Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

siliguri

Siliguri Police: মহিলা-সুরক্ষায় এবার বড় পদক্ষেপ, পুজোয় থাকবে ‘পিঙ্ক ভ্যান’


নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের আবহে নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ (Siliguri Police) কমিশনারেট। পুজোয় ঘুরতে বেরিয়ে মহিলারা শ্লীলতাহানির শিকার হলে বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চালু হচ্ছে পুলিশের নতুন মোবাইল অ্যাপ।
পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police) তরফে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হচ্ছে। পুজোর শহরে টহল দেবে পিঙ্ক ভ্যান। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই পিঙ্ক ভ্যান পুজোর দিনগুলো শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে। আসলে রাস্তাঘাটে কোনও সমস্যা হলে অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। সেই কারণে মহিলা পুলিশ কর্মীদের এই ভ্যান টহল দেবে শহরে।
এছাড়াও নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হচ্ছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমেই বিপদে পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। এ প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার (Siliguri Police) সি সুধাকর বলেন, ''নতুন একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য সেই অ্যাপটি চালু করা হবে। এই অ্যাপে কী কী ধরনের সুবিধা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।'' তবে অ্যাপে প্যানিক বাটন-সহ আরও বেশ কিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এসব সুবিধা ছাড়াও প্রত্যেকবারের মতো পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে। থাকবে সাদা পোশাকে পুলিশ কর্মীরাও।
অন্যদিকে, দুর্গাপুজোর সময়ে শহরে 'উইনার্স বাহিনী'ও মোতায়েন থাকবে। পুজো মণ্ডপগুলি ছাড়াও ভিড় এলাকায় নারীদের নিরাপত্তায় 'উইনার্স বাহিনী' টহল দেবে। বাড়তি মহিলা পুলিশ মোতায়েন থাকবে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে পুজো উদ্যোক্তাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বড় মণ্ডপে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে।

Sweta Chakrabory | 13:16 PM, Fri Sep 13, 2024

BSF: জঙ্গি অনুপ্রবেশের শঙ্কা! বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের নিয়ে দল বিএসএফের, আরও নানা পদক্ষেপ

নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Crisis)। চারিদিকে শুধুই হাহাকার আর কান্নার রোল। অন্যদিকে, একদলের উন্মত্ত উল্লাস। সংখ্যালঘুদের উপর অত্যাচার সীমাহীন। সোনার বাংলা ভূলুণ্ঠিত। শুধু সংখ্যালঘুরাই নয়, আক্রান্ত হচ্ছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরাও। প্রাণভয়ে অনেকে পালিয়ে আসছেন সীমান্তপারে। বাংলাদেশের এই চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তাই ভারতীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিল বিএসএফ। বাংলাদেশ ও ভারতের মধ্যে জলসীমানা অনেকটা। তাই কড়া নজরদারি চালানো হচ্ছে জলসীমায়। বাংলাদেশ সীমান্ত বরাবর ডাঙাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফের (BSF) পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। কাঁটাতার ঘেরা সীমান্তে রাত-টহলের জন্য নাইট ভিশন ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে জওয়ানের সংখ্যাও।'

বাংলাদেশের (Bangladesh Crisis) বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ জলসীমানায় নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যলার্ট জারি করা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতের জলসীমানায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে জলে-স্থলে চলতে পারা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট। এদিন বেলায় ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে বিশেষ এই হোভারক্রাফ্ট। উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা হোভারক্রাফ্টে চেপে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ জলসীমানায় টহলদারি শুরু করেছেন। অনেক সময়ে বাংলাদেশ থেকে জলদস্যু বা মৎস্যজীবীরা জলসীমানা পেরিয়ে চলে আসে এ পারে‌। ট্রলারে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে এই হোভারক্রাফ্ট অনেকটাই কাজে আসবে বলে মনে করা হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের উপকূল এলাকার প্রতিটি থানাই জলপথে পেট্রোলিং চালাচ্ছে। এ দিন সকাল থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার স্পিডবোট এবং এফআইবি বোট নদী এবং সমুদ্রে টহল দিয়েছে।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবার একজোট হলেন গ্রামবাসীরাও। গ্রামে গ্রামে টিম করে সচেতনতা প্রচার চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনও সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে, এমন প্রচারও চালাচ্ছে বিএসএফ (BSF)। মূলত বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যাতে কোনও ভাবে অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে গুরুত্ব দিতেই, নদিয়া,  জলপাইগুড়ি, কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে বিএসএফ। গেদে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নদিয়ায় বৈঠকে বসেন পঞ্চায়েত প্রধান সদস্য-সহ অন্যান্য প্রতিনিধিরা। কোনও অপরিচিত মানুষ দেখলে গ্রামবাসীদের কী কর্তব্য সেটাও বুঝিয়ে দিয়েছে সেনা-আধিকারিকরা।

