Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

poaching

Poacher Arrested: গন্ডার শিকারের মাস্টার মাইন্ড গ্রেফতার

অসমের কামরূপ জেলা থেকে কুখ্যাত গন্ডার শিকারি রিকোচ নার্জিনারীকে গ্রেফতার করল বনদফতর। বৃহস্পতিবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে ২০১৪ সাল থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান সহ একাধিক বনাঞ্চলে গন্ডার শিকার করেছে রিকোচ। অবশেষে তাকে গ্রেফতার করেছে বন দপ্তর। জানা গিয়েছে ১৯ মার্চ অসমের কামরূপ জেলা থেকে রিকোচকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বন দপ্তরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অবশেষে তাকে হেপাজতে নিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তাকে হেফাজতে নিয়ে আলিপুরদুয়ার আদালতে তুলেছে বন দপ্তর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান বলেন, “ গণ্ডার শিকার চিন্তার বিষয়। খবর পেয়েই আমরা আসামীকে ধরতে তৎপর হই। এবার সে ধরা পড়েছে। আমরা কোন বন্য জন্তুর শিকার বর্দাস্ত করব না। ১৯ মার্চ যৌথ অভিযানে এই অভিযুক্তকে ধরা হয়। ২০১৪ থেকে ওই ব্যক্তি বন্য প্রাণীর শিকারের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক অপরাধীদের সঙ্গে যোগসাজেশ রেখে কাজ করছিল। ও বন্দুক জোগাড় করা, মৃত পশুকে পাচার করার কাজের সঙ্গে যুক্ত। এককথায় যাকে মাস্টারমাইন্ড বলে। ওর সঙ্গে ২০১৯ সাল সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল। ও মোবাইল পরিচয় বদল করে বহু জায়গায় অস্থায়ী ভাবে থাকত। ওকে ধরা কঠিন কাজ ছিল। তবে পুলিশের সহযোগিতায় ওকে ধরা হয়েছে। যারা প্রাণী শিকারের সঙ্গে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে”।

Editor | 16:28 PM, Thu Mar 21, 2024
Tapir Recvovery: পাচার থেকে রেহাই! বনদফতর উদ্ধার করল এক অদ্ভুত জন্তু

 নিউজ ডেস্ক: কিছুটা ছাগল কিছুটা ভেড়া। অদ্ভুত দেখতে জন্তুটিকে। বনদফতর সূত্রে খবর জন্তুটির নাম “টাপির”। ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের গহন জঙ্গলে দেখা মেলে। এছাড়া  উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এর দেখা মেলে। মূলত তৃণভোজী। শাকপাতা ফল খেয়ে দিন কাটে নিরীহ প্রাণীটির। সেই প্রাণীটিক মণিপুর থেকে পাচার করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বাধ সাধল ময়নাগুড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার  ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় পাচারের আগেই আটক হল বিদেশি টাপির। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় হাইওয়ে ট্রাফিক পুলিশ এবং ময়নাগুড়ি থানার পুলিশের তরফে চেকিং প্রক্রিয়া করা হয়। সেই সময় ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির অভিমুখে একটি ইনোভা গাড়িকে আটক করেন পুলিশ। সেই সময় গাড়ির পিছনের অংশ খুলতেই উদ্ধার হয় এই বিদেশি টাপির। এরপরেই ময়নাগুড়ি থানার পুলিশ সেটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে।চালক সহ গাড়িতে থাকা আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।বন দফতর সূত্রে জানা যায়, এই উদ্ধার হওয়া বিদেশি টাপির খুবই কম দেখা যায়। এটি মূলত মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যায় বলে জানা যায়। তবে ভারতে এই প্রাণীকে দেখা যায়না বলেই খবর। সূত্র মারফত খবর, এটি মনিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

Editor | 15:39 PM, Thu Feb 15, 2024
upload
upload