Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

puja donation

Durga Puja Donation: আজ থেকে শুরু পুজোর অনুদান দেওয়া, আরও ২ ক্লাব ফেরাল টাকা


নিউজ ডেস্ক: মঙ্গলবার থেকে পুজোর অনুদান দেওয়া হবে বলে সোমবারই নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে অনুদান (Durga Puja Donation) দেওয়ার আগেই আরও দুই পুজো কমিটি জানিয়ে দিল, তারা অনুদান নেবে না। আরজি কর কাণ্ডে উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সারাদেশ। ‘বিচার চাই, বিচার দাও’ এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে কলকাতার রাজপথ। দফায় দফায় রাতদখলে নামছে মানুষ। নানাভাবে নিজেদের প্রতিবাদ দেখাচ্ছে তারা। কুমোরটুলির মৃৎশিল্পী থেকে শুরু করে টলিপাড়ার কলাকুশলীরা, বাদ যাননি কেউ। আর এই প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন ক্লাব। এর আগে অনেকেই পুজোয় সরকারি অনুদান ফিরিয়েছে। আজ আবারও সেই তালিকায় নাম লেখালো খাস কলকাতার আরও দুই ক্লাব।
সরকারের দেওয়া অনুদান (Durga Puja Donation) গ্রহণ করবে না বলে জানিয়েছে টালিগঞ্জের ৯৮ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর বাস্তুহারা সমিতির নেতাজিনগর দুর্গোৎসব কমিটি। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা অনুদান ফিরিয়ে দিয়েছে তারা। অন্যদিকে বেহালা চৌরাস্তা সবেদাবাগান ক্লাবও জানিয়ে দিয়েছে তারা সরকারি অনুদান নেবে না। পুজোতে বাজবে না গান, কোনও অতিরিক্ত আড়ম্বর নয়। এই পুজো কমিটিরও দাবি, বিচার চাই।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের একাংশ। এই আবহে প্রতিবাদ স্বরূপ বিভিন্ন ক্লাবের পুজো কমিটিগুলি পুজোর অনুদান (Durga Puja Donation) ফিরিয়ে নেবার পদক্ষেপ নিয়েছে। অনেকেই আবার ঠিক করেছে বিচার না পাওয়া পর্যন্ত অশৌচ পালন করবে তারা। দেবে না পুজোর চাঁদা, কিনবেন নতুন জামাকাপড়। এ প্রসঙ্গে সোমবার, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বসে প্রথমে পুজো কমিটিগুলির সম্বন্ধেই কথা বলেছেন। নবান্নে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে যেসব পুজো কমিটি অনুদান নিতে চায় না, তাদের বাদ দিয়ে সেই অনুদান অন্য পুজো কমিটিগুলিকে দিয়ে দেওয়া হোক।
যদিও নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, আরও বেশ কিছু পুজো কমিটি অনুদানের (Durga Puja Donation) আবেদন করেছে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে। তিনি জানান, মঙ্গলবার থেকেই টাকা দেওয়া শুরু হবে। এ প্রসঙ্গে মমতা বলেন, “কেউ যদি না নেয় তাহলে তাঁদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে। তাঁদের স্বাগত।” তিনি আরও বলেন যে, “শোক ভুলে সবাই পুজোর আনন্দে সামিল হন। এইবার পুজো কমিটির এক্সট্রা কিছু অনুরোধ আছে। যতটা সম্ভব করেছি।”

Sweta Chakrabory | 16:10 PM, Tue Sep 10, 2024

RG Kar Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এবার দুর্গাপুজোর অনুদান ফেরাল কলকাতার ক্লাব


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদের (RG Kar Protest) জের। হুগলির চারটি ক্লাবের পর এবার খাস কলকাতার নামজাদা ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবে না বলে জানিয়ে দিল। সম্প্রতি গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক'জন’ ক্লাব লিখিত বিবৃতি দিয়ে জানাল তাঁদের সিদ্ধান্তের কথা। ক্লাব কর্তৃপক্ষের সাফ দাবি আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদান নিচ্ছে না। তাঁদের একমাত্র দাবি আর জি করের নির্যাতিতার সুবিচার।

