Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

rajyasabha

Sanjay Singh: নেতাদের থাকতে হবে, তাই জেল বাজেট বাড়ানোর দাবি সঞ্জয় সিং-এর

নিউজ ডেস্ক: “অন্তত জেলের বাজেট (Jail Budget) বাড়িয়ে দিন, কারণ নেতারা জেলে যাবেন। আজ হোক বা কাল সকলকে জেলে যেতে হবে। তাই অন্তন্ত জেলের বাজেট বাড়িয়ে দিন।” বক্তা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh) । সংসদের উচ্চ কক্ষে বাজেটের উপরে চর্চার সময় আপের সাংসদ বলেন,“জেলের বাজেট বাড়িয়ে দিন। কারণ এক না একদিন সকলকে জেলে যেতে হবে। আজ আমাদের অনেকে আছে। কাল আপনাদের (শাসক পক্ষের)যেতে হবে। ৩০০ কোটিতে কিছু হবে না। তাই জেলের বাজেট অন্তত বাড়িয়ে দেওয়া দরকার ছিল।” মজা করে রাজ্যসভার অধ্যক্ষগদীপ ধনখড় শাসকপক্ষকে সঞ্জয় সিং-এর এর আবেদনের উপরে নজর দিতে বলেন

বিরোধীদের ঠিকানা জেল (Sanjay Singh)

সঞ্জয় সিং অভিযোগের সুরে বলেন,“আপনারা (শাসক) দিল্লির মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে জেলবন্দী করে রেখেছেনবাংলার তিনজন মন্ত্রী জেলে রয়েছেন। সাংসদের (Jail Budget) এই বক্তব্যে আপত্তি জানিয়ে ধনখড় বলেন,“দেশ আইনের উপর নির্ভর করে চলে পুলিশ গ্রেফতার করে।আদালত অভিযুক্তকে জেলে পাঠায় দেশের যে কোন পদে, যে কেউ থাকুক না কেন, সে জেলে যাবে কিনা, নির্ভর করে আদালতের ওপর। আপনি (Sanjay Singh) জেলে গিয়েছিলেন, প্রথমে এজেন্সির জন্য পরে যখন জেলে ছিলেন, সেখানে আদালতের নির্দেশ ছিল।”

সঞ্জয়ের অভিযোগ (Jail Budget)

সঞ্জয়ের (Sanjay Singh) অভিযোগ, মোদি সরকার কোন সমস্যার সমাধান চায় না ন্যায় বিচার চায় না সরকার চায়, শুধু বিরোধীদের নানান অভিযোগে অভিযুক্ত করে জেলে ভরে রাখতে।”তাঁর আরও অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল অসুস্থ তা সত্ত্বেও তাঁকে জেলে বন্দী করে রাখা হয়েছে

আরও পড়ুন: ফের পাঠানকোটে জঙ্গি হামলার সতর্কতা, ছবি প্রকাশ এক সন্দেহভাজনের

তিনি একদা জামিন পেয়েছিলেন, তা সত্ত্বেও জামিনের বিরোধিতা করে আদালতে চলে গিয়েছিল তদন্তকারী সংস্থা।তাঁরা চাইছে, যে কোন ভাবে তাঁকে জেলে রাখতে।”


Pankaj Kumar Biswas | 15:12 PM, Sat Jul 27, 2024

Rajyasabha Cross Voting: ক্রস ভোটিং-এ অতিরিক্ত আসন লাভ বিজেপির,হিমাচলে পতনের মুখে কংগ্রেস!

নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচনে বড় চমক। মঙ্গলবার, হিমাচল প্রদেশের পাশাপাশি রাজ্যসভার নির্বাচন হয় উত্তরপ্রদেশ এবং কর্নাটকেও। তিন রাজ্যেই দেদার ক্রশ ভোটিং হয়েছে। তার জেরে হিমাচল প্রদেশের একমাত্র আসনে জয় হয়েছে বিজেপির।

৬৮ সদস্যের বিধানসভায় দুপক্ষই ৩৪টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জয়-পরাজয় নির্ধারিত হয় হিমাচলে। সেখানে রাজ্যসভার একটি আসনে সরাসরি লড়াই ছিল শাসকদল কংগ্রেস এবং বিরোধীদল বিজেপির। সংখ্যাতত্ত্বের নিরিখে উত্তরপ্রদেশের রাজ্যসভার ১০টি আসনের মধ্যে বিজেপির সাত এবং সমাজবাদী পার্টির তিনটি আসনে জয়ী হওয়ার কথা ছিল। তবে ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি আটটি অর্থাৎ অতিরিক্ত একটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির।

