Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

protest rally

Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম! পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। একইসঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এর পরেই পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। যদিও জল কামান, কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করে নবান্নর পথে এগোচ্ছেন আন্দোলনকারীরা। নিজেদের দাবিতে অনড় প্রতিবাদীরা। তাঁদের দাবি— মুখ্যমন্ত্রীর পদত্যাগ। 'উই ওয়ান্ট জাস্টিস' বলে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।

এদিন হাওড়ার ফোরশোর রোডে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। লাঠি চালায় পুলিশ। জলকামান ব্যবহার করা হয়। তারইমধ্যে পুলিশকে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠেছে। অন্যদিকে কলকাতার মহাত্মা গান্ধী রোডেও তৈরি হয়েছে উত্তেজনা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে জলকামান ব্যবহার করা হয়। তারইমধ্যে ধর্মতলা থেকে একটি মিছিল (Nabanna Abhijan) হাওড়ার দিকে যাচ্ছে। তাতে ‘মুখ্যমন্ত্রীর ইস্তফার’ দাবি করা হয়েছে। পাশাপাশি হেস্টিংসের কাছেও চলল জলকামান। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) কাছে জলকামান ব্যবহার করা হয়েছে। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে গোটা শহর জুড়ে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়েছে।

জল কামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমন কি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ জলকামানের জল একাধিক বার শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি৷ এমন কি, একা পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা মারছেন, এমন ছবিও এ দিন ধরা পড়েছে৷ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এ দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে এর পিছনে রাজনৈতিক উস্কানির অভিযোগ আনা হয়েছিল৷ শেষ পর্যন্ত এ দিনের বিক্ষোভ হিংসাত্মক রূপই নিল৷

Sweta Chakrabory | 15:34 PM, Tue Aug 27, 2024

RG Kar Incident: ‘‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি ঘোষণা বিজেপির

নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলল বিজেপি (BJP Protest Rally)। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার এই ঘটনায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেন। কলকাতায় বিজেপির রাজ্যস্তরের নেতাদের উপস্থিতিতে হবে প্রতিবাদ কর্মসূচি। আরজি কর হাসপাতালের কাছাকাছি কোনও স্থানে মঞ্চ বেঁধে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে লাগাতার অবস্থান-বিক্ষোভ। বিজেপি সূত্রের খবর, সুকান্তর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাজির থাকবেন। স্বাভাবিকভাবে আরজি কর ইস্যুতে এই আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে এই কর্মসূচির কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে একেবারে ব্যর্থ। আমরা তাঁর পদত্যাগ চাই। শুক্রবার বেলা ১১টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন (BJP Protest Rally) কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কাজকর্ম বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবেন বিজেপির নেতা-কর্মীরা। তবে, এই প্রতিবাদ হবে প্রতীকী। শুক্রবারই বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি পর্যন্ত মোমবাতি এবং মশাল মিছিল করবে। সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী ভনতি শ্রীনিবাসন ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।’’

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে (RG Kar Incident) দোষীদের শাস্তির দাবিতে বুধবার মধ্যরাতে রাজ্যের সমস্ত প্রান্তের মহিলারা রাস্তায় নেমে সরব হয়েছিলেন। বিজেপিও এই ইস্যুকে সামনে রেখে শুক্রবার রাজ্যজুড়ে আন্দোলন (BJP Protest Rally) সংগঠিত করতে চলেছে। ফলে, শুক্রবার আরজি কর ইস্যুতে বিজেপির আন্দোলনে সরগরম হবে কলকাতার রাজপথ।

Sweta Chakrabory | 19:27 PM, Thu Aug 15, 2024

Suvendu Adhikari: শুভেন্দুর মাথায় রাম মন্দিরের প্রতিরূপ-রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা

নিউজ ডেস্ক: রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যরের জের। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দাদের সাথে টিএমসি বিধায়ক রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। টিএমসি বিধায়ক রাম মন্দির নিয়ে যে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদেই মিছিলে খালি পায়ে মাথায় রাম মন্দিরের একটি প্রতিরূপ নিয়ে মিছিলে যোগ দিয়েছিল বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারী কে দেখে বহু মানুষ জয় শ্রীরাম স্লোগান দিয়ে মিছিলে যোগ দিয়েছিল।

উল্লেখ্য কদিন আগেই রাম মন্দির নিয়ে এক সভায় বিধায়ক রামেন্দু সিনহা রায় বলেছিলেন "রাম মন্দির অপবিত্র এবং কোনও হিন্দু রাম মন্দিরে পূজা করতে যাবে না"। এ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন উত্তরপ্রদেশ বা রাজস্থানে এই মন্তব্য করলে তাকে বেঁধে ফেলা হত। কিন্তু যেহেতু তার মা মমতা, তাই ভুয়া হিন্দু পুলিশের কারণে সে রক্ষা পায়। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে সন্দেশখালির শেখ শাহাজাহানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শাহজাহানকে সমর্থন দিচ্ছেন রাষ্ট্রপ্রধান, গুন্ডা-মাফিয়াদের বাঁচাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কে যাচ্ছেন? এটা সবাই জানেন।

প্রসঙ্গত, তারকেশ্বর বিধানসভার বালিগড়ির একটি স্কুল মাঠে ব্রিগেড চলোর সমর্থনে জনগর্জন সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । সেখানেই তারকেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অপবিত্র এই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায় । ওটা শুধু একটা শো-পিস তৈরি হয়েছে ।" এরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিয়ো ক্লিপ । এরপর তা নিয়েই রাজনৈতিক ময়দানে নেমে পড়ে বিজেপি। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করে প্রতিবাদ জানান।

Sweta Chakrabory | 18:26 PM, Fri Mar 08, 2024
upload
upload