বুধবার সীমান্তবর্তী একাধিক গ্রামে গিয়ে অনুপ্রবেশ (Bangladesh Crisis) রুখতে গ্রামবাসীদের কী করণীয় তা বুঝিয়ে বলেন বিএসএফ (BSF) আধিকারিকরা। গ্রামবাসীদের তাঁরা বলেন, ‘‘অচেনা কাউকে গ্রামে দেখলে বিএসএফ বা পুলিশকে জানাবেন। রাতে খুব দরকার না হলে বাড়ির বাইরে বেরোবেন না। আর বেরোলেও সীমান্তের কাটাতারের দিকে যাবেন না।’’ তবে বাংলাদেশের পরিস্থিতির কোনও প্রভাব সীমান্তের এপারে পড়ার সম্ভাবনা দেখছেন না গ্রামগুলির বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বিএসএফ ও পুলিশের পাহারায় নিরাপদে রয়েছেন তাঁরা।

উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তে সরদারপাড়া, ধদাগছ, লক্ষ্মীস্থান, নারায়ণজোতসহ প্রায় ১২টি সীমান্তবর্তী গ্রাম রয়েছে। সেখান থেকে অনুপ্রবেশের আশঙ্কা করছে বিএসএফ (BSF)। এব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করেছেন বিএসএফ আধিকারিকরা। বুধবার গ্রামে গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা বলেন, "সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ, অপ্রীতিকর ঘটনা রুখতে আমরা প্রস্তুত রয়েছি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাতেও গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে যাতে কোনও সন্দেহজনক কাওকে বা অপরিচিত কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আমাদের বা পুলিশকে জানানো হয়।" দক্ষিণ দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত উত্তরের পাঁচ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে ৯৩৬ কিলোমিটার নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে। সীমান্তে নজরদারির জন্য চারটি সেক্টরে মোট ১৮টি বিএসএফ ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।

বিএসএফ (BSF) সূত্রে খবর, উত্তরবঙ্গে ১০৯ কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। সেই ফাঁকা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দাদের অনেকে। বিএসএফের তরফে ফাঁকা সীমান্তে জওয়ানদের নজরদারি দ্বিগুণ করা হয়েছে। চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির মতো সীমান্ত থেকে এক দেড় কিলোমিটার দূরে রাখা হয়েছে সেনাবাহিনীকে। সীমান্ত পরিস্থিতির অবনতি হলে তড়িঘড়ি যাতে সেনাকে কাজে লাগানো যেতে পারে, সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিএসএফের উত্তরবঙ্গের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) অমিত ত্যাগী জানিয়েছেন। তিনি বলেন, ‘‘নিয়ম মেনে অনেকেই ওপার বাংলা থেকে ভারতে আসছেন। অনিয়মে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকেও নামানো হবে। তবে কাঁটাতারহীন কিছু এলাকায় জওয়ানদের তরফেই অস্থায়ী বেড়া দেওয়া রয়েছে।’’

সোমবার বাংলাদেশে (Bangladesh Crisis) হাসিনা সরকারের পতনের পর থেকে চূড়ান্ত নৈরাজ্য শুরু হয়েছে সীমান্তের ওপারে। বিদায়ী শাসকদল আওয়ামি লিগ নেতা ও হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর পাশবিক অত্যাচার চলছে সীমান্তের ওপারে। এই পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত পাহারায় মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। তবে তাতেও জল – জঙ্গলে ভরা সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টহলদারির পাশাপাশি সীমান্তে নজরদারির জন্য ড্রোন ওড়াচ্ছে বিএসএফ (BSF)। অনুপ্রবেশ রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা জওয়ান।

Sweta Chakrabory | 10:29 AM, Thu Aug 08, 2024

North Bengal Weather: উত্তরবঙ্গে ফের বৃষ্টি, ধসের জেরে ব্যাহত যান চলাচল

নিউজ ডেস্ক: কয়েকদিনের বিশ্রামের পর মঙ্গলবার রাত থেকে ফের অঝোরে বৃষ্টি (North Bengal Weather)শুরু হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে। এর জেরে সমতলেও জনজীবন বিপর্যস্ত হল ভারি বৃষ্টির কারণে ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল ওই জাতীয় সড়ক। অন্যদিকে কালিঝোড়া এনএইচপিসি বাংলা সংলগ্ন রাস্তার ওপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয় যান চলাচল। এর জেরে সাময়িকভাবে বন্ধ ছিল তিস্তা বাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। তবে দ্রুততার সঙ্গে গাছ এবং পাথর সরিয়ে দেওয়ায় ফের রাস্তা খুলেছে স্বাভাবিক হয়েছে যান চলাচল

অঝোরে বৃষ্টি, বাড়ছে ধস

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে উত্তরবঙ্গের (North Bengal Weather) বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে নতুন করে বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে পাহাড়ের বহু ছোট বড় রাস্তা বন্ধ রয়েছে কালিম্পং জেলার লিকুভিড়ে ফিরে ধস নামার কারণে ১০ নম্বর জাতীয়সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম এর মধ্যে অন্যদিকে কালিঝোড়াতেও ঝড়ের কারণে এনএইচপিসি সংলগ্ন রাস্তার উপরে গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হয় বৃষ্টিপাতের কারণে তিস্তা থেকে মেল্লি বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে

