Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

rcb

RCB vs KKR: KKR বনাম RCB! ক্রিকেটের ময়দানে জিত কার?

নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএল ২০২৪-এর দশম লিগ ম্যাচে সম্মুখসমরে নামছে ফ্যাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা। এমনটাই আশা কেকেআর ফ্যানদের।

অন্যদিকে আইপিএলের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আরসিবিকে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন কোহলিরা। ৩৯ বলে ৭৭ রানের ইনিংসে কোহলি আরসিবিকে চলতি সিজনের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন। তবে আজকের ম্যাচে কি ফলাফল হয় এখন সেটাই দেখার।

উল্লেখ্য এর আগে চিন্নাস্বামীতে নিজেদের ঘরের মাঠে কোহলিরা এগারোবার মুখোমুখি হয়েছেন কেকেআরের। যার মধ্যে শাহরুখ খানের টিমের জয়ের সংখ‌্যাটা সাত। শুধু তাই নয়, দুই টিমের ক্রিকেটীয় যুদ্ধ ঘিরে উত্তেজনার গনগনে আঁচটাও একইরকম ছড়াচ্ছে। এখন শুধুই অপেক্ষা খেলা শুরু হওয়ার।

Sweta Chakrabory | 19:20 PM, Fri Mar 29, 2024

Indian Premier League: আইপিএল এ নতুন রূপে ধোনি

নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ১৭তম আইপিএল। অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু। শুক্রবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএল এ রয়েছে বিশেষ বদল।

কাগজে কলমে, টিম লিস্টে ধোনির নামের পাশে ক্যাপ্টেন লেখা থাকবে না, তিনি টস করতেও আসবেন না। কারন, চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ প্রসঙ্গে, সিএসকের তরফ থেকে বিবৃতিতে সরকারি বলা হল, ‘এমএস ধোনি নেতৃত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।’ আসলে সেই ট্র্যাডিশন সমানে চলছে।

উল্লেখ্য রুতুরাজ ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ের মধ্যে আইপিএলে ৫২ টি ম্যাচ খেলেছেন। পাঁচবার আইপিএল জেতার পাশাপাশি সুপার কিংসকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবও এনে দিয়েছেন ধোনি। সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের একাংশের কাছে আজকের ম্যাচ ধোনি বনাম কোহলির।

অন্যদিকে সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া বিরাট কোহলি মাঠে নামার জন্যে মুখিয়ে আছেন। দু’মাস বাদে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন। খেলেননি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ পাঁচ টেস্টের সিরিজও। সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে আরসিবি। এর ফলে সব মিলিয়ে বিরাটদের কাঁধে দায়িত্ব যেন আরও বেড়েছে। এখন শুধু খেলায় চোখ রাখার পালা।

Sweta Chakrabory | 19:09 PM, Fri Mar 22, 2024
upload
upload