Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

proposal

Sealdah Station: বদলে যাবে শিয়ালদা স্টেশনের নাম? রেলমন্ত্রীর কাছে আবেদন বিজেপির, পাল্টা কুণাল ঘোষ


নিউজ ডেস্ক: মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে বহু স্টেশন ও জায়গার নাম বদল হয়েছে। এবার সেই তালিকায় কি জুড়বে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) নাম? আসলে বুধবার শিয়ালদহ থেকে একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রী ছাড়াও রেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য প্রমুখ। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।''

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর কথায়, ''মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। দেশ ভাগের সময় সর্বস্বান্ত হওয়া মানুষ এসে ভিড় করেছিলেন শিয়ালদা স্টেশনে (Sealdah Station)। সেদিন ক্যাম্প করে স্টেশনের আশপাশে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।'' সেই কারণেই বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় স্টেশন।

তবে, বিজেপির এই দাবির বিরোধিতা করা হয় তৃণমূলের তরফে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''সমস্ত কিছুর একটা ইতিহাস আছে। দেশের বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এ বার এই রাজ্যেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদা স্টেশন (Sealdah Station) স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক।''

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়, এর আগেও শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নাম বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। আর এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ সেই দাবি তুললেন। তিনি জানিয়েছেন, 'আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন, আমি বিষয়টা দেখব।' তবে শেষ পর্যন্ত শিয়ালদহ স্টেশনের নাম বদল হয় কিনা বা হলেও কি নামকরণ করা হবে এখন সেটাই দেখার।

Sweta Chakrabory | 11:51 AM, Thu Oct 03, 2024

Farmers Reject MSP Proposal: কেন্দ্রের MSP প্রস্তাব প্রত্যাখ্যান ৫ লক্ষ কৃষকের

নিউজ ডেস্ক: এমএসপি (MSP) নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করল ৫ লক্ষ প্রতিবাদী কৃষক। পঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত এলাকায় সাংবাদিক সম্মেলন করে কৃষকরা জানান, সরকারের দেওয়া প্রস্তাবে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। ফলে তারা কেন্দ্রের এই প্রস্তাব প্রত্যাখান করছে।

কৃষকরা বলেছেন, “সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে আমরা তা খারিজ করেছি। এতে কৃষকদের কোনও লাভ হবে না। কৃষকদের উপর লুটপাট চলতেই থাকবে। সরকারের উদ্দেশ্য ঠিক নয়। কৃষকদের প্রতিবাদ করতে না দিলে, তা দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি।”

প্রসঙ্গত, এতদিন ডাল-তুলোর মতো বেশ কিছু ফসলে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হত না। তবে দেশের স্বার্থে সেই সব ফসল ফলানোর জন্যে কৃষকদের উৎসাহিত করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছিল, সেই সব ক্ষেত্রে ৫ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। তবে আন্দোলনকারী কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তাঁরা সাফ জানিয়েছেন, ২৩টি ফসলের উপরই এমএসপি চাই তাদের।

উল্লেখ্য সম্প্রতি এবিষয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। চতুর্থ দফার ওই বৈঠকে আন্দোলনকারী কৃষকদের আগামী পাঁচ বছরের জন্য শস্যের সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কেন্দ্র একটি প্রস্তাব দেয়। পীযূষ গোয়েলের সঙ্গে কৃষকদের বৈঠকে ছিলেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিত্যানন্দ রাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেন্দ্রীয় মন্ত্রীরা জানিয়েছিলেন, সরকারি সংস্থাগুলি আগামী পাঁচ বছর ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার জন্য কৃষকদের সঙ্গে চুক্তি করবে। ফসল কেনার কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। তবে কেন্দ্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আন্দোলনকারী কৃষকরা।

Sweta Chakrabory | 13:16 PM, Sat Mar 16, 2024
upload
upload