Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

oldest voter

Oldest Voter: ১৮ তম লোকসভা নির্বাচনে বাংলার প্রবীণতম ভোটার কে জানেন?

নিউজ ডেস্ক: বিরল ইতিহাস গড়ল সুন্দরবন(sundarban), বয়স ১১৪ বছর। আগামী ১ জুন ১৮ তম লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করবেন ১১৪ বছরের প্রবীণ বৃদ্ধা হাজারী সরদার। জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার(Oldest Voter ) হাজারী দেবী। ১১৪ বছরের বৃদ্ধা ভোটার হাজারী সরদারকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন খোদ বিডিও।

১১৪ বছর বয়স্কা বৃদ্ধা হাজারী দেবীর কথা জানতে পেরেই তাঁর বিধানপল্লির বাড়িতে হাজির হয়েছিলেন বাসন্তীর বিডিও(BDO) সঞ্জীব সরকার। তিনি বৃদ্ধাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘায়ু কামনা করেন।

বয়স শুনে বোঝাই যাচ্ছে হাজারী দেবী পুরনো আমলের লোক। দেশকে স্বাধীন হতে দেখেছেন তিনি। তার আগে দেখেছেন ইংরেজদের রাজত্বও। জানা গেছে হাজারী দেবীর জীবন দশায় তিনি মোট ১০ বার পঞ্চায়েত নির্বাচন, ১৭ বার বিধানসভা নির্বাচন এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার ১ জুন ১৮ তম লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন হাজারী দেবী।

বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার বিধানপল্লীর বাসিন্দা শতায়ু এই বৃদ্ধার জন্ম ১৯১০ সালে পরাধীন ভারতে। বর্তমান তাঁর বয়স ১১৪ বছর। স্বামী বল্লভ সরদার অনেক আগেই প্রয়াত হয়েছেন। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল জানিয়েছেন, "হাজারিদেবী ইংরেজ শাসন দেখেছেন। দেশকে স্বাধীন হতে দেখেছেন। তিনি সমস্ত নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা এক বিরল ঘটনা।"

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, "আমার বিধানসভা এলাকায় ১১৪ বছর বয়স্কা এক বৃদ্ধা ভোটার(Oldest Voter ) রয়েছেন। এটা আমার গর্ব। এবার ১৮ তম লোকসভা নির্বাচনেও তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন।"

উল্লেখ্য গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর ও মগরাহাট পূর্ব বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এর মধ্যে বাসন্তী বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লক্ষের বেশি। তার মধ্যেই জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার (voter)হাজারী সর্দার।

অন্যদিকে দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও খোঁজ মিলল প্রবীণতম আরেক বৃদ্ধার। সম্প্রতি কোচবিহার জেলার ভোটার তালিকার প্রবীণতম মানুষগুলির নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই তালিকার মধ্যে থাকা প্রথম নামটি হল কুমুদিনী বর্মনের। তাঁর বয়স ১১৪ বছর। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের খলিসামারি অঞ্চলের জটামারি গ্রামের বাসিন্দা এই মহিলা। এই বয়সে এসেও তিনি রীতিমত হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন। আর চলতি বছরের লোকসভা নির্বাচনে তিনি বুথকেন্দ্রে গিয়ে ভোটও দেবেন।

কিন্তু স্বাধীনতার আগের মানুষ হওয়ায় জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার(Oldest Voter ) হাজারী দেবী ও কোচবিহার ভোটার কুমুদিনী বর্মনের মধ্যে কে প্রবীণতম তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

Sweta Chakrabory | 12:01 PM, Tue Apr 09, 2024
upload
upload