ফিরছে তিস্তার ভয়াবহ স্মৃতি

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত কয়েক দিন আগের তিস্তার ভয়াবহ স্মৃতিকে ফিরিয়ে এনেছে প্রশাসন সূত্রের খবর তিস্তার জলস্তর ফে বৃদ্ধি পাচ্ছে তিস্তা বাজার সংলগ্ন ডেওগ্রাম এলাকাতেও হু-হু করে জলস্তর বাড়ছে গত বছর সিকিমের বিপর্যয়ের জেলে তিস্তা নদী গতিপথ বদলেছে উঁচু হয়েছে তিস্তার নদীখাত। এর জেরে টানা কয়েকদিন (North Bengal Weather) বৃষ্টিপাত হলেই সমতলেও তিস্তা ফুলে ফেঁপে উঠবে তাই বিশেষভাবে নজর রাখছে স্থানীয় প্রশাসন

Pankaj Kumar Biswas | 17:44 PM, Wed Jun 26, 2024

Siliguri Rail Accident: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা! মৃত ৫ যাত্রী, জখম বহু 

নিউজ ডেস্ক: সোমবার সকালে এনজেপির কাছে রাঙাপানি  রেল স্টেশন এলাকায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরায় পিছন দিক থেকে একটি মালগাড়ি সজোরে এসে ধাক্কা মারে। যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি (Rail Accident) ঘটে এনজেপি থেকে রাঙাপানির কাছে ১১ কিলোমিটারের মধ্যে। ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা ইতিমধ্যে পৌঁচ্ছে গিয়েছেন। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে, আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল নটার কিছু পরে রাঙাপানি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মাল গাড়ি এসে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। মালগাড়ির লোকো পাইলট ভিতরে আটকে পিষ্টঅবস্থায় আটকে রয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জখম হয়েছেন বহু যাত্রী। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় মানুষরা উদ্ধারকার্যে এগিয়ে এসেছেন। রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলেও ঠিক কী কারণে দুর্ঘটনা সেই নিয়ে এখনও তাঁরা কিছু  বলা পারছেন না। একই লাইনে দুটি ট্রেন কিভাবে এল এটা নিয়ে সকলেরই প্রশ্ন। 

এদিন সকাল  বৃষ্টি থাকায়  উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। এই দুর্ঘটনার জেরে কলকাতা - শিলিগুড়ির  সহ  দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একটি কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির ইঞ্জিন। বৃষ্টি সেই সঙ্গে লাগোয়ায় জমা জলে পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরাদু'টি দুমড়ে মুচড়ে গিয়েছে। এলাকায় বৃষ্টিও চলছে। অনেকে ছাতা মাথায় দিয়ে ঘটনাস্থলে রয়েছেন। 

রেল দুর্ঘটনার (Rail Accident) পর পরই যাত্রীর পরিবারের লোকজনের সহযোগিতার জন্য রেলের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাত্রীদের পরিবারের লোকজন শিয়ালদা স্টেশনে ভিড় করা শুরু করেছেন। যাত্রীদের পরিবারের লোকজনের বক্তব্য, দুর্ঘটনায় কতজন মারা গিয়েছেন। জখম কতজন হয়েছেন। তা আমরা জানতি পারিনি। চরম দুশ্চিন্তায় রয়েছি।

Sweta Chakrabory | 11:42 AM, Mon Jun 17, 2024

Dhupguri: খাতায় কলমে মেরে দিয়েছে হাপুস নয়নে বললেন ভোটার

 নিউজ ডেস্ক: উদয়ন গুহ যেখানে যাচ্ছেন অশান্তি পাকাচ্ছেন। সংবাদমাধ্যমের গাড়িতেও হামলা করানো হচ্ছে। মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। অভিযোগের সুরে বললেন কোচবিহারের (Coochbehar) বিজেপি প্রার্থী (BJP) নিশীথ প্রামানিক (Nisith Pramanik) ।

শুধু কোচবিহারে নয় উত্তরবঙ্গের অন্যান্য কেন্দ্রেও উঠেছে রিগিং ও অনিয়মের অভিযোগ। এদিন জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা কেন্দ্রের ধূপগুড়ি (Dhupguri) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বৈরাতিগুড়ি হাইস্কুলে ভোট কেন্দ্রে যান বাসন্তী দাস। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ১৫/১৮৬ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তিনি নাকি খাতায় কলমে মৃত। তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমাকে বলেছে আমি নাকি মরে গেছি। আমার নাম কেটে দিয়েছে ওরা। ভোট দিতে দেবে না বলে মৃত দেখিয়ে দিল।” ওই মহিলা জানান প্রিসাইডিং অফিসার তাঁকে বলেছেন, তার কিছু করার নেই। ভোটার তালিকায় নাম নেই। ডিলিট হয়ে গেছে। তাই ভোট দিতে পারবেন না তিনি। তাই ফিরিয়ে দেওয়া হয়েছে ওই বৃদ্ধাকে।

