Sunday, November 10, 2024

Logo
Loading...
upload upload upload

sonia gandhi

Sonia Gandhi: ক্ষমতায় না থেকেও পরিপূর্ণ কোষাগার? সম্পত্তির হিসেব দিলেন কংগ্রেস প্রাক্তন সভানেত্রী

নিউজ ডেস্ক: গত পাঁচ বছরে কংগ্রেস ক্ষমতায় না থাকলেও সম্পত্তির পরিমাণ বেড়েছে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর। সম্প্রতি নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিলেন সনিয়া গান্ধী। সোনার গহনা থেকে শুরু করে ইটালির বাড়ির ভাগ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সব মিলিয়ে ২০১৯ থেকে ২০২৪ সালে সম্পত্তি ৫.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর।

উল্লেখ্য লোকসভার ছেড়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া গান্ধী। শারীরিক অসুস্থতার জন্য আর লোকসভায় লড়তে চান না বলে জানিয়েছেন তিনি। গত বুধবার রাজস্থান থেকে নিজের মনোনয়ন জমা করেছেন তিনি। সেখানেই কমিশনে জমা করা হলফনামায় নিজের সম্পত্তির উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী। তথ্য অনুযায়ী সনিয়া গান্ধীর মোট সম্পত্তির মূল্য ১২ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ৮২২ টাকা। যার মধ্যে অস্থাবর সম্পত্তি ৬ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৪১৫ টাকার। এই অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ, সোনার গহনা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া রয়্যালটি, নানা রকম বিনিয়োগ থেকে প্রাপ্য অর্থ সহ বন্ড ও ব্যাংকে জমা টাকা।

অস্থাবর সম্পত্তির একটা বড় অংশ হল সোনিয়ার গহনা। তার মোট ১ কোটি ৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার গহনা রয়েছে বলে লেখা রয়েছে হলফনামায়। এর মধ্যে ১ কেজি ৩০০ গ্রাম সোনার গহনা। যার মূল্য ৪৯.৯৫ লাখ টাকা। রয়েছে ৮৮ কেজির রুপোর গহনা এবং বাসনপত্রও। যার মূল্য ৫৭.২ লাখ টাকা। এর পাশাপাশি ৯০ হাজার টাকা নগদ অর্থেরও হিসাব দিয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়ার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬.১৫ কোটি টাকার। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সনিয়ার ইটালির বাড়িও। ওই বাড়িতে সনিয়ার ভাগের মূল্য ২৬.৮৪ লাখ টাকা।

প্রসঙ্গত,এর আগে লোকসভা নির্বাচনেও নিজের সম্পত্তির হিসাব দিয়েছিলেন সনিয়া। দেখা যাচ্ছে তাঁর সম্পত্তির পরিমাণ প্রতি পাঁচ বছর অন্তর বেড়েছে। ২০১৪ সালে তাঁর জমা করা হলফনামায় মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ ছিল ৯ কোটি ২৮ লাখ টাকা। যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৮২ লাখ। পাঁচ বছর পর ২০২৪ এ তা বেড়ে হয় প্রায় ৭১ লাখ টাকা। যা ২০১৯ সালের তুলনায় ৫.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে ক্ষমতা থেকে সরে এসেও মাত্র কয়েক বছরের মধ্যে সোনিয়ার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে।

 

Editor | 16:44 PM, Tue Feb 20, 2024
upload
upload