Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

run away

Howrah Incident: নকল মৃতদেহ সাজিয়ে চোলাই পাচার!পুলিশের হাত ফসকে চম্পট পাচারকারী

নিউজ ডেস্ক: দেহের ভিতর সোনা পাচারের খবর শোনা যায় কিন্তু নকল মৃতদেহ সাজিয়ে চোলাই পাচারের ঘটনা! হ্যাঁ এমনটাই ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। পুলিশ এবং আবগারি দপ্তর এসে চোলাই উদ্ধার করেন। ৮০০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। এর অর্থমূল্য প্রায় চার লক্ষ টাকা। পুলিশ দেখে চম্পট দেয় অভিযুক্তরা। কাউকে পুলিশ ধরতে পারেনি।

জগৎবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে একটি ইটভাটা রয়েছে। সেখানেই এই নকল দেহটি আনা হয়েছিল সৎ কাজের জন্য। পুলিশ দেখে আসলে সেটি কোনও দেহ নয়। বালিশ ও চাদর দিয়ে তৈরি করা হয়েছিল নকল দেহ। তার চারপাশে রাখা ছিল চোলাই মদের বোতল। নির্বাচনকে সামনে রেখে আবগারি দফতর নিয়মিত চোলাই ধরতে অভিযান চালাচ্ছে।

এদিন আবগারি দপ্তরের কাছে খবর আসে দুপুরে হুগলি থেকে বিপুল পরিমাণে চোলাই জগৎবল্লভপুরে ঢুকছে। তা হাওড়ার বিভিন্ন এলাকায় পাচার করা হবে। খবর পেয়ে আবগারি দফতর অভিযান চালায়। আবগারি দপ্তর ও পুলিশ আসে স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ইটভাটার পাশে। সেখানেই একটি শ্মসানে আনা হয়েছিল নকল মৃতদেটি। আবগারি দপ্তর ও পুলিশ শ্মসানে গিয়ে দেখে একটি দেহর মত করে শোয়ানো আছে। চারপাশে রয়েছে কিছু লোক। পুলিশ দেখেই তারা চম্পট দেয়। শ্মসানযাত্রীরা ছিলেন চোলাই মদের কারবারি।

জানা গিয়েছে এভাবে নকল মৃতদেহ সাজিয়ে হুগলি থেকে লরিতে করে তারা চোলাই মদের জার এনেছিলেন। এমনকি এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যাতে মনে হয় দেহ সৎকার করার জন্য মৃতদেহ আনা হয়েছে।

Sweta Chakrabory | 10:57 AM, Sat Mar 23, 2024
upload
upload