বৃদ্ধার ছেলে উজ্জ্বল দাস বলেন, “ মা একা ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু ওখানে বলে তোমার নাম নেই। তুমি মৃত। মা বাইরে এসে আমাদের জানায়। ফের কথা বললে জানায় নামের জায়গায় মৃত লেখা আছে। আমরা পরে বুঝে নেব। মা প্রায় দেড় ঘণ্টা ভোটের লাইনে দাঁড়িয়ে ছিল। তারপরেও ভোট দিতে পারেনি। আমরা তো প্রতিবার তো এখানেই ভোট দিই। এবারে কী হল জানি না।”

বাসন্তী দেবী জানান তিনি সকাল সাতটা নাগাদ ভোট দিতে গেছিলেন। দেড় ঘণ্টা হয়ে গেলেও ভোট দিতে পারি নি। এর পর প্রিসাইডিং অফিসার বলেন আপনার নাম বাতিল হয়ে গেছে। এবছর কিছু হবে না। পরে দেখা যাবে। এখন কিছু হবে না। উনি কাকে যেন ফোন করলেন তবু কিছু হল না।”

প্রসঙ্গত এরকম একাধিক অভিযোগ উঠেছে তিন কেন্দ্রেই। বহু মানুষ ভোট দিতে পারেননি। এমনকি বিরোধী দলের এজেন্টকেও বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।

Sweta Chakrabory | 15:09 PM, Fri Apr 19, 2024

Dilip Ghsoh: সুনীল মণ্ডল কী বিজেপিতে? কী বললেন দিলীপ ঘোষ

 নিউজ ডেস্ক: তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছন দিলীপ। দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় কথা হয়। প্রসঙ্গত দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল মণ্ডল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন সুনীল এবং দিলীপ দুজনেই।

লোকসভা নির্বাচন চলাকালীন দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুনীল মণ্ডলকে। তিনি বলেন, “দল ডাকেনি তাই নামিনি।” বর্ধমান শহরে ঢোকার মুখেই দু-নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি, বাড়ির নাম অভিযান। কী কারণে সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষ বলেন, “ সুনীলদা আমার পুরোনো বন্ধু। আমার জন্মদিন ছিল কেক কাটল, খাওয়াল আমাকে। কিছুই করছেন না। কী রাজনীতির কথা বলব। আমি না অনুরোধ করতেই চলে এসেছিল এখন দেখা যাক কী করে কোথায় যায়।”

প্রসঙ্গত বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে বিজেপির পতাকা ছেঁড়া হয়। এনিয়ে শুরু হয় অশান্তি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “এসব ছিঁচকে চোরের মত কোথাও দেওয়াল মুছে দিচ্ছে। পতাকা ছিঁড়ে দিচ্ছে। এসব করে ভোট হয়? যারা লড়তে পারেনা এই ধরনের করে। বেশিদিন চলবে না ঠিক হয়ে যাবে। আমরাও দেখছি পুলিশ কি করছে নাহলে বাকিটা আমরা করব।”

অন্যদিকে প্রথম দফা ভোটের আগে বিভিন্ন জায়গায় অশান্তি। সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি। রাজ্যের প্রথম দফার ভোটে কোচবিহারে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের যা অভিযোগ, প্রায় সবই এই জেলা থেকে। রাজখরা, চান্দিমারি-সহ জেলার একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। শীতলকুচি থেকেও তৃণমূল-বিজেপির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “পুরোনো অভ্যাস। কোথাও বোম পাওয়া যাচ্ছে। বন্দুক পাওয়া যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, ভয় দেখানোর চেষ্টা। মানুষ বুঝে গেছে জবাব দেবে।”

শীতলকুচি প্রসঙ্গে তিনি বলেন, “শীতলকুচি, সিতাই, দিনহাটা উদয়ন গুহর জায়গা, গণ্ডগোল হবেই। ওরা যেকটা আছে গণ্ডগোল করে। গতবারের শিতলকুচি, সীতাইয়ের ক্যাণ্ডিডেট এবারের লোকসভার ক্যাণ্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গিয়েছিল এলাকা ছেড়ে, ছ'মাস আসেনি। আমরা বলেছিলাম কাউকে তাড়াব না আমরা। দিনহাটা কোচবিহারে বাংলাদেশ থেকে গুণ্ডা নিয়ে আসা হয়, উৎপাত করা হয়। তারপরেও শীতলকুচি বিধানসভায় আমরা জিতেছি। সব জায়গায় লিড পাব জিতব।

Sweta Chakrabory | 13:07 PM, Fri Apr 19, 2024

Suvendu Adhikary: নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ শুভেন্দু

 নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা (LOP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভোটের (Loksabha Election 2024) প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকায় যে একেবারে খুশি নন তাঁর স্পষ্ট করে জানিয়ে দেন। তাঁর মতে একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ আরো কঠোর হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।

বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার (Raju Bista) সমর্থনে প্রচার কর্মসূচি ছিল তাঁর। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তাঁর ভাষণে উঠে আসে হিংসা প্রসঙ্গ। আগেভাগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রামনবমীতে হিংসা হবে। এরপরই দেখা যায় বুধবার রামনবমীর দিন মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয়। আশপাশের বাড়ি থেকে মিছিল লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, “সংখ্যালঘু ভোট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। অশান্তি ছড়ানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল পাকানো চেষ্টা হচ্ছে। পুলিশ যদি আগেভাগে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটার কথাই নয়। হিংসা নিয়ে সাত দিন ধরে চিৎকার করে গেছেন মমতা। নির্বাচন কমিশনের সাহস থাকলে তাকে গ্রেফতার করা উচিত ছিল। রামনবমীর অশান্তির কারণ হিসেবে মমতার ষড়যন্ত্রকে এই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sweta Chakrabory | 12:46 PM, Fri Apr 19, 2024

Vigilance: পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ আইপিএস প্রদীপ কুমার যাদবের

নিউজ ডেস্ক: পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ। সংবেদনশীল বুথে অতিরিক্ত নজর আরোপের নির্দেশ নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার যাদবের। শিলিগুড়িতে (Siliguri) নির্বাচনের মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনার পরই বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৈঠক করেন নির্বাচন কমিশনে নিযুক্ত পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার যাদব। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে জরুরী বৈঠক তলব করা হয় জেলা নির্বাচনী আধিকারিকদেরও। পুলিশ কমিশনার(Police Commissioner) সি সুধাকর, ডিসি হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডিসি ট্র্যাফিক বিসি ঠাকুর ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের তরফে সহকারী জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে অবজার্ভারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন শিলিগুড়ি কমিশনারেটের অধীনস্থ জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অংশের অবস্থান, নিরাপত্তা জনিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিশনারেটের অধীনে থাকা দুই লোকসভা কেন্দ্রে কতগুলি সংবেদনশীল বুথ রয়েছে। সেখানকার পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট বুঝে নেন। জানা গিয়েছে পুলিশ অবজার্ভার মূলত কেন্দ্রীয় বাহিনী সঙ্গে পুলিশের সমন্বয় বৃদ্ধির কথা জানিয়েছেন। সমন্বয় বজিয়ে রেখে নির্বাচনী পরিস্থিতিতে কার্যে নামার নির্দেশ দিয়েছে। সংবেদনশীল বুথ  ও এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ। বিশেষ করে শিলিগুড়ি একই পাড়ায় পাশাপাশি রাস্তায় পৃথক দিনে নির্বাচন। সে সমস্ত এলাকায় অন্য কেন্দ্রের লোক নির্বাচনী এলাকায় আশেপাশে ঘোরাফেরা ও জমায়েত রোধ করার একটা বড় চ্যালেঞ্জ। জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুরনিগমের ১৪ টি ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অধীনে। ফলে এই কেন্দ্রে লোকসভা নির্বাচন ১৯শে এপ্রিল। আবার দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির বিস্তারিত অংশে নির্বাচন ২৬শে এপ্রিল। ফলে বেশ কিছু এলাকা এমন রয়েছে যেখানে রাস্তার এপার ওপারে পৃথক দিনে নির্বাচন। ফলে সেক্ষেত্রে নির্বাচনে বিধি-নিষেধের আওতায় জমায়েত নিয়ন্ত্রণ করা একটা চ্যালেঞ্জ। একইসঙ্গে নির্বাচনী বিধি নিষেধের আওতায় নির্দেশিতাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়তে রাজনৈতিক প্রচার মিটিং মিছিল বন্ধ করার ক্ষেত্রেও কার্যত সুতোর ফাঁক মেপে নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে। এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা হয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি যদি সপ্তাহে একাধিক ভিভিআইপি রাজনৈতিক নেতৃত্বদের সফর রয়েছে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সফরে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিতকরনের বিষয়েও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ রয়েছে। অন্যদিকে  শিলিগুড়িতে মঙ্গলবার তাজা বোমা উদ্ধারের ঘটনা তদন্ত কতদূর অগ্রসর হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার বলেন পুলিশ অবজারভার ম্যারাথন বৈঠক করে বিস্তারিত আলোচনা হয়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপি দপ্তরে সমস্ত পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক চলে।  

Editor | 15:03 PM, Thu Apr 04, 2024

Panitanki fire Incident: শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ১১টি দোকান

নিউজ ডেস্ক: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে ছাই ১১টি দোকান। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে অগ্নিকান্ডের এই ঘটনায় বাজার সংলগ্ন বেশ কিছু কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।

স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। বাজারের ভেতর থেকে হটাতই তারা ধোঁয়া বেরতে দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছয়।

