Jharkhand: ঝাড়খণ্ডে গঙ্গায় ডুবে গেল দমকলের গাড়ি,নিখোঁজ চালক
Sweta Chakra... | 18:06 PM, Sat Dec 21, 2024
Kejriwal announces ambedkar scholarship: আম্বেদকর স্কলারশিপের ঘোষণা কেজরির, দলিতদের শিক্ষায় দিলেন জোর
Sweta Chakra... | 18:00 PM, Sat Dec 21, 2024
kuwait: কুয়েত পৌঁছলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রবাসী ভারতীয়রা
Sweta Chakra... | 17:45 PM, Sat Dec 21, 2024
Mandarmoni: মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, আটক বান্ধবী
Sweta Chakra... | 16:08 PM, Sat Dec 21, 2024
Alipurduar: আলিপুরদুয়ারে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারে আগুন
Sweta Chakra... | 15:52 PM, Sat Dec 21, 2024
Murshidabad: জলঙ্গিতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, শোরগোল দক্ষিণপাড়ায়
Sweta Chakra... | 15:23 PM, Sat Dec 21, 2024
Sweta Chakra... | 13:59 PM, Sat Dec 21, 2024
Sweta Chakra... | 13:44 PM, Sat Dec 21, 2024
Sweta Chakra... | 13:39 PM, Sat Dec 21, 2024
Sweta Chakra... | 13:36 PM, Sat Dec 21, 2024
PM narendra modi visit kuwait: ২১-২২ ডিসেম্বর কুয়েত সফরে যাচ্ছেন মোদী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর
Sweta Chakra... | 18:01 PM, Fri Dec 20, 2024
Paralympics 2024: প্যারালিম্পিক্সে একই ইভেন্টে জোড়া পদক জয় ভারতের, পাঁচটি সোনা-সহ ভারতের মোট পদকসংখ্যা এখন ২৪
নিউজ ডেস্ক: এবারের প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) জয়জয়কার ভারতের। আবারও একটি সোনা এল ভারতের ঘরে। বুধবার রাতে এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতলেন ধরমবীর। একই ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের প্রণব সুরমা। এ বারের প্যারালিম্পিক্সে এই প্রথম একই ইভেন্টের প্রথম দুই স্থানে শেষ করলেন দু’জন ভারতীয়।
তবে এই ইভেন্টের (Paralympics 2024) ফাইনালে শুরুটা কিন্তু ভাল হয়নি ধরমবীরের। প্রথম চারটি ফাউল হয়। তখনও বোঝা যায়নি পঞ্চম থ্রো-তে কামাল করে দেখাবেন তিনি। নিজের পঞ্চম থ্রোয়ে ৩৪.৯২ মিটার থ্রো করেন ধরমবীর। যেই দূরত্ব আর কোনও প্রতিপক্ষ অতিক্রম করতে পারেনি। যার ফলে সোনা জয় নিশ্চিত হয়ে যায় ধরমবীরের। অপরদিকে, ভারতের অপর প্রতিযোগী নিজের দ্বিতীয় থ্রোয়ে ৩৪.৫৯ মিটার ছোড়েন প্রণব সুরমা। ধরমবীরের দূরত্ব আর অতিক্রম করতে না পারলেও রুপো জয় নিশ্চিত হয়ে যায় তাঁর। একই ইভেন্টে ভারতের জোড়া পদক জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুই অ্যাথলিট।
বুধবার রাতের এই ইভেন্টের পর প্যারিস প্যারালিম্পিক (Paralympics 2024) গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ২৪টি। তারমধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।
উল্লেখ্য, এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট (Paralympics 2024) সেই প্রতিযোগীদের জন্য যাদের শরীরের নীচের অংশ, হাত বা পায়ের নড়াচড়া সীমিত। সব প্রতিযোগীই বসে ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্লাব ছোড়ার জন্য তাঁদের কাঁধ এবং বাহুর শক্তির উপর নির্ভর করেন। হরিয়ানার সোনিপতে নিজের গ্রামে ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ধরমবীর। কোমরের নীচ থেকে বাকি অংশ অসাড় হয়ে যায়। সতীর্থ প্যারা-ক্রীড়াবিদ সারোহার পরামর্শে প্যারা-স্পোর্টসের সঙ্গে পরিচয় ধরমবীরের। অন্যদিকে, প্রণব ছোটবেলা থেকে ক্রিকেট এবং রোলার হকি খেলতে ভালবাসতেন। কিন্তু ১৬ বছর বয়সে তাঁর মাথায় এক দিন সিমেন্টের চাঙর ভেঙে পড়ে। মেরুদণ্ডে বড় চোট লাগে। তাঁরও শরীরের নীচের অংশ অসাড় হয়ে যায়। পরিবারের সমর্থন এবং ইতিবাচক মানসিকতার সাহায্যে তিনি প্যারা-স্পোর্টসে আসেন।
Paralympics 2024: চলতি প্যারালিম্পিক্সে রেকর্ড ভাঙল ভারত! পদক তালিকায় কত নম্বরে দেশ?
