Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

railway minister

Sealdah Station: বদলে যাবে শিয়ালদা স্টেশনের নাম? রেলমন্ত্রীর কাছে আবেদন বিজেপির, পাল্টা কুণাল ঘোষ


নিউজ ডেস্ক: মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে বহু স্টেশন ও জায়গার নাম বদল হয়েছে। এবার সেই তালিকায় কি জুড়বে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) নাম? আসলে বুধবার শিয়ালদহ থেকে একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রী ছাড়াও রেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য প্রমুখ। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।''

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর কথায়, ''মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। দেশ ভাগের সময় সর্বস্বান্ত হওয়া মানুষ এসে ভিড় করেছিলেন শিয়ালদা স্টেশনে (Sealdah Station)। সেদিন ক্যাম্প করে স্টেশনের আশপাশে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।'' সেই কারণেই বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় স্টেশন।

তবে, বিজেপির এই দাবির বিরোধিতা করা হয় তৃণমূলের তরফে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''সমস্ত কিছুর একটা ইতিহাস আছে। দেশের বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এ বার এই রাজ্যেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদা স্টেশন (Sealdah Station) স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক।''

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়, এর আগেও শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নাম বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। আর এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ সেই দাবি তুললেন। তিনি জানিয়েছেন, 'আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন, আমি বিষয়টা দেখব।' তবে শেষ পর্যন্ত শিয়ালদহ স্টেশনের নাম বদল হয় কিনা বা হলেও কি নামকরণ করা হবে এখন সেটাই দেখার।

Sweta Chakrabory | 11:51 AM, Thu Oct 03, 2024
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদে আক্রমণ রেলমন্ত্রীর

নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনা নিয়ে সংসদে দাঁড়িয়ে ঠিক কী বলেছিলেন! সেই তথ্য-পরিসংখ্যান তুলে ধরে তাঁকে তুলোধনা করলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি, ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রককে (Railway Minister) কাঠগড়ায় তোলে তৃণমূল কংগ্রেস। সেই নিয়েই রীতিমতো তথ্য তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার সংসদে ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত অভিযোগের একের পর এক জবাব দিতে থাকেন তিনি। মমতা রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি এই সংসদে দাঁড়িয়েই বলতেন, দেশে ট্রেন দুর্ঘটনা ০.২৪ শতাংশ থেকে কমে ০.১৯ শতাংশ হয়েছে। তখন এখানে বাকিরা হাততালি দিতেন। আর এখন, যখন দেশের ট্রেন দুর্ঘটনার পরিমাণ ০.১৯ থেকে কমে ০.০৩ শতাংশ হয়েছে, তখন তাঁরা উল্টে আমাকে দোষারোপ করছেন! এ ভাবে কি দেশ চলবে?’’

রেলমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেস তার দলবল নিয়ে সমাজমাধ্যমে মিথ্যা দাবি করছে। এই দেশে প্রতি দিন দু’কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাঁদের সকলের মনে কি বিরোধীরা এ ভাবে ভয় ঢুকিয়ে দিতে চাইছে?’’ তিনি আরও বলেন, ‘‘যাঁরা এখানে বেশি চিৎকার করছেন, তাঁদের জিজ্ঞেস করা উচিত, ৫৮ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন তাঁরা এক কিলোমিটারেও ‘স্বয়ংক্রিয় রেলসুরক্ষা’ (এটিপি) চালু করতে পারেননি?’’ চালকরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। রেলমন্ত্রী বলেন, ‘‘লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময়গুলি ২০০৫ সালে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে, কয়েকটি বিধি সংশোধন করে এবং লোকো পাইলটদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। যাঁরা রিল তৈরি করে সহানুভূতি দেখান, তাঁদের এই তথ্য জানা উচিত।’’

অন্যদিকে, বৃহস্পতিবারই লোকসভায় রেলমন্ত্রী (Railway Minister) জানিয়েছেন যে মেইল ও এক্সপ্রেস ট্রেনে এবার থেকে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা। রেলমন্ত্রী (Railway Minister) আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হচ্ছে যাত্রীদের তরফ থেকে এবং সেই দাবিকেই সিলমোহর দেওয়া হয়েছে। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে সমস্ত এক্সপ্রেস মেল ট্রেনের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ জেনারেল কোচ ও এক ভাগ এসি কোচ থাকে। জেনারেল কোচের চাহিদা যে বাড়ছে সে কথাও এদিন উল্লেখ করেন তিনি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন প্রায় আড়াই হাজার মতো জেনারেল কোচ তৈরি করা হবে। আগামী দিনে দশ হাজার জেনারেল কোচ তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন রেলমন্ত্রী।

Sweta Chakrabory | 10:49 AM, Fri Aug 02, 2024
upload
upload