Sweta Chakrabory | 15:47 PM, Sat Mar 23, 2024

PM Modi:'প্রতি পদে বাংলার মানুষকে লুটছে তৃণমূল'- শিলিগুড়ির সভা থেকেও তৃনমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: শিলিগুড়ির জনসভায় উঠেই বাংলায় ভাষণ শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার সরকারি কর্মসূচি সেরে নরেন্দ্র মোদী পৌঁছন শিলিগুড়ির দলীয় মঞ্চে। সেখানে পৌঁছেই পরিচয় এবং করমর্দন করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। মঞ্চে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। সভায় উঠেই আগের সভা গুলির মতন সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।

এদিন সভায় প্রধানমন্ত্রী বলেন,তৃণমূল সরকার উজ্জ্বলার সুবিধা পেতে দেয় না, ১৪ লক্ষ মহিলাকে এই রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করে। পাহাড়কে গুরুত্ব দেয়নি তৃণমূল। ওরা জমি দখল করতে ব্যস্ত ছিল। বিনামূল্যে রেশনের সুবিধাও পেতে দেয় না তৃণমূল সরকার, বললেন মোদী। জানালেন, এঁদের মন্ত্রীই রেশন কেলেঙ্কারি করে। ১০০ দিনের টাকা নিয়েও মোদী সরব হন। ১০০ দিনের কাজের টাকা দিল্লি থেকে পাঠানো হয়। কিন্তু তৃণমূল সরকার তোলাবাজদের পয়সা দেওয়ার জন্য ভুয়ো জবকার্ড বানিয়ে রেখেছে। মোদী সরকার গরিবের টাকা আটকে যাবে ভেবে সেই টাকাও দিয়ে দেয়, বললেন মোদী। প্রতিপদে বাংলার মানুষের টাকা লুট করছে তৃণমূল। চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, চা বাগানের শ্রমিক এবং চা-চাষীদের জন্য বিজেপি সরকার বহুকাজ করেছে। যার হাত ধরে ২৫ হাজার মানুষ দারিদ্র কাটিয়ে উঠেছে। কিন্তু পরিবারতন্ত্রের পন্থীরা তা আপনাদের পেতে দেয় না।

প্রসঙ্গত,২০২৪ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি প্রকাশ্যে এনেছে তাদের প্রথম দফার ভোটার তালিকা। এবার পরের ধাপের প্রার্থী তালিকা ঘোষণার পালা পদ্ম শিবিরের। এই পর্যায়ে দাঁড়িয়ে শনিবার উত্তরবঙ্গে হয়ে গেল মোদীর সভা। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোদীর জনসভায় নেমছে মানুষের ঢল। এদিকে, রাত পোহালেই ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা। তার ২৪ ঘণ্টা আগে মোদীর এই জনসভা নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে রাখতে চলেছে তাৎপর্য।

শনিবার মোদীর উত্তরবঙ্গের সভার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনও করেছেন। রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে শিলিগুড়ির সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বক্তব্য রাখলেন। শুরুতেই থেকেই তৃণমূলকে নিশানা করেন তিনি। সাফ বললেন, ‘তৃণমূলকে একটা ভোটও নয়’। ছাব্বিশের লোকসভা ভোটে তৃণমূলকে বিদায় দিতে এখন থেকেই প্রস্তুতি শুরুর প্রয়োজন রয়েছে বলেও মত অভিজিতের।

Sweta Chakrabory | 17:53 PM, Sat Mar 09, 2024

John Barla: প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন ক্ষুব্ধ জন বারলা ? 

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে শিলিগুড়ি রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালিতে নরেন্দ্র মোদির জনসভায় যোগ নেবেন তিনি। দুপুর ৩টে নাগাদ বাগডোগরা এয়ারপোর্ট এ প্রধানমন্ত্রী নামবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। তাই প্রধানমন্ত্রী শিলিগুড়ি পৌছোনোর আগেই শিলিগুড়ি ছুটলেন জন বারলা।

মনোজ টিগগার উপর ক্ষোভ থাকলেও রাগ নেই দলের উপর। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন টিকিট না পাওয়া আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। এবার ইনেক্টিভ অনেক সাংসদ টিকিট পাননি। সেই তালিকায় ছিলেন জন বারলা। আরও বেশ কয়েকজনের টিকিট বাতিল হতে পারে বলে দলীয় সূত্রে খবর। কয়েকদিন আগে প্রকাশ্যে মনোজ টিগগার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছিলেন জন। প্রার্থী পদ প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছিলেন মনোজকে। বলেছিলেন, দিলীয় নেতৃত্বকে ভূল বুঝিয়ে মনোজ টিকিট হাসিল করেছেন।

শনিবার দুপরে লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে জন বারলা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সভায় যোগ দেব। নরেন্দ্র মোদি আমার বাবা-মা তাই বিজেপি ছাড়ার কথা ভাবছি না। তবে সুযোগ পেলে উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ তুলে ধরব প্রধানমন্ত্রীর সামনে।

ফলে জন বারলা যে শান্ত হয়ে বসে থাকবেন সেই ইঙ্গিত এখনও নেই। কিন্তু তিনি লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রকাশ্যে দল বিরোধী কথা বলছেন তাতে দলের এককাট্টা ভাব ক্ষতির মুখে পড়ছে। যাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। তাঁদের যুক্তি টিকিটের জন্য যেই দলের নেতারা নিজেদের মধ্যে মারামারি করছে তাঁরা মানুষের সেবা কী করবে?

