Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

refuse puja donation

NO Pujo Donation: আরজি করকাণ্ডের বিচার চেয়ে এবার পুজোর অনুদান ফেরাল ‘বৌঠান সংঘ’


নিউজ ডেস্ক: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। ঘটনার বিচার চেয়ে এবার উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি ফিরিয়ে দিল দুর্গাপুজোর অনুদান। এই নিয়ে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি রাজ্য সরকারের পুজোর অনুদান (NO Pujo Donation) ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করল। এদিন ভদ্রকালীর মহিলা পরিচালিত ‘বৌঠান সংঘ’ জানিয়ে দিল, দুর্গাপুজোর অনুদান তারা নিতে নারাজ। পুজো কমিটির প্যাডে চিঠি আকারে তা প্রশাসনের কাছে জানানো হয়েছে। এটি মূলত মহিলা পরিচালিত দুর্গাপুজো। নাম বৌঠান সঙ্ঘ। মহিলারাই মূলত এই পুজো আয়োজনের দায়িত্বে থাকেন। তবে পুজোর সরকারি অনুদান (NO Pujo Donation) পেলে জাঁকজমকটা একটু বেশি হয়। কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদে তারা সরকারি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, আমরা প্রতিবার পুজো অনুদান নিয়ে থাকি। এই বছর আরজি করের ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান নিচ্ছি না। নির্মমভাবে চিকিৎসককে নির্যাতন করে খুন করে খুন করা হয়েছে। তার বিচার চাইছি আমরা। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিটি ক্লাব বারোয়ারিকে ৮৫ হাজার টাকা করে পুজো অনুদান দেওয়া হবে। আগামী বছর থেকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে সেকথাও আগাম জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই ঘটে আরজি করে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন। আর তারই প্রতিবাদে ফের হুগলির উত্তরপাড়ার অপর একটি পুজো কমিটি জানিয়ে দিল সরকারের পুজো অনুদান (NO Pujo Donation) তারা নেবে না। আরজি কর কাণ্ডে সমাজের বিভিন্ন মহল থেকে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আবহে রাজ্যের একাধিক পুজো কমিটি প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে, তারা পুজোর অনুদান নেবে না।

একাধিক মহিলা পরিচালিত পুজো কমিটিও এই ঘোষণা করেছে। এর আগে উত্তরপাড়ার জয়কৃষ্ণ স্ট্রিটের আপনাদের দুর্গাপুজো সরকারি পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছিল। তারও আগে উত্তরপাড়ার শক্তি সংঘ জানিয়ে দিয়েছিল তারা পুজো অনুদান নেবে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

Sweta Chakrabory | 17:12 PM, Sat Aug 24, 2024
upload
upload