এ প্রসঙ্গে জনপ্রিয় এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছেন নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে এই অনুদান প্রত্যাখ্যান করছেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা দেখলাম মাকে আনার জন্য সরকার ৮৫ হাজার টাকা করে দিচ্ছে, কিন্তু বিসর্জনের জন্য ১০ লাখ টাকা। সবাই আলোচনা করে ঠিক করেছি এই অনুদান আমরা নেব না।’’ একইসঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট বলেন, “প্রতিবছর আমরা মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি। তবে এ বছর আমরা নির্যাতিতার বিচার চাই। একজন মহিলাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে (RG Kar Protest) আমার এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

আসলে প্রতিবছর রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করা হয়। প্রতিবছর ধাপে ধাপে বেড়েছে অনুদানের পরিমাণ। আগে টাকার পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। ২০২২ সালে বেড়ে হয় ৬০ হাজার টাকা। ২০২৩ সালে অনুদানের পরিমাণ আরও বেড়ে হয় ৭০ হাজার টাকা। এবছর পুজোর জন্য ক্লাবগুলো পাবে ৮৫ হাজার টাকা। পরের বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে একলক্ষ টাকা করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে এবার তিলোত্তমার সুবিচারের দাবিতে (RG Kar Protest) সেই অনুদান ফিরিয়ে দিল কলকাতার এই ক্লাব। যদিও এটাই প্রথম নয়, এর আগে হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-র বহু ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার পুজো কমিটির নাম।

Sweta Chakrabory | 18:39 PM, Fri Aug 30, 2024

NO Pujo Donation: আরজি করকাণ্ডের বিচার চেয়ে এবার পুজোর অনুদান ফেরাল ‘বৌঠান সংঘ’


নিউজ ডেস্ক: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। ঘটনার বিচার চেয়ে এবার উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি ফিরিয়ে দিল দুর্গাপুজোর অনুদান। এই নিয়ে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি রাজ্য সরকারের পুজোর অনুদান (NO Pujo Donation) ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করল। এদিন ভদ্রকালীর মহিলা পরিচালিত ‘বৌঠান সংঘ’ জানিয়ে দিল, দুর্গাপুজোর অনুদান তারা নিতে নারাজ। পুজো কমিটির প্যাডে চিঠি আকারে তা প্রশাসনের কাছে জানানো হয়েছে। এটি মূলত মহিলা পরিচালিত দুর্গাপুজো। নাম বৌঠান সঙ্ঘ। মহিলারাই মূলত এই পুজো আয়োজনের দায়িত্বে থাকেন। তবে পুজোর সরকারি অনুদান (NO Pujo Donation) পেলে জাঁকজমকটা একটু বেশি হয়। কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদে তারা সরকারি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, আমরা প্রতিবার পুজো অনুদান নিয়ে থাকি। এই বছর আরজি করের ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান নিচ্ছি না। নির্মমভাবে চিকিৎসককে নির্যাতন করে খুন করে খুন করা হয়েছে। তার বিচার চাইছি আমরা। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিটি ক্লাব বারোয়ারিকে ৮৫ হাজার টাকা করে পুজো অনুদান দেওয়া হবে। আগামী বছর থেকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে সেকথাও আগাম জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই ঘটে আরজি করে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন। আর তারই প্রতিবাদে ফের হুগলির উত্তরপাড়ার অপর একটি পুজো কমিটি জানিয়ে দিল সরকারের পুজো অনুদান (NO Pujo Donation) তারা নেবে না। আরজি কর কাণ্ডে সমাজের বিভিন্ন মহল থেকে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আবহে রাজ্যের একাধিক পুজো কমিটি প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে, তারা পুজোর অনুদান নেবে না।

একাধিক মহিলা পরিচালিত পুজো কমিটিও এই ঘোষণা করেছে। এর আগে উত্তরপাড়ার জয়কৃষ্ণ স্ট্রিটের আপনাদের দুর্গাপুজো সরকারি পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছিল। তারও আগে উত্তরপাড়ার শক্তি সংঘ জানিয়ে দিয়েছিল তারা পুজো অনুদান নেবে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

Sweta Chakrabory | 17:12 PM, Sat Aug 24, 2024
upload
upload