 

Editor | 16:22 PM, Sat Mar 09, 2024

Siliguri News: ২৪ ঘণ্টায় শিলিগুড়ি শহরে ২০ লক্ষ টাকার সাইবার প্রতারনা

২৪ ঘণ্টায় শিলিগুড়ি শহরে ২০লক্ষ টাকার সাইবার প্রতারনা। সাইবার ফ্রডস্টারদের থাবায় সেনা কর্মীরা। ৭ লক্ষ ৬০ হাজার টাকা খোঁয়ালেন সেনা জওয়ান। সিবিআইয়ের ভয় দেখিয়ে মহারাষ্ট্র পুলিশের পরিচয় দিয়ে সক্রিয় চক্রের থাবায় শিলিগুড়ি শহরে অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের অ্যাকাউন্ট থেকে ১৩ লক্ষ টাকা হাপিস। শিলিগুড়ি শহরে থাবা বসিয়েছে ফ্রডস্টারের। বিগত বেশ কয়েকদিন আগেই এক সপ্তাহে দেড় কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ সামনে আসে। এবারে রেকর্ড কে ভেঙে ২৪ ঘন্টায় সাইবার প্রতারণা চক্রের টার্গেট করে দুই সেনা কর্মীর কাছ থেকে ২০লক্ষ টাকা আত্মসাৎ। শিলিগুড়ি মাটিগাড়া ব্লকের বাসিন্দা অবসরপ্রাপ্ত বায়ু সেনার উইঙ কমান্ডেন্ট শ্যামল কান্তি নন্দী। কমান্ডেন্ট শ্যামল কান্তি নন্দীর অভিযোগ গত 6 মার্চ তার মোবাইলে একটি ফোন আসে অচেনা নম্বর থেকে। ফোনের অপরপ্রান্ত থেকে এক মহিলা কণ্ঠ স্বরে জানানো হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে তিনি টেলিকম ডিপার্টমেন্ট থেকে বলছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মীর নামে একটি মোবাইল নম্বর বেআইনিভাবে অপরাধজনিত কাজে ব্যবহার করা হচ্ছে। সে কারণে তার সমস্ত টেলিফোন নম্বরগুলি কে ব্লক করে দেয়া হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মী জানান এ বিষয়টি শুনেই আঁতকে ওঠেন তিনি। এরপরই ওই মহিলা কণ্ঠস্বর তাকে জানায় তার ফোন নম্বরটি নোটিফিকেশন বিভাগে দেওয়া হচ্ছে সেখান থেকে তাকে বিস্তারিত তথ্য দেওয়া হবে। এরপরই ট্রাই-এর নোটিফিকেশন বিভাগের কর্মী পরিচয় দিয়ে এক পুরুষ কণ্ঠে তাকে জানানো হয় তার নামে একটি নম্বর নিয়ে মুম্বাইয়ের পারলে থানার অন্তর্গত তিলক নগরে কেউ অপরাজনিত কাজে ব্যবহার করছেন। মহারাষ্ট্রের পুলিশের কাছে এ বিষয়ে একটি অভিযোগও দাখিল হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত নেমে তার নামে থাকা সমস্ত  নম্বর গুলো ব্লক করে দেওয়ার নির্দেশ এসেছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মী জানান সে সময় আমি ফোনে জানিয়েছিলাম এ ধরনের কোনো নম্বর তিনি কখনোই ব্যবহার করেননি। তবে অপর দিক থেকে তাকে জানানো হয় তাকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের পারলে থানায় যোগাযোগ করতে হবে সশরীরে অথবা দুই ঘণ্টার মধ্যে তার সমস্ত ফোন নম্বরগুলি ব্লক করে দেওয়া হবে।

