Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

puja banerjee

Puja Banerjee: মুম্বইতে প্রথম দূর্গাপুজো পূজার, প্রতিমার মুখ দেখে বিস্মিত ভক্তরা!


নিউজ ডেস্ক: বাংলার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবার মুম্বইতে শুরু করতে চলেছেন তাঁর প্রথম দূর্গা পুজো। মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলে অনুষ্ঠিত হবে এই দুর্গাোৎসব। হাজির থাকবেন নানা তারকা। এঁদের মধ্যে রয়েছেন আরও এক বাঙালি কন্যে মৌনী রায় থেকে শুরু করে কৃষ্ণা অভিষেক, অর্জুন বিজলানি সহ অনেকেই। শুধু তারকারাই নন, সাধারণেরও প্রবেশ অবাধ, সে কথাই নিজেই জানিয়েছেন পূজা।

সম্প্রতি নিজেই ভিডিয়ো করে সেই খবর প্রকাশ্যে আনলেন। জানালেন কলকাতার পুজো নিয়ে নানা আবেগের কথা। বললেন, ''‘নমস্কার, আমি পূজা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি কখনও লোহার তৈরি এমন দূর্গা দেখেছেন? কিংবা কোনও কাগজের কাপ দিয়ে তৈরি প্যান্ডেল! বা সেফটিপিন থেকে তৈরি প্যান্ডেল! দেখেননি তো! এগুলোই হয় আমাদের কলকাতায়। কারণ কলকাতা আর্টের শহর। আমি এই প্রথমবার মুম্বইতে নিয়ে এলাক, কলকাতার দূর্গাপুজোর একটা ঝলক। মুম্বই, তোমরা কি তৈরি? ৮ থেকে ১২ অক্টোবর গরেগাও-তে হতে চলেছে দূর্গাপুজো উৎসব। যেখানে থাকব আমি, আরও অনেক সেলিব্রিটি। আমাদের দূর্গা মা আপনাদের সকলের সঙ্গে দেখা করতে আসছেন এক বিশেষ রূপে। তাহলে, মুম্বই তৈরি তো! আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। জয় মা দূর্গা।''

এই প্রথম নিজ উদ্যোগে তিনি আয়োজন করেছেন দুর্গাপুজোর। স্বামীকে সঙ্গে নিয়ে নিজহাতে খুঁটিপুজো থেকে শুরু করে কেনাকাটা, মূর্তিবাছাই, আমন্ত্রণ পর্ব কিছুই বাদ যায়নি পূজার পুজোর তালিকা থেকে। একদিন আগেই মায়ের মুখ দর্শকের জন্য উন্মোচন করেছেন তিনি। যদিও এর পরেই সামাজিক মাধ্যমে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। না, পূজার পুজোয় মায়ের দশ হাত নেই– তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। আবার কারও মতে মায়ের মুখের যে তেজ, যে দৃপ্তভঙ্গী তাও নাকি ফুটে ওঠেনি এই ক্ষেত্রে। যদিও এই মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকেই। পাল্টা যুক্তি দেখিয়ে তাঁরা বলছেন, “দুর্গা মানেই কি তিনি শুধু অসুরবিনাসকারী, তিনি যে মা, মমতারও প্রতীক।” একইসঙ্গে পূজার পাশে দাঁড়িয়ে তাঁরা বলছেন, “মুম্বইয়ে থেকেও নিজের শিকড় ভুলে যাননি পূজা! এই বা কম কীসে?”

Sweta Chakrabory | 18:12 PM, Sat Oct 05, 2024
upload
upload