, তার ‘বিজনেস পার্টনারে’র বিরুদ্ধে। নিহত ব্যবসায়ীর নাম ভাবো লাখানি। ভবানীপুরের বাসিন্দা তিনি। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ রেখে রাতারাতি পাঁচিল তোলা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্ত ও সুমন দাস নামে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে ওই মৃত ব্যাক্তি পরশু বাড়ি থেকে স্ত্রীকে বলে বেরিয়েছিলেন ব্যবসার কাজে। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি। এরপর মঙ্গলবার ওই ব্যবসায়ীর স্ত্রী ভবানীপুর থানায় মিসিং ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভবানীপুরের ওই ব্যবসায়ীর মোবাইল ফোন উদ্ধার করে বিডন স্ট্রিট থেকে। সেই ফোনেরই সূত্র ধরে পুলিশের হাতে তথ্য আসে। জানতে পারে মোবাইলের শেষ কথা হয় ব্যবসায়ীর নিমতার বন্ধুর সঙ্গে। এরপর বুধবার সকালেই তাঁর বাড়িতে হানা দিতেই উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ।

পুলিশ সূত্রে খবর, যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, তার মালিক মৃত ব্যবসায়ীর পরিচিত। তাঁরা একসঙ্গে ব্যবসা করতেন। অভিযুক্তের সঙ্গে তাঁর ওষুধের ব্যবসা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, ব্যবসায়িক শত্রুতার জেরে ৫০ লক্ষ্য টাকার দেনা পাওনার জেরেই খুন। ব্যবসায়ীকে নিমতায় ডেকে এনে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করে জলের ট্যাঙ্কের নীচে দেহ ঢুকিয়ে রাখা হয়। পুলিশ জানিয়েছে, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রমাণ লোপাট করতে বাইরে পাঁচিল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হয়। লালবাজার সূত্রের খবর, ঘটনার খবর পেয়েই গোটা বিষয়টি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে খতিয়ে দেখতে শুরু করেন। তার সঙ্গে বালিগঞ্জ থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্তে সামিল ছিল। ।

Sweta Chakrabory | 12:38 PM, Wed Mar 13, 2024
upload
upload