নিউজ ডেস্ক: সর্বকালের সবথেকে বড়, ৮৪ জনের ভারতীয় অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছিলেন। আশা ছিল প্যারালিম্পিয়ানের সংখ্যা বাড়ায় পদক সংখ্যাও বাড়বে। তৈরি হবে ইতিহাস। ঠিক তেমনটাই ঘটল প্যারিসে (Paris Paralympics 2024)। চলতি প্যারালিম্পিক্সে ২০টি পদক এসে গেল ভারতের ঘরে। এই পদকের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। পদক তালিকায় ১৯ নম্বরে রয়েছে ভারত।
তবে প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) নামার আগেই ভারতের প্যারালিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান দেবেন্দ্র ঝাঝারিয়া জানিয়েছিলেন এবার পদকের টার্গেট ২৫। টোকিওতে এসেছিল ১৯টি। সেই পারফরম্যান্স দেখার পর এবার বেশি পদকের আশা করাটা ভুল ছিল না। চলতি প্যারালিম্পিক্সে সেটার প্রমাণ মিলল।
প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) ৪ সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৩টি সোনা, ৭টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত রয়েছে ১৯ তম স্থানে। শীর্ষে রয়েছে চিন। তাদের মোট পদক সংখ্যা ১১৫। দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন, তাদের মোট পদক ৬১। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পদকের পার্থক্য অনেক বেশি।
প্রসঙ্গত, এর আগে টোকিও প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জিতেছিল। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এটিই এক মরশুমের সর্বোচ্চ পদক সংখ্যা ছিল। কিন্তু প্যারিস প্যারাঅলিম্পিক্সে (Paris Paralympics 2024)সেই রেকর্ড ভাঙল ভারত। আগামী দিনে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশাবাদী বিভিন্ন মহল। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ৫১টি পদক জিতেছে। যার মধ্যে ১২টি সোনা। ১৯টি রুপো আর ২০টি ব্রোঞ্জ রয়েছে।
দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি। তবে এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে দেশ। সেই আশা করছেন সকলে।
Paris Paralympics 2024: পিয়ানোর সুরে উদ্বোধন হল প্যারালিম্পিকের, নজর কাড়ল ভারত
নিউজ ডেস্ক: ফরাসি কিংবদন্তি প্যারা সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি ও পিয়ানোর সুরে উদ্বোধন হল প্যারালিম্পিক্সের (Paris Paralympics 2024)। এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে লা কনকর্ডে-তে হল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে চিনের বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও অভিনেতা জ্যাকি চ্যান মশাল বহন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তাঁকে স্বাগত জানান ফরাসি রাষ্ট্রপ্রধান।
ফরাসি শিল্পীদের পারফরম্যান্স, অ্যারোবেটিক্স শো, অ্যাথলিটদের প্যারেডের পর ধীরে ধীরে উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি অ্যালফাবেট অনুযায়ী প্রবেশ করল ভিন্ন দেশের প্যারালিম্পিয়ানরা। অন্য সব দেশের মত রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এবার প্যারিসে পৌঁছে গিয়েছেন ভারতের প্যারাঅ্যাথলিটরা। উল্লেখ্য, এবার প্যারালিম্পিক্সে মোট ২২টি খেলা রয়েছে। তার মধ্যে ১২টিতে অংশ নেবে ভারত। সবমিলিয়ে প্যারলিম্পিক্সে অংশ নিচ্ছে ১৬৮টি দেশ।
তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে (Paris Paralympics 2024) নজর ছিল ভারতের দিকে। হাঙ্গেরির পর প্রবেশ করে ভারতীয় অ্য়াথলিটরা। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পতাকা বইলেন সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। শাড়ি এবং পাঞ্জাবিতেই প্রবেশ ভারতীয় টিমের। সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোয়ার। টোকিও গেমসে সোনা জিতেছিলেন। এ বারও তাঁর থেকে এমনই প্রত্যাশা। আর এক পতাকা বাহক ভাগ্যশ্রী যাদব শট পাটে অংশ নেন। সব মিলিয়ে, প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। তাই এবার প্রতিযোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বাড়বে পদকের সংখ্যা, এমনটাই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দিনকয়েক আগে প্যারালিম্পিক্স (Paris Paralympics 2024) কন্টিনজেন্টের সঙ্গে ভারচুয়ালি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্যারা অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের ভারতীয় কন্টিনজেন্টকে শুভেচ্ছা জানাচ্ছে ১৪০ কোটি ভারতীয়। প্রত্যেক অ্যাথলিটের সাহস এবং দৃঢ়তা গোটা দেশের কাছে এক অনুপ্রেরণা। তাঁদের হয়ে গলা ফাটাবে গোটা দেশ।"
বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের শো দেখার অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। অলিম্পিক্স সফলভাবে আয়োজনের পর এবার প্যারালিম্পিক্স সফলভাবে সম্পন্ন করাই লক্ষ্য আয়োজক ফ্রান্সের।
PM Modi: প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পক্সের আসর, কবে থেকে শুরু?
নিউজ ডেস্ক: অলিম্পিক্স শেষ হলেও প্যারিসে ক্রীড়া উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। এ মাসের ২৮ তারিখ থেকে অলিম্পিক্সের ভেন্যু প্যারিসেই শুরু হবে প্যারালিম্পিক্সের (Paris Paralympics 2024) আসর। আর সে প্রসঙ্গেই সোমবার রাখি বন্ধনের দিনই ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভারতের প্যারা অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। উল্লেখ্য, এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত। জানা গিয়েছে ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন ।
এদিন প্রধানমন্ত্রী অ্যাথলিটদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, "আপনাদের এই প্যারালিম্পিক্সের (Paris Paralympics 2024) যাত্রা দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটি আপনাদের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। আপনাদের জয় মানেই দেশের জয়, দেশের গৌরব। ১৪০ কোটি ভারতীয় আপনাদেরকে তাদের আশীর্বাদ পাঠাচ্ছে। বিজয় ভব (আপনি বিজয়ী হোন)।'' একইসঙ্গে এদিন এই কথোপকথনে মোদি বলেন, ''ভারতীয় দল ফ্রান্সে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা সকলেই ভারতের পতাকাবাহী হিসাবে প্যারিসে যাচ্ছেন। এর আগে আপনারা যেমন এশিয়ান প্যারালিম্পিক্স এবং টোকিও প্যারালিম্পক্সে সাফল্য পেয়েছিলেন, সেভাবেই আমি চাই আপনারা সবাই এবার প্যারিসে নতুন রেকর্ড তৈরি করুন।"
এই প্রথমবার প্যারিসে প্যারালিম্পক্সের আসর বসতে চলেছে। ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে এবার মোট ৪৪০০ জন প্যারা অ্যাথলিট প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) অংশগ্রহণ করতে চলেছেন। ১১ দিন ধরে চলবে এই মেগা ইভেন্ট। প্রসঙ্গত, এবারের প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশা অনুসারে পদক জিততে পারেনি ভারত। তাই স্বাভাবিকভাবেই এবার প্রত্যাশা প্যারালিম্পিক্সকে ঘিরে। আসন্ন প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে।
এদিন ভার্চুয়াল কথোপকথনে হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল, তায়কোয়ান্দো অ্যাথলিট অরুণা তানওয়ার, শ্যুটার রুদ্রাংশ খান্ডেলওয়াল, টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল, শাটলার তরুণ ধিলোন সহ আরও কয়েকজন প্যারা-অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) কথা বলেছেন।