Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

purulia scam

Stone Smuggling scam: পাথর কেটে পাহাড় উধাও, মারাত্মক অভিযোগ পুরুলিয়ায়

নিউজ ডেস্ক: পাথর কাটার নামে পাহাড় উধাও করে দেওয়া হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। এমনই অভিযোগ উঠছে পুরুলিয়ায়। প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ।
দীর্ঘ কয়েক দশক ধরে চলছিল পাহাড় কাটার কাজ। পুরুলিয়া জেলার সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাথর মাফিয়ার অবৈধ কার্যকলাপের ফলে নষ্ট হচ্ছে পাহাড় ও এলাকার সুস্থ পরিবেশ। তারা জানান, পাথর কেটে পাচার করছিল দীর্ঘদিন ধরে। এখানে পাথর খুব হালকা তাই এই পাথর পাশেয রাজ্য ঝাড়খন্ড তথা ঝাড়খন্ড হয়ে বাংলাদেশের পাচার হয়েছে এই পাথর । অভিযোগ, বার বার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ।
দুই বছর আগে এলাকার বাসিন্দাদের উদ্যোগে তৈরি হয় পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটি । গতবছর হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তারা। সেই আবেদনের ভিত্তিতে কোর্টের নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। তারা আশ্বাস দিয়েছেন, রিপোর্ট পাঠাবেন তারা। আদৌও কি বাঁচবে পাহাড়, প্রশ্ন করছেন পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্যরা।

Editor | 16:59 PM, Wed Jan 17, 2024
upload
upload