Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

sorberia

Sheikh Shahjahan: সরে গেল তৃণমূলের পতাকা! শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা

নিউজ ডেস্ক: সন্দেশখালিতে রাজ বাড়ছে বিজেপির। তৃণমূলের সাসপেন্ড নেতা শাহজাহান শেখের নামাঙ্কিত সন্দেশখালির মার্কেটের দখল নিল বিজেপি। তৃণমূলের পতাকা খুলে সেখানে উড়ল বিজেপির পতাকা। এদিন শাহজাহানের নামাঙ্কিত ওই মার্কেট থেকে তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই বছরেই তৈরি হয় সন্দেশখালির এই মার্কেট। স্থানীয়দের একাংশের দাবি, এই মার্কেটের জমিও জোর করে দখল করা হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, 'সন্দেশখালিতে আইনের শাসন সেই, সেখানে শাহজাহানের রাজ চলে।' শনিবার সকালে সেই সন্দেশখালিতেই তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। শুধু তাই নয়, নিজের জীবন দশাতেই সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান নিজের নামাঙ্কিত যে মার্কেট তৈরি করেছিলেন, তারও দখল নিল বিজেপি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় এসে উন্মত্ত গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন ইডি অফিসাররা। মারমুখী জনতার হাত থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই ঘটনার পর সন্দেশখালিতে শাহজাহানের সাম্রাজ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এরপর গত ২৮ তারিখ মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে। তারপর থেকে এখন সিবিআই হেফাজতেই রয়েছে শাহাজাহান। অন্যদিকে শনিবার সন্দেশখালির ঘটনায় শাহজাহানদের আত্মীয়দের তলব করা হয়। এদিন কলকাতায় নিজাম প্যালেসে গিয়ে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন শাহজাহানের ভাই আলমগীর।

Sweta Chakrabory | 17:55 PM, Sat Mar 16, 2024
upload
upload