গ্যাং ব্যবহার করছে মুম্বাইতে। এরপরই তিনি আকুতি করেন তিনি মুম্বাই থেকে দূরে রয়েছেন কোনভাবেই সেখানে স্বশরীরে পৌঁছানো একদিনের মাথায় সম্ভব নয়। এরপরই চক্রের আসল খেলা শুরু হয়। ফ্রডস্টার অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে জানান তিনি তার সঙ্গে মুম্বাইয়ের সাইবার দলের মধ্যে পারলে থানার সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। তার বলা নির্দেশ অনুসরণ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মী।। অভিযোগ এরপরই মহারাষ্ট্র পুলিশের পারলে থানার পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে কথা বলেন এবং তাকে স্কাইপ একাউন্ট খুলে ভিডিও কলের আসতে হবে বলে নির্দেশ দেন। সে নির্দেশ অনুসরণ করে স্কাইপ একাউন্ট খুলে তিনি অপরপ্রান্তে মুম্বাই পুলিশ ২০৮ এবং সিআইডি উল্লেখ্য একটি আইডি স্কাইপে প্রেরণ করেন তাকে সেখানে যুক্ত হওয়ার জন্য। সেমতো অবসরপ্রাপ্ত সেনাপতি ভিডিও কলে সেখানে যুক্ত হয়ে তার কাছ থেকে তার আধার কার্ড চাওয়া হয়। আধার কার্ড যাচাই করে অপরপ্রান্তে বসে থাকা ব্যক্তি তাকে জানান তার নামে সিবিআইএর অর্থ তছরূপের মামলা রয়েছে। এরপরই অবসরপ্রাপ্ত সেনা কর্মী ঘাবড়ে যান। এরপর ফ্রডস্টারদের নির্দেশ অনুসারে তাদের বলা কথা মতো কাজ করতে শুরু করেন তিনি। কখনো তার নম্বর সিআইডি ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে কানেক্ট করার কথা বলা হয় আবার কখনো দিল্লি সিবিআই অফিসারের সঙ্গে তার সংযোগ স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়। এরপরই দিল্লি সিবিআই অফিসারের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে জানান তার নামই যে অর্থের মামলা রয়েছে ইতিমধ্যেই সেই মামলায় একজনকে গ্রেফতার করেছে সিবিআই। সুপ্রিম কোর্টে একটি ভুয়ো নথি ও তার সামনে পেশ করা হয় এবং তার একটি অনলাইন লিঙ্কও দেওয়া হয়ে থাকে। সে অনলাইন লিঙ্ক ধরে তাকে জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ফ্রিজ করে দেওয়া হবে। সুতরাং তদন্তের স্বার্থে আপাদত তার ব্যাংক একাউন্ট থেকে অন্য একটি ব্রাঞ্চের ব্যাংক একাউন্টে তার অর্থ স্থানান্তরিত করা হবে। তিন দিনের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে তদন্ত সম্পন্ন হলে। তাদের প্রস্তাবে রাজি হতেই তার একাউন্টে থাকা ১৩ লক্ষ টাকা হরফ করে নেয় সাইবার প্রতারকেরা। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে শিলিগুড়ি সাইবার থানার ব্যবস্থা হন বায়ু সেনার অবসরপ্রাপ্ত উইং কমান্ডেন্ট। সাইবার থানায় ৬ মার্চ মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে অপর একটি সেনা কর্মীকেও একইভাবে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন করে তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ওটিপির মাধ্যমে ৭ লক্ষ ৬০ হাজার টাকা হাপিস করা হয়েছে। একই দিনে ঐ সেনা জওয়ান চন্দ্র বাহাদুর গুরুং সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারের সাইবার থানার তরফে তদন্ত শুরু করা হয়েছে।

Editor | 10:56 AM, Sat Mar 09, 2024

Siliguri News: ভয়াবহ পথ দূর্ঘটনা-শিলিগুড়ির কাওয়াখালিতে, উদ্ধারকার্যে পুলিশ ও দমকল বাহিনী

নিউজ ডেস্ক: ভয়াবহ পথ দূর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ শিলিগুড়ির কাওয়াখালিতে। গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে চালককে উদ্ধার করা হয়। এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে, ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল ফাঁড়ির পুলিশ সহ ট্রাফিক পুলিশ কর্মিরা। দীর্ঘক্ষণের প্রচেস্টায়, দুটি ক্রেনের সহায়তায় গাড়ি দুটিকে আলাদা করা সম্ভব হয়। জানা গেছে, শিলিগুড়ির বালাসন সেতু ক্ষতিগ্রস্থ হওয়ার পর থেকে, দক্ষিণবঙ্গ গামি সমস্ত দূরপাল্লার গাড়ি, মেডিকেলের কাওয়াখালি হয়ে, শিবমন্দির যায়। শুরুতে বারবার পথ দূর্ঘটনা ঘটলেও, দূর্ঘটনায় রাশ টানতে, মেডিকেলের 'কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট' করা হয়। তারপর থেকে কিছুটা স্বস্তি মিললেও, ফের একবার দূর্ঘটনার কবলে পড়ে দুটি ফুল পাঞ্জাব ট্রাক। শনিবার ভোর চারটে নাগাদ, কাওয়াখালির শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পন্যবাহী গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরেই স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দূর্ঘটনায়, পন্যবাহী গাড়ির চালক গাড়িতেই আটকে থাকে। এরপর স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে, চালকে উদ্ধার করে দমকলের কর্মীরা। এরপর ওই চালককে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পুলিশের সহযোগিতায় বেলা গড়ালে, যানজট কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরে। এমন আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিবেশ।

Editor | 12:15 PM, Sat Feb 17, 2024
upload
upload