Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

saltlake

CBI: বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করল সিবিআই


নিউজ ডেস্ক: আবারও সংবাদ শিরোনামে উঠে এল নিয়োগ দুর্নীতির (TET Recruitment Case) প্রসঙ্গ। গত তিন দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করল সিবিআই। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই (CBI)। প্রায় দেড় বছর পরে বুধবার থেকে সেই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা। 

গত বুধ এবং বৃহস্পতি— দুদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তাঁরা। এরপর শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি। দুপুরেই সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র নিয়ে বাইরে আসতে দেখা যায় সিবিআইয়ের গোয়েন্দাদের। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার (TET Recruitment Case) সঙ্গে সম্পর্কিত বহু ‘জরুরি তথ্য’ রয়েছে। এছাড়াও সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে। আর যদি সত্যি এমনটা হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসের পর চলতি বছর ৪ জানুয়ারি ফের বিকাশ ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা (CBI)। জানা গিয়েছে দুবারই ওই ভবনের ছয় তলায় গিয়েছিলেন আধিকারিকরা। শেষবার সেখানে রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনের ঘরে তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। এরপর কিছু দরকারি নথি সংগ্রহ করে গুদাম সিল করে দিয়েছিলেন তদন্তকারীরা। আর এবার বুধবার ফের সেখানে হানা দিয়ে বস্তাভর্তি নথি উদ্ধার করে সিবিআই আধিকারিকরা।

Sweta Chakrabory | 17:24 PM, Fri Jun 28, 2024

Saltlake News: সল্টলেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ! পাশে অচৈতন্য স্বামী, উদ্ধার সুইসাইড নোটও

নিউজ ডেস্ক: সল্টলেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। দেহের পাশ থেকেই উদ্ধার হল রক্তমাখা ছুরি। বুধবার সকালে সল্টলেক সেক্টর থ্রি–র জিসি ব্লকে নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক যদুনাথ মিত্র (‌৭৮)–কে।‌ আর তার স্ত্রী মন্দিরা মিত্রর দেহ উদ্ধার হয় বাড়ির শৌচালয় থেকে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা, নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মঘাতী হতে চেয়েছে ওই বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে সেখানে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

পুলিশের অনুমান, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্বামী। বাড়ির পরিচারিকার দাবি, বুধবার সকালে কাজ করতে এসে ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপরই ঘটনা জানাজানি হয়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দম্পতির দুই মেয়ে। একজন সিঙ্গাপুরে থাকেন, আরেক জন স্কুলশিক্ষিকা। ঘটনার খবর পেয়েই ইতিমধ্যে এক মেয়ে হাজির হয়েছে ঘটনাস্থলে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বৃদ্ধ দম্পতির পরিবারের সদস্যসের সঙ্গে কথা বলছে। অন্যদিকে বৃদ্ধার মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

Sweta Chakrabory | 15:13 PM, Wed Mar 27, 2024

Abhijit Gangopadhyay Join BJP: সুকান্ত-শুভেন্দুর হাত ধরেই পদ্মে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিউজ ডেস্ক: বিচারবিভাগ থেকে রাজনৈতিক ময়দানে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়-একথা জানিয়েছিলেন আগেই। সেই কথা মতোই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন দলে যোগদান করলেন তিনি। পার্টি অফিসে পৌঁছোতেই শঙ্খধ্বনি দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, বিচারপতি হিসেবে এর আগে একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ভোটের মুখে আচমকা গত রবিবার তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দিয়ে তিনি জানান, বিজেপিতে যোগ দেবেন তিনি। একই সঙ্গে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। এমনকি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। বলেন, তালপাতার সেপাই রয়েছেন যিনি তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলতেই নারদ-চক্রান্ত করেছিলেন। সবটাই চক্রান্ত বলেও দাবি করেছিলেন। শুধু তাই নয়, ডায়মণ্ডহারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জও জানান প্রাক্তন বিচারপতি।

তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে? দেওয়া হলে কোন কেন্দ্র থেকে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলেনি এখনও। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এবার লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, “দল চাইলে ভোটে লড়ব, নাহলে যেখানে দল কাজ দেবে, সেখানে কাজ করব।”

Sweta Chakrabory | 12:48 PM, Thu Mar 07, 2024
upload
upload