Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

sonitpur constituency

Largest Indian Family: ১২০০ সদস্য ৩৫০ ভোটার হলেও সরকারী সুবিধে থেকে বঞ্চিত সর্ববৃহৎ পরিবার

নিউজ ডেস্ক: এক পরিবারে ১২০০ সদস্য। সেই বাড়িতে সাড়ে ৩৫০ জন ভোটার। বর্তমান যুগের ছোট্ট পরিবারের সংজ্ঞা উলটাপালট করে দিচ্ছে এই পরিবার। এই যুগে এমনটা ভাবাই যায় না। একান্নবর্তী পরিবারও হাজারের বেশি সদস্য অতীত সময়ের জন্য ছিল এক আশ্চর্য ঘটনা। এমনই ঘটনা ঘটিয়েছেন অসমের (Assam) সোনিতপুর (Sonitpur) লোকসভা কেন্দ্রের ফুলগুড়ি নেপালি পাম এলাকার বাসিন্দা রন বাহাদুর থাপা।

কয়েক পুরুষ যাবত এই এলাকাতেই তাঁদের বাস। দেশের সবচেয়ে বেশি ভোটার থাকার রেকর্ডধারী এই পরিবার। জানা গেছে রন বাহাদুর থাপা ইতিমধ্যে এই প্রয়াত হয়েছেন। রেখে গেছেন ১২টি ছেলে এবং ৯টি মেয়ে। শুধু তাই নয় তার স্ত্রী সংখ্যাও পাঁচ জন। চলতি মাসের ১৯ তারিখ অসমের সোনিতপুর লোকসভা ভোটের (LOksabha Seat) প্রথম দফার নির্বাচন হবে। এদিনই নিজেদের ভোট দেবেন থাপা পরিবারের সাড়ে ৩৫০ জন সদস্য। রন বাহাদুরের ১৫০ জনের বেশি নাতি নাতনি। প্রয়াত রন বাহাদুর থাপার ছেলে তিল বাহাদুর ছাপা জানিয়েছেন তার বাবা ১৯৬৪ সালে এখানে বাড়ি তৈরি করেছিলেন। বাবার পাঁচ স্ত্রী ছিলেন এবং তারা ১২ ভাই এবং ৯ জন বোন। সবমিলিয়ে ৬৫ জন নাতি নাতনি ছিল। সংখ্যা তত্ত্বের বিচারে রেকর্ড গড়া এই পরিবার আজও রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত। সেই কারণে বলে আফসোস করেন এই পরিবারের সদস্যরা।

যেহেতু রন একাধিক বিবাহ করেছিলেন তাই এই পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিল বাহাদুর জানিয়েছেন পরিবারের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা পেলেও সরকারি চাকরি পাননি। তিনি বলেন, “আমাদের পরিবারের অনেক সদস্য রাজ্য ছেড়ে বাইরে চলে গেছেন। কিছু সদস্য বেঙ্গালুরুতে (Bengaluru) চলে গেছেন। সেখানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কেউ কেউ। আবার দিনমজুরের কাজ করছেন অনেকে। কিন্তু সরকারি চাকরি কেউই করতে পারেনি।” জানা গেছে এই পরিবারের আদিপুরুষ রন বাহাদুর থাপা ১৯৯৭ সালে একটি বিশাল পরিবার রেখে মারা যান। তার ছেলেরাও বাবার পথের পথিক হয়েছেন। এখন ৬৪ বছর বয়সী সারকি বাহাদুর থাপার ৩ স্ত্রী ও ১২ জন সন্তান রয়েছেন।

তবে এই পরিবারের কেউই বিয়ে করার ব্যাপারে রনের রেকর্ড ভাঙতে পারেনি। মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সোনিতপুর লোকসভা কেন্দ্রে। ১৬ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রে। রয়েছে ১৬.২৫ লাখেরও বেশি ভোটার। অসমের মাত্র ১৪ টি লোকসভা কেন্দ্র রয়েছে। মোট তিন দফায় ভোতগ্রহণ হবে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে হবে নির্বাচন। অসমে করিমগঞ্জ, কোকরাঝাড়, কালিয়াবোর, লখিমপুর, ডিব্রুগড়, বারপেটা, শিলচর, গুয়াহাটি, জোড়হাট সহ মোট ১৪ টি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত। ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১১ টি আসন অসংরক্ষিত, দুটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং একটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

Sweta Chakrabory | 16:02 PM, Thu Apr 18, 2024
upload
upload