ফলত লোকসভা নির্বাচনের আগে হিমাচল প্রদেশে পতনের মুখে কংগ্রেস সরকার। সে রাজ্যের একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটে মঙ্গলবার জিতেছেন বিজেপির প্রার্থী হর্ষ মহাজন। কংগ্রেসের আইনজীবী নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রাক্তন রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভিকে হারিয়ে জিতেছেন তিনি। ক্রস ভোটিংয়ের জেরেই এই ফলাফল বলে অভিযোগ কংগ্রেসের।

তবে অন্যদিকে কর্নাটকে চারটি আসনের মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। কর্নাটকের এই ফলকে বেশি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। প্রসঙ্গত এবারের রাজ্যসভার ৫৬টি আসনের মধ্যে বিনা লড়াইয়ে জিতেছেন ৪১ জন। বর্তমানে দেশে মাত্র তিনটি রাজ্যে রয়েছে কংগ্রেস সরকার। সেখান থেকে এই নির্বাচনের পর হিমাচলও হাতছাড়া হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। অন্যদিকে লোকসভা ভোটের আগেই হিমাচলে কংগ্রেস সরকারের পতন ঘটবে বলে মঙ্গলবার দাবি করেছে বিজেপি।

Sweta Chakrabory | 12:14 PM, Wed Feb 28, 2024
Nomination for Rajya Sabha: রাজ্যসভায় মনোনয়ন দাখিল করল তৃণমূল বিজেপি 

রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে মনোনয়ন জমা দিলেন বিভিন্ন দলের প্রার্থীরা।  মঙ্গলবার তৃণমূলের নাদিমুল, আর সুস্মিতা দেব এবং বিজেপির শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন। তৃণমূলের তরফ থেকে বাকি রইলেন  শতরুপা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। জানা গেছে তাঁরা মনোনয়ন জমা দেবেন ১৫ ফেব্রুয়ারি। জরুরি কিছু কাগজ তাদের এখনও হাতে পাওয়া বাকি। সেগুলি সঙ্গে নিয়েই তারা মনোনয়ন দাখিল করবেন। 

Editor | 17:23 PM, Tue Feb 13, 2024

Rajya Sabha Election: রাজ্যসভায় বিজেপি প্রার্থী ঘোষণা বিজেপির, বাংলা থেকে প্রার্থী শমীক

নিউজ ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের পাঁচটি আসনে ভোট। তৃণমূল আগেই ঘোষণা করেছিল তাদের প্রার্থী তালিকা। এবার রবিবার দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থীতালিকাও। বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শমীক ভট্টাচার্য।
বিধায়কদের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তৃণমূল চারটি ও বিজেপির একটি আসন পাওয়ার কথা। তৃণমূলের পক্ষ থেকে আগেই চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার পরেই রাজ্যসভায় বাংলা থেকে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনারও অবসান ঘটলো। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষের ভোটে দাঁড়াচ্ছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। পাশাপাশি বাংলার বাইরে উত্তরপ্রদেশ থেকে ভোটে দাঁড়াচ্ছেন চৌধুরী তেজভির সিং, শ্রীমতী সাধনা সিং, শ্রী অমরপাল মৌর্য, ডঃ সঙ্গীতা বলবন্ত, শ্রী নবীন জৈন ও উত্তরপ্রদেশ থেকে দাঁড়াচ্ছেন শ্রী মহেন্দ্র ভট্ট।
প্রসঙ্গত, আজ পর্যন্ত কোনও দল বিরোধী কথা শোনা যায়নি শমীক ভট্টাচার্যর মুখে। দীর্ঘদিন ধরে দলের প্রতি এই আনুগত্যের পুরস্কার পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ও দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পুরনো মুখ শমীক ভট্টাচার্যেই আস্থা রেখেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, দলের দীর্ঘদিনের কর্মী ও নেতা, সুবক্তা শমীককে বেছে নিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বিজেপির লোকসভা নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিজেপির কোন নেতা কোন বিষয় বক্তব্য রাখবেন, কোন বিষয়ে বেশি প্রচারে আনবেন, সেই সমস্ত বিষয় ঠিক করতেই এই কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাথায় আনা হয় শমীক ভট্টাচার্যকে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছেন শমীক। ফলত সেইকারনেই তাঁকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে পাঠাতে চলছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

Editor | 16:26 PM, Mon Feb 12, 2024
upload
upload