Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

shovabazar rajbari

Holi festival of Shovabazar Palace: শোভাবাজার রাজবাড়ির রাজকীয় দোল উৎসব

শোভাবাজার রাজবাড়ি। নামটা শুনলেই মনে আসে দুর্গাপুজার কথা। কিন্তু এই রাজবাড়িতে আরও বেশ কয়েকটি উৎসব হয় যা চলে আসছে রাজা নবকৃষ্ণ দেব ও তার বশধরদের আমল থেকে। আজ রাজা নেই, নেই রাজত্ব। তবু দুশো বছর পার হলেও রাজার বংশধররা তাঁদের সামর্থ্যমত লালন পালন করে চলেছেন তাঁদের অতীতের সোনালী ঐতিহ্য।


শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি দোলযাত্রাও হত চোখধাঁধানো। খানাপিনা, নাচের মজলিশ হত সেকালে। আজও দোল উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয়। শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে। এই রাজবাড়ির কুলদেবতা গোপীনাথ জিউ। কথিত আছে ভগবান স্বয়ং রাজা নবকৃষ্ণ দেবের কাছে আবদার করে থেকে গিয়েছিলেন এই রাজবাড়িতে।

শনিবার দোল উৎসবের প্রাক্কালে শোভাবাজার রাজবাড়ির তরফে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বসন্ত উৎসব উপলক্ষে রাজবাড়ির প্রাঙ্গনে বসেছিল রবীন্দ্র সঙ্গীতের আসর। গানের আসর জমিয়ে দিয়েছিলেন বিশিষ্ট গায়ক মনোজ মুরলী নায়ার। রাজাবাড়ির সদস্য, স্থানীয় গুনী মানুষজন ও বিশিষ্টদের উপস্থিতি জানান দিচ্ছিল স্বাধীনতার আগেকার এই রাজবাড়ির সোনালি দিনগুলির কথা। এই রাজবাড়িতে প্রথম নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দকে। এই রাজবাড়িতেই হয়েছিল জমিদারবাড়ির প্রথম বারোয়ারি পুজো। যার সাক্ষী হয়েছিলেন লর্ড ক্লাইভ। এই রাজবাড়ির প্রথম রাজা নবকৃষ্ণ দেব ছিলেন তারই দেওয়ান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাধারণ মানুষকে দলে যোগদান করিয়ে রাজনৈতিক কর্মী সাজানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

বালুরঘাট, ১৮ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক যুবতী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা গতকাল তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। কেউ বামফ্রন্ট, কেউ কংগ্রেস করত, আবার কেউ কোন রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল না। তারা সকলেই মুখ্যমন্ত্রী উন্ননযজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যোগদানকারীদের দাবি মুখ্যমন্ত্রী যে ভাবে উন্নয়ন করেছেন সেই জায়গা থেকে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

যোগদানকারী নন্দিতা সেন বলেন, “আমরা বেশিরভাগ মানুষ কোন দল করি না। কেউ কেউ সিপিএম কংগ্রেস করতেন। দেখছি দিদি ভাল কাজ করছেন তাই তৃণমূলে যোগ দিচ্ছি”। এক্ষেত্রেই প্রশ্ন উঠছে অরাজনৈতিক ব্যক্তিদের হাতে ঝান্ডা ধরিয়ে অন্য দল থেকে যোগদান শীর্ষক দিয়ে কেন প্রচার চালাচ্ছে তৃণমূল। কেউ কোন রাজনৈতিক দলে যোগ দিতেই পারেন। তাতে কোন অসুবিধে নেই। কিন্তু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দলে টানা হচ্ছে এই অভিযোগ করছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে নানান প্রতিশ্রুতি দিয়ে তাঁদের হাতে দলের ঝাণ্ডা তুলে দেওয়া হয়েছে। যে লাভের আশা দেওয়া হয়েছে তারও বেশিরভাগ কেন্দ্র সরকারের অনুদানে চলা প্রকল্প। তবে তৃণমূল কংগ্রেস নেতা বিপুল কান্তি ঘোষ বলেন, “ কেউ প্রভাব দেখায় নি। মানুষ উপকৃত হয়ে অনেকেই আমাদের দলে আসছে। আরএসপি বিজেপির শক্ত ঘাঁটি ছিল এই এলাকা। এখন আমরা ফের শক্তি সঞ্চয় করছি। যারা এলেন তাঁরা আমাদের সৈনিক হিসেবে কাজ করছে বলে জানিয়েছে”।

 

Editor | 17:58 PM, Mon Mar 18, 2024
upload
upload