Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

paris paralympic 2024

Paris Paralympics 2024: প্যারালিম্পিকের হাই জাম্পে রুপো জয় নিষাদের, দৌড়ে ব্রোঞ্জ আনল প্রীতি


নিউজ ডেস্ক: প্যারালিম্পিক্সে এই নিয়ে ভারতের সাত নম্বর পদক জয়। টোকিয়োর পরে প্যারিস। পর পর দুই প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) পদক জিতলেন ভারতের নিশাদ কুমার। রবিবার রাতে ২.০৪ মিটার লাফিয়ে টি৪৭ ক্যাটেগরিতে দ্বিতীয় হয়েছেন তিনি। এই একই ইভেন্টে তিন বছর আগে টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। অন্যদিকে, ১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পেলেন প্রীতি পাল।

রবিবার রাতে ৩০.০১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন তিনি। প্যারিসে প্রতিযোগিতা (Paris Paralympics 2024) শুরু হওয়ার আগে নিশাদ জানিয়েছিলেন, এ বার সোনা জেতার লক্ষ্যে নামবেন তিনি। কিন্তু এ বারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়ালেন সেই টাউনসেন্ড। এর আগে টোকিয়োয় সোনা জিতেছিলেন আমেরিকার রোডেরিক টাউনসেন্ড। এ বারও সোনা জিতেছেন টাউনসেন্ড। তবে এ বার নিজের পারফরম্যান্স আরও ভাল করেছেন নিশাদ। ২.০৮ মিটার লাফিয়েছেন তিনি। টাউনসেন্ড লাফিয়েছেন ২.১২ মিটার। আর ২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন জিয়োর্জি মারগিয়েভ।

ছ’বছর বয়সে একটি দুর্ঘটনায় ডান হাত হারান নিশাদ। ঘাস কাটার মেশিনে তাঁর হাত ঢুকে যায়। তার পর থেকে এক হাতেই নিজের সব কাজ করেন নিশাদ। তবে শারীরিক সমস্যা প্রতিবন্ধকতা হতে পারেনি। তাঁকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন তাঁর মা। তিনিও রাজ্য স্তরে ভলিবল ও ডিসকাস খেলতেন। ২০০৯ সাল থেকে হাই জাম্প শুরু করেন নিশাদ। তার পর থেকে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন ২৪ বছরের তরুণ।

অন্যদিকে, এদিন মহিলাদের টি৩৫ ক্যাটিগরির ২০০ মিটার দৌড় থেকে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন প্রীতি পাল (Preeti Pal)। ৩০.০১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন তিনি। এটাই তাঁর সেরা টাইমিং। এর আগে প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিকের কোনও ট্র্যাক ইভেন্টে পদক জিতেছিলেন উত্তরপ্রদেশের এই কন্যা। এবার ইতিহাস গড়ে দ্বিতীয় পদকও (Paris Paralympics 2024) পেলেন তিনি। চলতি বছর কোবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছিলেন প্রীতি। প্যারিসেও সেই পারফরম্যান্স ধরে রাখলেন।

Sweta Chakrabory | 13:21 PM, Mon Sep 02, 2024
upload
upload